হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
বিপুল হারে বাড়তে পারে স্যালারি! বাজেটের দিকে তাকিয়ে কেন্দ্রীয় কর্মীরা

Union Budget 2023: বিপুল হারে বাড়তে পারে স্যালারি! বাজেটের দিকে তাকিয়ে কেন্দ্রীয় কর্মীরা

বাজেটের দিকে তাকিয়ে কেন্দ্রীয় কর্মীরা

বাজেটের দিকে তাকিয়ে কেন্দ্রীয় কর্মীরা

Union Budget 2023: এই বাজেট থেকে কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারীদের প্রত্যাশা সবচেয়ে বেশি।

  • Share this:

নয়া দিল্লি: একটু পরেই পেশ হতে চলেছে ২০২৩ সালের পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে প্রত্যাশা রয়েছে সব মহলের। বিশেষ করে নজর রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই বাজেট থেকে কেন্দ্রীয় সরকারের সরকারি কর্মচারীদের প্রত্যাশা সবচেয়ে বেশি।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা, বাজেটে  সরকারি কর্মচারীদের জন্য সম্ভবত তিনটি ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আশা করা হচ্ছে, বাজেটে ১৮ মাসের বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পাশাপাশি বেতন বাড়াতে বাজেটে ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়েও ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।

 

এই দাবিগুলি পূরণ হলে সরকারি কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। কোভিডের সময় সরকার ১৮ মাসের ডিএ দেয়নি। সরকার ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ১৮ মাস ডিএ বাড়ায়নি। এর পরে সরকার ১লা জুলাই ২০২১ সালে ১১ শতাংশ ডিএ বাড়িয়েছিল, তবে ১৮ মাসের জন্য ডিএ দেওয়ার বিষয়ে এখনও কিছু বলেনি কেন্দ্রীয় সরকার। কর্মচারীরা আশা করছেন যে সরকার বাজেটে ১৮ মাসের ডিএ দেবে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন বেতন বৃদ্ধির সঙ্গে যুক্ত ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন। সরকারি কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ থেকে ৩.৬৮ শতাংশে বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি করছেন। সরকার এই দাবি মেনে নিলে কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ২৬,০০০ টাকা হবে। অর্থাৎ, সর্বনিম্ন বেতন সরাসরি ৮ হাজার টাকা বৃদ্ধি পাবে।

কেন্দ্রীয় সরকার বছরে দুবার ১লা জানুয়ারি এবং ১লা জুলাই মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়ায়। এবার বাজেটের সঙ্গে সরকার ডিএও বাড়াবে বলে আশা করছেন কর্মচারীরা। গত বছরের সেপ্টেম্বরের শেষে সরকার ডিএ ৪ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছিল। এবার সরকার ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন,  ভোটের আগে শেষ বাজেট, বাংলার রেল প্রকল্পের জন্য বরাদ্দ কত হবে? নজর রাজ্যবাসীর

আরও পড়ুন,  নির্মলার ভাষণ শুরুর আগে ১০ পয়েন্টে জেনে নিন বাজেটের আকর্ষণীয় তথ্য এবং ইতিহাস!

এটি হলে, ডিএ ৪১ থেকে ৪২ শতাংশের মধ্যে বৃদ্ধি পাবে এবং বেতন বৃদ্ধি পাবে। কিছুক্ষণ পরেই বাজেট ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখনই অর্থমন্ত্রী কী ঘোষণা করেন, সেই দিকেই তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

ইউনিয়ন বাজেট ২০২৩ এর লাইভ আপডেট পান
Published by:Suvam Mukherjee
First published:

Tags: 7th Pay Commission today, Budget 2023, Budget Expectations 2023, Central Government Employees, Union Budget 2023