Women Empowerment: অনেকেই সম্ভবত জানেন না! মহিলাদের সাহায্যের জন্য রয়েছে এই প্রকল্পগুলি

Last Updated:

Women Empowerment: কেন্দ্রীয় সরকার একের পর এক প্রকল্প নিয়ে এসেছে দেশের নারীর ক্ষমতায়ণে

মহিলা সুরক্ষা স্কিম
মহিলা সুরক্ষা স্কিম
কেন্দ্রীয় সরকার একের পর এক প্রকল্প নিয়ে এসেছে দেশের নারীর ক্ষমতায়ণে। বেটি বাঁচাও বেটি পড়াও- ২০১৫ সালের ২২ জানুয়ারি হরিয়ানা থেকে শুরু হয়েছিল এই প্রকল্প। লক্ষ্য নারীর অস্তিত্ব, সুরক্ষা এবং শিক্ষা। কন্যাভ্রুণহত্যার হার কমিয়ে সামাজিক সচেতনতার লক্ষ্যে ক্রমশ সার্থকতা বাড়ছে এই প্রকল্পের।
ওয়ার্কিং উইমেন হস্টেল স্কিম: ১৯৭২-৭৩ সাল নাগাদ কর্মরতাদের থাকার জায়গা দিতে এবং তাঁদের সন্তানদের দেখভালের লক্ষ্যে এর সূচনা, নিয়মিত অনুদানে আজও তা অজস্র নারীকে থাকার জায়গা করে দিতে পেরেছে।
advertisement
ওয়ান-স্টপ সেন্টার স্কিম
– ২০১৫ সালে সূচিত এই প্রকল্প অনুদান পায় নির্ভয়া ফান্ড থেকে- লক্ষ্য নারীকে প্রয়োজনীয় চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়া। নিগৃহীত নারীকে একই সঙ্গে মানসিক সহায়তা এবং আইনি পরামর্শও দিয়ে থাকে এই প্রকল্প।
advertisement
উইমেন হেল্পলাইন স্কিম: ২০১৫ সালে সূচিত এই প্রকল্পের উদ্দেশ্য একান্তই নারীসুরক্ষা- ১৮১ নম্বরে কল করলে তাৎক্ষণিক জরুরি পরিষেবা পেয়ে থাকেন নারীরা।
মহিলা পুলিশ ভলান্টিয়ার স্কিম: – ২০১৬ সালে সূচিত এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, অকুস্থলে মহিলা পুলিশের প্রয়োজনীয় উপস্থিতি। পণ আদায়, বাল্যবিবাহ, পারিবারিক হিংসা/নিগ্রহ- সবক্ষেত্রেই নারীরা সাহায্য পেতে পারেন এর আওতায়।
advertisement
স্বাধার গৃহ- ২০১৮ সালে আলোর মুখ দেখে এই প্রকল্প- উদ্দেশ্য নারীর অন্ন-বস্ত্র-বাসস্থানের সংস্থান।
স্টেপ (সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর উইমেন)
১৯৮৬-৮৭ সালে এই প্রকল্পের শুরু, ২০১৪ সালে প্রয়োজনীয় সংস্কার। উদ্দেশ্য প্রশিক্ষণের মাধ্যমে নারীর জীবিকাসংস্থান।
মহিলা শক্তি কেন্দ্র- ২০১৭ সালে সূচনা হওয়ার পর এখনও পর্যন্ত দেশের ১১৫টি জেলায় ৯২০টি কেন্দ্রে শিক্ষা, জীবিকা, স্বাস্থ্য, মানসিক সহায়তা সব মিলিয়ে দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে সক্ষম হয়েছেন নারীরা।
advertisement
রাজীব গান্ধি ন্যাশনাল ক্রেশ হোম- ২০০৬ সালে সূচিত এই প্রকল্পে কর্মরতাদের সন্তানদের স্বাস্থ্য এবং পুষ্টির দিকে নজর দেওয়া হয়, তাদের দেখভাল করা হয়।
advertisement
উজ্জ্বল স্কিম- ২০০৭ সালে এই প্রকল্পের সূচনা, নারীপাচারের মতো নৃশংস ঘটনার হাত থেকে অব্যাহতি এবং পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে এই প্রকল্প।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Women Empowerment: অনেকেই সম্ভবত জানেন না! মহিলাদের সাহায্যের জন্য রয়েছে এই প্রকল্পগুলি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement