Business Idea: আসানসোলের গৃহবধূর নতুন বিজনেস আইডিয়া! বাড়িতে বসেই তৈরি করছেন 'এই' জিনিস, সামান্য বিনিয়োগেই আসছে মোটা লাভ
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
আসানসোল মহিশিলা কলোনির অন্তর্গত চক্রবর্তী মোড় এলাকার বাসিন্দা অনুশ্রী হাইত বড়ুয়া। তিনি বেশ কয়েক বছর থেকে নিজের বাড়িতেই নিজের হাতেই পারফিউম তৈরি করছেন।
আসানসোল, রিন্টু পাঁজা: পারফিউম বা সুগন্ধি আপনি নিশ্চয় ভালবাসেন? এমন কেউ নেই যে এই সুগন্ধি পছন্দ করেন না। এটা আমাদের মনের মধ্যে আলাদাই একটা ভাল লাগার জায়গা তৈরি হয়। যেটা ভাষায় বা লিখে হয়ত প্রকাশ করার মতো থাকে না। নাকে কোনও সুগন্ধি শুকলেই আমাদের মনটা চনমনে হয়ে যায়। কারও আবার এই সুগন্ধি কেনার জন্য নেশা থাকে। তারা বাড়িতে রীতিমতো সংগ্রহ করে রাখেন। তবে সেই সুগন্ধি যদি বাড়িতে হাতের তৈরি হয় তাহলে বিষয়টা কেমন হয়? এবার আপনি সেটাই পাবেন হাতের তৈরি পারফিউম বা সুগন্ধি।
পারফিউম বা সুগন্ধি নাকে ঘ্রাণ এলে আবার অনেক সময় পুরনো কোনও বন্ধু বান্ধবের কথা মনে পড়ে যায়। হয়ত কোনও সময় কারও সঙ্গে আলাপ হয়েছিল বা কোনও বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সে এমন সুগন্ধি মেখেছিল যেটা আপনার অনেকটা ভাল লেগেছিল। ঠিক কিছুদিন পরে সেই একই সুগন্ধি আপনি হঠাৎ কারও সঙ্গে দেখা করতে গিয়ে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় পেলেন। ঠিক সেই সময় আপনার সেই বন্ধু, বান্ধবের কথা মনে পড়ে যায়। স্বাভাবিক ভাবে সুগন্ধি আমাদের স্মৃতি শক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এবার সেই হাতের তৈরি করা সুগন্ধি পাবেন আসানসোলে।
advertisement
advertisement
পশ্চিম বর্ধমানের সুগন্ধি প্রস্তুতকারক অনুশ্রী হাইত বলেন, “বাড়িতে প্রথমে তৈরি করেছিলাম। দিয়ে পরীক্ষা করার জন্য শুভাকাঙ্ক্ষীদের মধ্যে টেস্ট করে সফল হয়েছিলাম। দেখলাম তারা ভাল প্রতিক্রিয়া পাচ্ছি। এরপরে তখন থেকে বাইরেও বিক্রি হচ্ছে”। আসানসোল মহিশিলা কলোনির অন্তর্গত চক্রবর্তী মোড় এলাকার বাসিন্দা অনুশ্রী হাইত বড়ুয়া। তিনি বেশ কয়েক বছর থেকে নিজের বাড়িতেই নিজের হাতেই পারফিউম তৈরি করছেন। তার কাছে পাওয়া যাবে বিভিন্ন সুগন্ধি বা পারফিউম। উগ্র, মিষ্টি, হালকা থেকে বিভিন্ন ধরণের পেয়ে যাবেন সুগন্ধি। তিনি গৃহ শিক্ষকতার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে এই পারফিউম বা সুগন্ধি বানিয়ে চলেছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার নিজের হাতের তৈরি এই পারফিউম দিয়ে বিভিন্ন মেলাতে ষ্টল দিচ্ছেন, পাশাপাশি তার তৈরি পারফিউম বাইরের অনেকে নিতে আসছেন। আপনি চাইলেও নিতে পারবেন কুরিয়ার ডেলিভারির মাধ্যমে। স্বাভাবিকভাবে তার তৈরি পারফিউম বা সুগন্ধি বিক্রি হচ্ছে ভাল রকম। যার ফলে এলাকায় একটা ভাল সাড়া পড়েছে এবং নিজে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2025 9:48 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: আসানসোলের গৃহবধূর নতুন বিজনেস আইডিয়া! বাড়িতে বসেই তৈরি করছেন 'এই' জিনিস, সামান্য বিনিয়োগেই আসছে মোটা লাভ







