কলকাতা: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) সাধারণত সঞ্চয়ের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। এ-ক্ষেত্রে কর্মী এবং তাঁর নিয়োগকারী সংস্থা একই পরিমাণ অর্থ ইপিএফ-এ রাখে। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরে কিংবা চাকরি পরিবর্তন করার পরে ইপিএফ থেকে টাকা তুলে নেওয়া সম্ভব। ইপিএফ-এর ক্ষেত্রে ১ অক্টোবর, ২০২১ তারিখ থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখের মেয়াদে নির্ধারিত সুদের হার ৮.১ শতাংশ। এসএমএস করে, মিসড কল দিয়ে ইপিএফ-এর ব্যালেন্স যাওয়া সম্ভব। এ-ছাড়াও ইপিএফও অ্যাপ অথবা উমঙ্গ অ্যাপ এবং ইপিএফও পোর্টাল থেকেও সহজেই ব্যালেন্স জানা সম্ভব।
ইপিএফও ব্যবহার করে ব্যালেন্স চেক করার উপায়:
উমঙ্গ/ ইপিএফও অ্যাপ ব্যবহার করে ব্যালেন্স চেক করার উপায়:উমঙ্গ অ্যাপ ডাউনলোড করতে হবে।‘All Services’ ট্যাব থেকে ‘EPFO’ বিকল্প বেছে নিতে হবে।‘Employee Centric Service’-র আওতায় ‘View Passbook’ বিকল্পে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: বিনামূল্যে দেখুন টিভি, ৮ লক্ষ Dish TV দিচ্ছে সরকারে, দেখা যাবে ১৬১টি চ্যানেলইউএএন না-থাকলে এসএমএস-এর মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করার উপায়:কেওয়াইসি তথ্য দিলে ইউএএন আসবে, এর পর এই পদক্ষেপ অনুসরণ করতে হবে:এসএমএস পাঠিয়ে পিএফ ব্যালেন্স চেক করার উপায়এসএমএস পাঠাতে হবে এই মোবাইল নম্বরে 7738299899।‘EPFOHO UAN ENG‘-এই ফরম্যাটে মেসেজ আসবে।এখান থেকে নিজের পছন্দের ভাষা বেছে নেওয়া যাবে।
মিসড কলের মাধ্যমে পিএফ ব্যালেন্স চেক করার উপায়:কেওয়াইসি তথ্য দিলে ইউএএন আসবে, এর পর এই পদক্ষেপ অনুসরণ করতে হবেনিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মিসড কল দিতে হবে এই মোবাইল নম্বরে 9966044425।মিসড কল দেওয়ার পরে পিএফ তথ্য সংক্রান্ত একটা এসএমএস আসবে ফোনে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EPFO, UAN Number