ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট না কি পোস্ট অফিসে? আপনার কোনটা বেছে নেওয়া উচিত দেখে নিন!

Last Updated:

বিনিয়োগকারীদের কোনটা বেছে নেওয়া উচিত? এই প্রশ্নের উত্তরগুলোই দেখে নেওয়া যাক।

#কলকাতা: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার কিছুটা বেড়েছে। ফলে বিনিয়োগকারীরাও বেশি রিটার্ন পাচ্ছেন। তবে শুধু ব্যাঙ্ক নয়, পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট করা যায়। ব্যাঙ্কের মতো সুযোগ সুবিধাও মেলে। তাই বলে ব্যাঙ্ক আর পোস্ট অফিসের ফিস্কড ডিপোজিট কি এক? যদি এক না হয়, তাহলে কোথায় আলাদা? বিনিয়োগকারীদের কোনটা বেছে নেওয়া উচিত? এই প্রশ্নের উত্তরগুলোই দেখে নেওয়া যাক।
ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বনাম পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট: পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের সঙ্গে ব্যাঙ্কের এফডি-র প্রথম পার্থক্য হল পোস্ট অফিসের এফডি সরকারি স্কিম এবং সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত। অতএব সুদের হারের ওঠা-নামা কম। অন্য দিকে, ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে দেওয়া সুদের হার রিজার্ভ ব্যাঙ্কের উপর নির্ভর করে। আরবিআই সুদের হার বাড়ালে বা কমালে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হারও বদলায়।
advertisement
এইউএম ওয়েলথ ম্যানেজমেন্টের সিইও অমিত সুরি বলছেন, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে সোভেরিন গ্যারান্টি থাকে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের গ্যারেন্টার ব্যাঙ্ক খোদ। ব্যাঙ্কের ক্ষেত্রে, আমানত বিমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের (ডিআইসিজিসি) অধীনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্যারান্টি মূল এবং সুদ ৫ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ।
advertisement
advertisement
সুদের হার: পোস্ট অফিসে এক বছর, দুই বছর, তিন বছর এবং পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে যথাক্রমে ৫.৫ শতাংশ, ৫.৭ শতাংশ, ৫.৮ শতাংশ এবং ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হয়। অন্য দিকে, ব্যাঙ্কে কোনও নির্দিষ্ট সুদের হার নেই। বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার বিভিন্ন। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-তে ৬.১০ শতাংশ, ৬.২৫ শতাংশ, ৬.১০ শতাংশ এবং ৬.১০ শতাংশ সুদের হার এক বছর থেকে দুই বছরের কম, দুই বছর থেকে তিন বছরের কম, তিন বছর থেকে পাঁচ বছরের কম এবং পাঁচ বছর থেকে ১০ বছর পর্যন্ত।
advertisement
মেয়াদ: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত। অন্য দিকে, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট ৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ট্যাক্স বেনিফিট: ব্যাঙ্ক এবং পোস্ট অফিস, উভয় ফিক্সড ডিপোজিটেই পাঁচ বছরে ১.৫ লক্ষ টাকার ট্যাক্স ছাড় মেলে। যদিও সমস্ত নাগরিক এই উভয় আমানতের জন্য প্রতি বছর অর্জিত সুদের উপর ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
advertisement
উইথড্রয়াল: ব্যাঙ্ক এবং পোস্ট অফিস, উভয় ক্ষেত্রেই মেয়াদ শেষের আগে অকাল প্রত্যাহার করতে চাইলে জরিমানা কাটা হয়।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট না কি পোস্ট অফিসে? আপনার কোনটা বেছে নেওয়া উচিত দেখে নিন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement