স্পোর্টি লুকের ছোঁয়া নিয়ে ভারতে আসছে মারুতির নতুন মিনি SUV, ২০২৩ মাতাবে কি এই গাড়ি-ই?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
ভারতের বাজারে আবার ঝড় তুলতে আসছে মারুতি সুজুকি। জানা গিয়েছে, মিনি এসএউভি-র নতুন বিশেষ সংস্করণ এস-প্রেসো চালু হতে চলেছে এদেশে।
#কলকাতা: ভারতের বাজারে আবার ঝড় তুলতে আসছে মারুতি সুজুকি। জানা গিয়েছে, মিনি এসএউভি-র নতুন বিশেষ সংস্করণ এস-প্রেসো চালু হতে চলেছে এদেশে। মারুতি-সুজুকি এস-প্রেসো এক্সট্রা এডিশন নামে পরিচিত এই মডেলটি অনেক কারণেই বিশেষ। যেমন এর কেবিনের ভিতরে কিছু কসমেটিক পরিবর্তন করা হয়েছে। তা ছাড়া, এতে দেওয়া হয়েছে বিশেষ স্পোর্টি ট্রিটমেন্ট, এমনই জানা গিয়েছে সংস্থার তরফে। পাশাপাশি টপ-এন্ড ভিএক্সআই ট্রিমের উপর এই গাড়ি নির্ভরশীল বলে মনে করা হচ্ছে।
বহিরঙ্গেও রয়েছে বেশ কিছু নতুনত্ব। যেমন নতুন মারুতি এস-প্রেসো স্পেশাল এডিশনে 'Xtra' ব্যাজ রয়েছে। সঙ্গে রয়েছে হুইল আর্চ, ডোর ক্ল্যাডিং এবং ফ্রন্ট স্কিড প্লেটও। এতে রয়েছে হুইল ক্যাপ-সহ ১৪ ইঞ্চি ইস্পাতের রিম। এই বিশেষত্ব অবশ্য এর স্ট্যান্ডার্ড এডিশনেও রয়েছে। তবে 'এক্সট্রা' সংস্করণের দরজার প্যানেলে, ম্যাটগুলিতে স্পোর্টি লুক আনার জন্য লালের ছোঁয়া রাখা হয়েছে। অভ্যন্তরীণ সাজেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় যন্ত্রাংশের প্যানেলেও একটি লাল রঙের প্যাচ রাখা হয়েছে।
advertisement
advertisement
আকর্ষণীয় ফিচার—
মিনি এসইউভি-এর এই সীমিত সংস্করণটি সম্পূর্ণরূপে ভিএক্সআই সংস্করণের উপর ভিত্তি করে নির্মিত হতে পারে। তার ফলে মনে করা হচ্ছে এই গাড়িতে কিছু বিশেষ ফিচার পাওয়া যাবে৷ এর মধ্যে থাকতে পারে স্মার্টফোন সংযোগ-সহ ৭.০ ইঞ্চি স্মার্টপ্লে স্টুডিও ইনফোটেইনমেন্ট সিস্টেম (অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো) এবং অডিও সেন্সর, স্টিয়ারিং মাউন্ট করা নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ উইং মিরর, ব্যাক পার্সেল ট্রে, সামনের যাত্রীবাহী এয়ারব্যাগ, সামনের সিটবেল্ট প্রি-টেনশনার, পার্কিং। এছাড়া থাকতে পারে ব্রেক ওয়ার্নিং এবং গাড়ির রঙে মিলিয়ে উইং মিরর। দরজার হাতলগুলিতেও বিশেষত্ব থাকছে।
advertisement
আরও পড়ুন: Petrol Diesel Prices : বেশির ভাগ শহরে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন আপনার শহরে কত হল
জানা গিয়েছে ইঞ্জিন সেটআপে কোনও পরিবর্তন আনা হবে না। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের জন্য যে রকম, সে রকমই মারুতি এস-প্রেসো এক্সট্রা সংস্করণটির জন্যও একটি ১.০এল, ন্যাচারালি অ্যাস্পিরেটেড কে১০সি পেট্রোল ইঞ্জিন থাকতে পারে। মোটরটি সর্বোচ্চ ৬৬বিএইপি পাওয়ার এবং ৮৯এনএম টর্ক উৎপন্ন করতে পারবে।
advertisement
ট্রান্সমিশন অপশনগুলির মধ্যে রয়েছে একটি ৫-স্পিড ম্যানুয়াল এবং একটি এএমটি ইউনিট। ২০২৩ সালের জানুয়ারিতে দিল্লি অটো এক্সপোতে গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি তার এই নতুন গাড়ির দাম ঘোষণা করতে পারে। এই মডেলটি মেগা অটোমোটিভ ইভেন্টেও প্রদর্শন করা হবে বলে জানা গিয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2023 1:32 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্পোর্টি লুকের ছোঁয়া নিয়ে ভারতে আসছে মারুতির নতুন মিনি SUV, ২০২৩ মাতাবে কি এই গাড়ি-ই?