২০২৩-এ HUL, পাওয়ার গ্রিড, HDFC লাইফ ভ্যালু স্টকই কামাল করবে; দেখে নিন বিশেষজ্ঞদের পরামর্শ!

Last Updated:

ভ্যালু স্টক, দেশীয় ভিত্তিক ক্ষেত্র এবং ডিপসের উপর কেনাকাটাই আগামী বছর লাভের মুখ দেখাতে পারে।

#কলকাতা: ২০২২-এ ভারতের ইক্যুইটি বেঞ্চমার্ক বিএসই সেনসেক্স ২.৯২ শতাংশে এবং এনএসই নিফটি ২.৮২ শতাংশে শেষ হচ্ছে। অর্থাৎ সামান্য উচ্চ নোটে। আর সামান্য পরেই ২০২৩। নতুন বছরে কোন স্টক খেল দেখাবে, কোন স্টকে বাজি ধরলে মালামাল হওয়ার সম্ভাবনা তা জানতে আগ্রহী বিনিয়োগকারীরা। সে সম্পর্কেই বিস্তারিত জানালেন জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেসের একজিকিউটিভ ডিরেক্টর সতীশ মেনন। তাঁর মতে ভ্যালু স্টক, দেশীয় ভিত্তিক ক্ষেত্র এবং ডিপসের উপর কেনাকাটাই আগামী বছর লাভের মুখ দেখাতে পারে।
বিনিয়োগের একটা বড় অংশ জুড়ে থাকে শেয়ার বাজার। নতুন বছরে বাজার কেমন যাবে, কোন জিনিস বাজারকে প্রভাবিত করতে পারে সেই সম্পর্কে খোঁজখবর রাখাটাও জরুরি। সতীশ বলছেন, ‘বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা রয়েছে। কিন্তু তারপরেও ২০২২-এর তুলনায় শেয়ার বাজারে দৃষ্টিভঙ্গী যথেষ্ট ভাল থাকবে। তবে উচ্চ সুদের হার এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কায় অর্থনৈতিক অস্থিরতা অব্যাহত থাকবে’।
advertisement
advertisement
একই সঙ্গে তিনি জানিয়েছেন মুদ্রাস্ফীতির পতন এবং হাকি থেকে নিরপেক্ষ মুদ্রানীতিতে পরিবর্তন বাজারের প্রবণতার জন্য বিস্ময়কর কাজ করতে পারে। উন্নত এবং উদীয়মান অর্থনীতিতে একটি বাউন্স অভ্যন্তরীণ বাজারকে কম পারফরম্যান্স সত্ত্বেও ইতিবাচক রিটার্ন দিতে সহায়তা করবে। প্রিমিয়াম মূল্যায়ন এবং আয় হ্রাসের ফলে, ভারত অন্যান্য ইএম-এর তুলনায় কম পারফর্ম করবে বলেও মনে করেন তিনি।
advertisement
এমন চললে সেনসেক্স, নিফটিতে ডবল ডিজিট রিটার্ন আশা না করাই ভাল। তবে স্বল্প থেকে মধ্য মেয়াদে দেশীয় স্টক মার্কেটে বার্ষিক ৫ থেকে ১০ শতাংশ রিটার্ন হেসে-খেলে আসবে বলে মনে করছেন সতীশ। তাঁর কথায়, ‘রিটার্ন উন্নত এবং উদীয়মান বাজারের কর্মক্ষমতার উপর নির্ভর করে। উচ্চ সুদের কারণে রিস্ক অফ স্ট্র্যাটেজিকে পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। সেটা কতটা কার্যকর হবে সময়ই বলবে। তবে স্টক এবং সেক্টর নির্দিষ্ট বাছাই করলে ভালো ফলের সম্ভাবনা রয়েছে’।
advertisement
মন্দার আশঙ্কাও অবশ্য রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও পর্যন্ত থামেনি। শেয়ার বাজারে এর প্রভাব পড়েছে। নতুন বছরে গোদের উপর বিষ ফোঁড়ার মতো নতুন কিছু হাজির হবে না তো! অনেকেই ভাবছেন এই কথা। সতীশ বলছেন, বাজারে মন্দার আশঙ্কা আছে। সেটা গভীর হলে বিপদ। বন্ডের ফলন এবং সুদের হার যেগুলো এখন বেশি তা থেকে মাঝামাঝি আয় আশা করা যেতেই পারে। কিন্তু যদি এটা সারা বছর বেশি থাকে তাহলে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। করোনা ফের বাড়ছে। চিন যদি সামলাতে না পারে তাহলে ফের বিশ্বব্যাপী সরবরাহ ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দামও কমবে না।
advertisement
শেয়ার বাজারে এই বছরও কয়েকটি লার্জ এবং মিডক্যাপ বিনিয়োগকারীদের দুহাত ভরিয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে ভ্যালু স্টকই ২০২৩-র থিম হতে চলেছে। সতীশের কথায়, ন্যায্য মূল্যায়ন, স্থির উপার্জন এবং একটি শক্তিশালী চাহিদার দৃশ্যকল্প হবে কাটিং প্যারামিটার। এফএমসিজি, নন ডুরাবেল, পাওয়ার, ফার্মা এবং আইটি সেক্টরের মতো স্থিতিশীল এবং প্রতিরক্ষার স্টকই নিরাপদ। ভাল রিটার্নও দিতে পারে। তাঁর পরামর্শ, ‘পকেটে বিনিয়োগ করুন যা আন্তর্জাতিক পণ্যের মূল্য হ্রাস থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যটন, ভ্রমণ, বাণিজ্য, মিডিয়া একত্রীকরণ এবং অনলাইন সাবস্ক্রিপশন এবং অফলাইন পদচারণা বৃদ্ধির কারণে আতিথেয়তা, বিনোদন এবং মিডিয়ার প্রতি আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে’। স্টকের একটি তালিকাও দিয়েছেন সতীশ। তাঁর মতে এইচইউএল, পাওয়ার গ্রিড, এইচডিএফসি লাইফ, জাইডাস লাইফসায়েন্স, টেক মহিন্দ্রা, টাটা কনজিউমার, সিম্ফনি, ওএনজিসি, বিপিসিএল এবং ইন্দ্রপ্রস্থ গ্যাসে বাজি ধরলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
এ তো গেল স্টকের কথা। নতুন বছরে বিনিয়োগকারীদের কী করা উচিত? সতীশ বলছেন, ‘দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী হলে ভাল স্টক ধরে রাখুন। যতই ওঠানামা করুক না কেন। আর এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করলে চালিয়ে যান। বন্ধ করবেন না। ইক্যুইটি এবং ঋণে ৬০/৪০ অনুপাতই বিনিয়োগকারীদের জন্য নিরাপদ। এতে ঝুঁকি কম। পোর্টফোলিওতে বৈচিত্রও থাকে। নতুন বছরে গার্হস্থ্য-ভিত্তিক সেক্টরগুলিতে ফোকাস করা যেতে পারে, লাভের সম্ভাবনা রয়েছে। অস্থিরতা থাকবে। কিন্তু ভয়ে বিক্রি করে দেওয়া চলবে না। সুদের ফলন বৃদ্ধির কারণে ২০২৩-২৪ সালে ঋণপত্র থেকে ভাল রিটার্ন আশা করা যেতে পারে’। তবে আইপিও-র বাজার খুব একটা ভাল নয়। সেটাই স্বীকার করে নিয়েছেন সতীশ। তাই এক্ষেত্রেও বুঝে শুনে বিনিয়োগ করা উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২০২৩-এ HUL, পাওয়ার গ্রিড, HDFC লাইফ ভ্যালু স্টকই কামাল করবে; দেখে নিন বিশেষজ্ঞদের পরামর্শ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement