#নয়াদিল্লি: আর্থিক সংকটের সময় সোনার গয়না বা মুদ্রাকে জমানত হিসেবে রেখে যে ঋণ পাওয়া যায় তাই স্বর্ণ ঋণ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী, যে সোনা বন্ধক রাখা হচ্ছে তার বাজার মূল্যের ৭৫ শতাংশ পর্যন্ত গোল্ড লোন পাওয়া যায়। যেহেতু সোনার দাম প্রতিদিন ওঠানামা করে তাই যেদিন ঋণ নেওয়া হচ্ছে সেদিন সোনার বাজার মূল্য কত তা দেখে নেওয়া জরুরি। কারণ ঋণগ্রহীতা সেই অনুযায়ী ঋণ পাবেন।
প্রায় সমস্ত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান গোল্ড লোন অর্থাৎ সোনার বদলে ঋণ দেওয়া হয়ে থাকে ৷ বিভিন্ন ব্যাঙ্ক ও প্রতিষ্ঠান আলাদা আলাদা সুদ নিয়ে থাকে গোল্ড লোনের উপরে ৷ দেখে কোন ব্যাঙ্ক সবচেয়ে কম সুদে গোল্ড লোন দিয়ে থাকে ৷
আরও পড়ুন: রেকারিং ডিপোজিট রয়েছে আপনার? দেখে নিন কোন কোন বিষয় প্রভাব ফেলতে পারে....
গোল্ড লোনে ব্যাঙ্ক গ্যারেন্টি হিসেবে গয়না জমা নিয়ে নেয় ৷ লোনের উপরে একটি নির্দিষ্ট সুদ নিয়ে থাকে ৷ টাকা ফেরত দিয়ে গ্রাহকরা গয়না ফেরত নিতে পারবেন ৷
আরও পড়ুন: Business News: আপনিও কি ২৫ লোনের জন্য ৫০ লাখ টাকা দিচ্ছেন? ঋণের এই অঙ্ক বুঝে নিন
দেখে নিন কোন ব্যাঙ্ক কত সুদ নিয়ে থাকে-
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ৭ শতাংশ সুদে গোল্ড লোন দিয়ে থাকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ৷ প্রসেসিং ফি ৫০০ থেকে ৫০০০ টাকা হয় ৷
কানাড়া ব্যাঙ্ক এই ব্যাঙ্ক বর্তমানে ৭.৩৫ শতাংশ সুদ নিয়ে থাকে ৷ প্রসেসিং ৫০০ থেকে ৫০০০ টাকা নিয়ে থাকে ৷
ইউনিয়ন ব্যাঙ্ক ৭.২৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ সুদ নিয়ে থাকে ইউনিয়ন ব্যাঙ্ক ৷
আরও পড়ুন: ৩৫০% লভ্যাংশ দিতে পারে এই মিড ক্যাপ ফার্মা কোম্পানি, জেনে নিন বিশেষজ্ঞদের মত!
পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এই ব্যাঙ্ক ৫০০ টাকা থেকে অধিকতম ১০,০০০ টাকা পর্যন্ত প্রসেসিং ফি-এর সঙ্গে ৭ থেকে ৭.৫০ শতাংশ সুদ নিয়ে থাকে৷
পিএনবি- এই ব্যাঙ্ক গোল্ড লোনে ৭ থেকে ৭.৫০ শতাংশ সুদ নিয়ে থাকে ৷
এসবিআই- ৩ বছরের জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিলে ব্যাঙ্ক ৭.৩০ শতাংশ প্রতি বছরে সুদ নিয়ে থাকে ৷ প্রসেসিং ফি ০.৫০ শতাংশ এবং জিএসটি এর সঙ্গে ন্যূনতম ৫০০ টাকা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gold Loan