Business News: আপনিও কি ২৫ লোনের জন্য ৫০ লাখ টাকা দিচ্ছেন? ঋণের এই অঙ্ক বুঝে নিন এখনই!

Last Updated:

Business News: হোম লোনে অতিরিক্ত কত টাকা দিতে হবে সেই দিকটি ভেবে দেখা উচিত। প্রায়শই এর পরিমাণ অনেকটাই বেশি হয়ে যায়।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: নিজের বাড়ি ও গাড়ি হবে, এটাই বেশিরভাগ ভারতীয় কর্মরত মানুষের স্বপ্ন। কিন্তু প্রতি মাসে সমপরিমাণ বেতন এবং প্রতিদিনের খরচের মধ্যে বাড়ি, গাড়ি কেনা কঠিন হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে, সবচেয়ে ভালো বিকল্প হল লোন। সাধারণ মানুষের জন্য, হোম লোন ২৫ লাখ থেকে ৪০ বা ৫০ লাখ পর্যন্ত হয়।
কিন্তু হোম লোনে অতিরিক্ত কত টাকা দিতে হবে সেই দিকটি ভেবে দেখা উচিত। প্রায়শই এর পরিমাণ অনেকটাই বেশি হয়ে যায়। যদি লোন নেওয়ার সময় সঠিক ব্যাঙ্ক বা ফিনান্স কোম্পানি বেছে নেওয়া না যায়, তাহলে এই পরিমাণ প্রায় দ্বিগুণও হয়ে যেতে পারে।
আরও পড়ুন:  Share Market News: দুরন্ত সুযোগ! সহজেই মালমাল, ১ লক্ষ বেড়ে ৬১ লাখ টাকা, আপনার কাছে কি এই স্টক আছে?
সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হোম লোনের মেয়াদ ২০ বছর হয়। এমতাবস্থায় হোম লোনের সুদসহ অন্যান্য বিষয়গুলো আগেই হিসাব করে নেওয়া উচিত। অনেক ব্যাঙ্ক ২৫ লক্ষ বা ৩০ লক্ষ লোনের জন্য ২০ বছরের মধ্যে দ্বিগুণ চার্জ নিয়ে নেয়। তাই লোন নেওয়ার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার দেখে নেওয়া ভালো। ধরা যাক, জনৈক ব্যক্তি একটি বাড়ি কেনার জন্য ২৫ লাখ টাকা লোন নিচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: Business News: e-challan কাটলে চিন্তা করার প্রয়োজন নেই, জেনে নিন পেমেন্ট করার পদ্ধতি!
এই লোন পরিশোধের মেয়াদ অর্থাৎ EMI ২০ বছর নির্ধারণ করা হয়েছে। এখন সুদের হার সম্পর্কে জেনে নেওয়া যাক। সাধারণত বিভিন্ন ব্যাঙ্কের হোম লোনের সুদের হার ৭ শতাংশ থেকে ৮.৫ শতাংশের মধ্যে হয়। প্রায় ৭ শতাংশ হল শুরুর পরিসীমা। ক্রমবর্ধমান সুদের হার এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে যদি গড় বের করা হয়, তাহলে হোম লোনের সুদের হার হবে ৭.৫ শতাংশ থেকে ৮ শতাংশের মধ্যে।
advertisement
মোট হোম লোন: ২৫ লক্ষ টাকা
সুদের হার: ৭.৫%
ঋণের মেয়াদ: ২০ বছর
মাসিক ইএমআই: ২০১৪০ টাকা
মোট সুদ: ২৩৩৩৫৫৯ টাকা
মোট পেমেন্ট: ৪৮৩৩৫৫৯ টাকা >
আরও পড়ুন:  Cumin Price Hike: মধ্যবিত্তের জন্য জোর ধাক্কা! ৭০% বৃদ্ধি হওয়ার পরও জিরের দাম বাড়বে আরও ২০%!
এই সুদের হার হল ফ্লোটিং রেট অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে সুদের হার পরিবর্তন হবে। যদি সুদের হার ৮ শতাংশ হয়, তাহলে মাসিক EMI হবে ২০৯১১ টাকা এবং মোট সুদ হবে ২৫১৮৬৪০ টাকা। ব্যাঙ্কে মোট ৫০১৮৬৪০ টাকা দিতে হবে, অর্থাৎ লোনের দ্বিগুণ।
advertisement
৩০ লাখ পর্যন্ত লোনের সুদে কোন ব্যাঙ্কের হার কী?
SBI: ৬.৬৫% – ৭.৬৫%
ICICI Bank: ৭.১০% – ৭.৯৫%
Bank of Baroda: ৬.৯০% – ৮.৪০%
HDFC Ltd.: ৬.৭০% - ৭.৫০%
Axis Bank: ৭.০০% – ১১.৯০%
Kotak Mahindra Bank: ৬.৫০% – ৭.৩০%
Canara Bank: ৭.০৫% - ১১.৮৫%
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business News: আপনিও কি ২৫ লোনের জন্য ৫০ লাখ টাকা দিচ্ছেন? ঋণের এই অঙ্ক বুঝে নিন এখনই!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement