PF অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? করতে হবে এই কাজটি....

Last Updated:

ইপিএফও-র তরফে পিএফ অ্যাকাউন্টে কর্মচারীদের তথ্য অনলাইন আপডেট করার সুবিধা দেওয়া হচ্ছে ৷

#নয়াদিল্লি: পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের (Aadhar) সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ কিন্তু আধার নম্বর ও পিএফ অ্যাকাউন্টে (PF Account) দেওয়া তথ্য ভুল থাকলে লিঙ্কিং ফেল হয়ে যাবে ৷
লিঙ্কিংয়ে সমস্যায় হচ্ছে দেখে EPFO এর তরফে লিঙ্কিংয়ের সময়সীমা বাড়িয়ে ১ সেপ্টেম্বর করা হয়েছে ৷ ইপিএফও-র তরফে পিএফ অ্যাকাউন্টে কর্মচারীদের তথ্য অনলাইন আপডেট করার সুবিধা দেওয়া হচ্ছে ৷ নাম, জন্মতারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর ইত্যাদি আপনার আধার নম্বরে দেওয়ার তথ্য থেকে আপডেট করা যেতে পারে ৷ দেখে নিন কীভাবে করবেন -
advertisement
এই ভাবে বদলাতে পারবেন নাম- পিএফ অ্যাকাউন্টে ইউএএন নম্বর থাকা বাধ্যতামূলক ৷ UAN নম্বরের মাধ্যমে প্রথমে ইপিএফও- ওয়েবসাইটে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ লগইন করতে হবে ৷ লগইন করার পর আপনার প্রোফাইল উন্ডো খুলে যাবে ৷ ম্যানেজ অপশনে ক্লিক করে বেসিক ডিটেল ও কন্ট্যাক্ট ডিটেলের অপশন দেখাবে ৷ বেসিক ডিটেলের অপশনে ক্লিক করার পর আপনার নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য দেখাবে ৷ আপনার নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকলে, আধার কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী এডিট করতে পারবেন ৷ একই ভাবে কন্ট্যাক্ট ডিটেলে মোবাইল নম্বর ও ইমেল আপডেট করতে পারবেন ৷
advertisement
advertisement
নামের বানান ছাড়া অন্য কোনও বদল করতে হলে জমা দিতে হবে ডকুমেন্ট- আপনার তরফে আপডেট করা তথ্য আপনার এম্পলায়রকে এইচআর বিভাগের মাধ্যমে অ্যাপ্রুভ করতে হবে ৷ এরপর এই তথ্য ইপিএফও-ফিল্ড অফিসে চলে যাবে ৷ আধারে দেওয়া জন্ম সাল ও পিএফ-অ্যাকাউন্টে দেওয়া জন্ম সালের মধ্যে ৩ বছরের পার্থক্য থাকলে, পুরো নাম বা পদবি বদলাতে হলে আপনাকে এই সংক্রান্ত ডকুমেন্ট জমা দিতে হবে ৷
advertisement
কেন্দ্র সরকারের তরফে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ লিঙ্ক করা না থাকে পিএফ কন্ট্রিবিউশন বন্ধ করে দেওয়া হবে ৷ পাশাপাশি লিঙ্ক করা না থাকলে আপনি পিএফ থেকে টাকা তোলার জন্য ক্লেম করতে পারবেন না ৷ এর প্রভাব ভবিষ্যতে আপনার পেনশনের উপরেও পড়বে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে ? করতে হবে এই কাজটি....
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement