Union Bank-এর ফেস্টিভ ধামাকা! সবচেয়ে সস্তায় মিলবে হোম লোন....

Last Updated:

দেখে নিন অন্যান্য ব্যাঙ্কে সুদের হার-

#নয়াদিল্লি: বাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ ৷ বর্তমানে ব্যাঙ্কের পাশাপাশি বেশ কিছু হাউজিং ফাইন্যান্স সংস্থা হোম লোনের রেট কম করে দিয়েছে ৷ ইতিমধ্যেই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) একটি ধামাকেদার অফারের ঘোষণা করেছে ৷ব্যাঙ্কের তরফে হোম লোনের সুদের হার ০.৪০ শতাংশ কমানো হয়েছে ৷
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬.৪০ শতাংশ থেকে শুরু হওয়া ন্যূনতম সুদের হারের সঙ্গে হোম লোনে (Union Bank of India home loan) সুদের হার কমানোর ঘোষণা করেছে ৷ প্রথমে সুদের হার ছিল ৬.৮০ শতাংশ ৷ হোম লোনে কমানো নতুন সুদের হার ২৭ অক্টোবর থেকে লাগু করা হয়েছে ৷
advertisement
advertisement
এই গ্রাহকরা পাবেন সুবিধা-
জানা গিয়েছে, নতুন সুদের হার তাঁদের উপর লাগু করা হবে যাঁরা নতুন লোনের জন্য আবেদন করবেন বা যাঁরা ব্যালেন্স ট্রান্সফারের পাশাপাশি নিজেদের বর্তমান ট্রান্সফার করতে চাইবেন ৷
সবচেয়ে কম সুদে দিচ্ছে লোন-
হোম লোনে ৬.৪০ শতাংশ সুদের হার সব ব্যাঙ্কে সবচেয়ে কম ৷ এখন পর্যন্ত ব্যাঙ্ক অফ বরোদা ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬.৫০ শতাংশ সুদের হারের সঙ্গে ফেস্টিভ সিজনে হোম লোনের অফার দিচ্ছে ৷
advertisement
দেখে নিন অন্যান্য ব্যাঙ্কে সুদের হার-
SBI: স্টেট ব্যাঙ্ক কেবল ৬.৭০ শতাংশ রেটে ক্রেডিট স্কোর লিঙ্কড হোম লোনের অফার নিয়ে এসেছে ৷ এর আগে প্রথম ৭৫ লক্ষ টাকার বেশি লোনে ৭.১৫ শতাংশ হিসেবে সুদ দিতে হবে ৷ ফেস্টিভ অফারে এবার গ্রাহকরা ৬.৭০ শতাংশ ন্যূনতম সুদে হোম লোন পেয়ে যাবেন ৷
advertisement
Bank of Baroda: ব্যাঙ্ক অফ বরোদা হোম লোনে সুদের হার কমিয়ে ৬.৭৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ করেছে ৷ নতুন রেটের সুবিধা গ্রাহকরা ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত নিতে পারবেন ৷ এই সুবিধা হোম লোনের আবেদন করা সমস্ত গ্রাহকরা পেয়ে যাবেন ৷
advertisement
Canara Bank: এর আগে কানাড়া ব্যাঙ্কের তরফে MCLR এর ০.১৫ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা করা হয়েছে ৷ ব্যাঙ্কে তাদের এক বছরের MCLR রেট ০.১০ শতাংশ কমিয়ে ৭.২৫ শতাংশ করা হয়েছে ৷ কানাড়া ব্যাঙ্কের নতুন রেট ৭ অক্টোবর থেকে লাগু করা হয়েছে ৷ ব্যাঙ্ক একদিন ও এক মাসের MCLR ০.১৫ শতাংশ কমিয়ে ৬.৫৫ শতাংশ করা হয়েছে ৷
advertisement
Punjab National Bank: পিএনবি-তে ৫০ লক্ষ টাকার বেশি হোম লোনে সুদের হার ০.৫০ শতাংশ কমিয়ে ৬.৬০ শতাংশ করে দিয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Bank-এর ফেস্টিভ ধামাকা! সবচেয়ে সস্তায় মিলবে হোম লোন....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement