Cheap Price: মোবাইল, ল্যাপটপ, টিভি, ফ্রিজ থেকে আসবাব! পাওয়া যাচ্ছে জলের দরে, বাড়ির কাছেই আছে চলছে মেলা

Last Updated:

জলের দরে মিলছে ল্যাপটপ, কম্পিউটার, টিভি-সহ সমস্ত জিনিসপত্র। তাও আবার খোলা মার্কেটে।

+
মোবাইল,

মোবাইল, ল্যাপটপ, টিভি, ফ্রিজ থেকে আসবাব! এইখানে পাওয়া যাচ্ছে জলের দরে

মন্দিরবাজার: দক্ষিণ বিষ্ণুপুরে জলের দরে মিলছে ল্যাপটপ, কম্পিউটার, টিভি-সহ সমস্ত জিনিসপত্র। তাও আবার খোলা মার্কেটে। আসলে দক্ষিণ বিষ্ণুপুরে শুরু হয়েছে পুরানো মেলা। এই পুরানো মেলা হল আজব এক মেলা।
এই মেলায় খাবার ছাড়া সবকিছুই মেলে পুরানো। আর যা কিনতে দক্ষিণ ২৪ পরগণার লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন এই মেলায়। স্থানীয়দের ভাষায় এটি হল ভাঙা মেলা, পুরানো, ভাঙা জিনিসপত্র মেলায় পাওয়া যায় এই মেলায় সেজন্য এই মেলার নাম ভাঙা মেলা।
ঠিক কি পাওয়া যায় এই মেলায়, জানতে হলে আপনাকে আসতে হবে এই মেলায়। শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষীকান্তপুর লোকাল ধরে আপনাকে আসতে হবে মথুরাপুর স্টেশনে। সেখান থেকে মাত্র ২ মিনিটের হাঁটা পথ। এরপর আপনি পৌঁছে যাবেন সেই মেলায়।
advertisement
advertisement
কী নেই এই মেলায় ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, লোহার জিনিসপত্র, খাট, আলমারি, বাচ্চাদের খেলনা, জুতো, ফ্রিজ, বই আপনার চাহিদা অনুযায়ী সবকিছুই পাবেন এখানে। কিন্তু সবকিছুই পুরানো। আর দাম একেবারে আপনার সাধ্যের মধ্যেই। নতুন জিনিসপত্রের অর্ধেক দাম কখনও তার থেকেও কম দামে পাবেন এই সেই সব জিনিস। করোনা পরিস্থিতিতে বেশ কয়েকবছর বন্ধ ছিল এই মেলা।
advertisement
তবে গত বছর থেকে এই মেলা আবার নতুন করে শুরু হওয়ায় হাসি ফুটেছে উদ্যোক্তাদের মুখে। মেলার দিনগুলিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মন্দিরবাজার ও মথুরাপুর ২ টি থানার পুলিশকর্মীরা সহযোগিতা করেন উদ্যোক্তাদের। সেই সঙ্গে বাইরে থেকে আনা হয় অতিরিক্ত পুলিশকর্মী। দক্ষিণ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত ও মন্দিরবাজার পঞ্চায়েত সমিতি এই মেলার দেখভালের দায়িত্বে থাকেন।
advertisement
মেলায় মূলত পুরানো জিনিসপত্র কিনতে মানুষজন আসেন। মেলায় ভাঙাচোরা জিনিসপত্রের মাঝে কয়েকশো বছরের পুরানো আসবাবপত্র, ফার্নিচার, মূর্তি ও অনেক অ্যন্টিক জিনিসপত্র পাওয়া যায়। যার টানে প্রতি বছর প্রচুরমানুষজন আসেন এই মেলায়।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cheap Price: মোবাইল, ল্যাপটপ, টিভি, ফ্রিজ থেকে আসবাব! পাওয়া যাচ্ছে জলের দরে, বাড়ির কাছেই আছে চলছে মেলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement