Tulaipanji Rice: স্বাদ ও সুগন্ধে বিখ্যাত তুলাইপাঞ্জি চাল! বর্তমানে দাম শুনলে মাথায় হাত পড়বে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
উত্তর দিনাজপুর জেলার বিন্দলে ৪০০ বছর আগে সর্বপ্রথম এ তুলাইপাঞ্জি ধান চাষ শুরু হয়েছিল। আজ সেই ধান শুধু জেলাজুড়েই নয়, বিশ্ব বাজারেও তুলাইপাঞ্জি ধানের কদর যথেষ্ঠ।
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার বিন্দলে ৪০০ বছর আগে সর্বপ্রথম এ তুলাইপাঞ্জি ধান চাষ শুরু হয়েছিল। আজ সেই ধান শুধু জেলাজুড়েই নয়, বিশ্ব বাজারেও তুলাইপাঞ্জি ধানের কদর যথেষ্ঠ।তুলাইপাঞ্জি চালের ভাত যাঁরা একবার খেয়েছেন, হয়ত কোনওদিনই এই চালের ভাতের স্বাদ ভুলতে পারবেন না।
advertisement
বাংলার সেরা এই সুগন্ধী চাল কীভাবে চাষ করা হয় জানেন কী? কালিয়াগঞ্জ এর কৃষি আধিকারিক মৌমিতা সরকার জানান বেশ কিছু পদ্ধতি মেনে এই তুলাইপাঞ্জি ধান চাষ করা হয়। এই তুলাইপাঞ্জি চালের জন্য দোঁয়াশ প্রকৃতির মাটি হওয়া চাই। তবেই ফলবে তুলাইপাঞ্জি। অন্যান্য ধানের তুলনায় তুলাই এর উত্পাদনের হার কম হলেও এই চালের দাম প্রায় আড়াই গুণ। তুলাইপাঞ্জির চারা অত্যন্ত সরু হবার জন্য এটি ৫-৬ টি চারা দিয়ে রোপন করা হয়।
advertisement
এই তুলাইপাঞ্জির বীজ তলাতে চারা যাতে পর্যাপ্ত পরিমানে আলো বাতাস পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভাল ফলনের জন্য ভাল বীজতলা তৈরী আবশ্যক। আর তার জন্য চাই উপযুক্ত জায়গা ও ভাল মাটি যা জৈব উপাদানে ভরপুর।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হেমতাবাদ করণদিঘী কালিয়াগঞ্জ ইটাহারের প্রচুর পরিমাণে তুলাইপাঞ্জি ধান চাষ করা হয়। জানা যায় জেলায় প্রতিবছর ৬ হাজার ৩৯০ হেক্টর জমিতে ১২ হাজার টন ধানের চাষ হয়। চাষিরা প্রতি বিঘা জমিতে অন্য ধান চাষে যেখানে ১৮০০ থেকে ১৯০০ টাকা খরচ হয়। এখানে তুলাইপাঞ্জির ধান চাষ করতে চাষীদের খরচ পরে বিঘা প্রতি আড়াই হাজার টাকা। বর্তমানে দাম কেজি প্রতি প্রায় ১২০-১৩০ টাকা।
advertisement
এক বিঘা জমিতে প্রায় ৬ মণ ধান চাষ করা হয়। এই তুলাইপাঞ্জি চাল চাষ করে বিঘা প্রতি লাভের পরিমাণ দাড়ায় ৫ থেকে ৬ হাজার টাকা। তবে লাভ যাই হোক না উত্তর দিনাজপুর জেলার গর্ব ই তুলাইপাঞ্জি।
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2023 2:47 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tulaipanji Rice: স্বাদ ও সুগন্ধে বিখ্যাত তুলাইপাঞ্জি চাল! বর্তমানে দাম শুনলে মাথায় হাত পড়বে