Elon Musk: শুধু টেসলা আর ট্যুইটার নয়, এলন মাস্কের হাতে রয়েছে আরও চারটি কোম্পানি! কী কী জানেন?

Last Updated:

Elon Musk: ইলেক্ট্রিক গাড়ি এবং স্পেস ট্রাভলের জন্য বিখ্যাত দুনিয়ার অন্যতম ধনী উদ্যোগপতি এলন মাস্ক কিন্তু আরও অনেকগুলি সংস্থার প্রতিষ্ঠাতা এবং CEO।

মাস্কের সফরনামা
মাস্কের সফরনামা
#নয়াদিল্লি: গত বেশ কয়েক বছর ধরেই মাইক্রোব্লগিং প্লাটফর্ম ট্যুইটার কিনে নিতে চাইছিলেন এলন মাস্ক (Elon Musk)। সম্প্রতি সে স্বপ্ন তাঁর বাস্তবায়িত হয়েছে। মাস্ক নিজেও জানিয়েছেন ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে তিনি হাতে পেয়েছেন ট্যুইটার। ইলেক্ট্রিক গাড়ি এবং স্পেস ট্রাভলের জন্য বিখ্যাত দুনিয়ার অন্যতম ধনী উদ্যোগপতি এলন মাস্ক কিন্তু আরও অনেকগুলি সংস্থার প্রতিষ্ঠাতা এবং CEO। কী কী সেই বিখ্যাত সংস্থা, জেনে নেওযা যাক।
১. টেসলা (Tesla)
২০০৩ সালে মাস্ক এই সংস্থার প্রতিষ্ঠা করেন। দুনিয়ার সব থেকে দামী অটোমোটিভ কোম্পানি এই টেসলা। টেক্সাস ভিত্তিক এই সংস্থা মূলত ইলেক্ট্রিক গাড়ি, সোলার প্যানেল, সোলার রুফ টাইল-সহ অন্য বেশ কিছু পরিচ্ছন্ন শক্তি সংক্রান্ত পণ্য উদ্ভাবন করে।
২. স্পেসেক্স (Spacex)
২০০২ সালে স্পেস ট্রান্সপোর্ট বা মহাকাশ পরিবহণের স্বপ্ন নিয়ে এলন মাস্ক তৈরি করে ছিলেন এই সংস্থা, লক্ষ্য ছিল পৃথিবীর মানুষের জীবনকে অন্য একাধিক গ্রহে পৌঁছে দেওয়া। তবে পরবর্তীকালে এই সংস্থা তৈরি করতে শুরু করে দুনিয়ার সবচেয়ে আধুনিক রকেট এবং মহাকাশযান। স্টারলিঙ্ক ব্র্যান্ডের অধীনে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাও দেয় এই স্পেসেক্স।
advertisement
advertisement
৩. নিউরালিঙ্ক (Neuralink)
২০১৬ সালে প্রতিষ্ঠিত নিউরালিঙ্ক কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা এলন মাস্ক। নিউরোটেকনোলজি কোম্পানিটি তৈরি করে ইমপ্ল্যান্ট করা যায় এমন ব্রেন মেশিনের ইন্টারফেস। এদের লক্ষ্য হল এমন ডিভাইস তৈরি করা যা মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। বিশেষত প্যারালিসিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে।
advertisement
৪. দ্য বোরিং কোম্পানি (The Boring Company)
এটি একটি পরিকাঠামো এবং সুড়ঙ্গ নির্মাণ পরিষেবা প্রদানকারী সংস্থা। এর প্রতিষ্ঠাতাও এলন মাস্ক। এরা বিশ্বাস করে যত ঘনবসতিপূর্ণ শহরই হোক না কেন মাটির নীচে সুড়ঙ্গ পথ বানিয়ে সে শহরকে জটমুক্ত রাখা যায়। বোরিং কোম্পানির লক্ষ্য হল কম সময়ে এবং প্রায় ১০ ভাগের এক ভাগ খরচে সুড়ঙ্গ তৈরি করা।
advertisement
৫. ওপেন এআই (OpenAI)
ওপেন এআই আসলে একটি অলাভ জনক সংস্থা, যা, কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) গবেষণা এবং স্থাপনা সংস্থা। যাদের লক্ষ্য মানবতার স্বার্থে AI যন্ত্র উদ্ভাবন করা। ২০১৮ সালে এই সংস্থার বোর্ড সদস্য পদ থেকে ইস্তফা দেন মাস্ক। কারণ তাঁর টেসলার CEO পদের জন্য অলাভজনক এই সংস্থাটির সমস্যা হতে পারত।
advertisement
৬. ট্যুইটার (Twitter)
বিলিয়নেয়র এলন মাস্কের মুকুটে সর্বশেষ পালক এটি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত মাইক্রোব্লগিং সাইটটি সারা বিশ্বে কোটি কোটি মানুষ ব্যবহার করেন। এর আগে বহু টেক-জায়ান্ট এই সংস্থা অধিগ্রহণের প্রস্তাব দিয়েছিল, এমনকী Facebook-ও।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Elon Musk: শুধু টেসলা আর ট্যুইটার নয়, এলন মাস্কের হাতে রয়েছে আরও চারটি কোম্পানি! কী কী জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement