আজ থেকে ডিজিটাল রুপির ট্রায়াল, এসবিআই-এইচডিএফসি-সহ অংশ নিচ্ছে ৯ ব্যাঙ্ক!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আরবিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ নভেম্বর পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে।
#কলকাতা: ডিজিটাল রুপি নিয়ে বড়সড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ থেকে শুরু হল ডিজিটাল রুপির ট্রায়াল। পাইলট প্রোজেক্টে অংশগ্রহণের জন্য ৯টি ব্যাঙ্ককে চিহ্নিত করা হয়েছে। এই ৯টি ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এইচএসবিসি। আরবিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ নভেম্বর পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে।
সেকেন্ডারি মার্কেটে লেনদেন: ৩১ অক্টোবর জারি করা রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটে লেনদেনগুলি একটি পাইলট ট্রায়ালের অধীনে নিষ্পত্তি করা হবে। আরবিআই-এর মতে, ডিজিটাল রুপি-হোলসেল আন্তঃব্যাঙ্ক বাজারের দক্ষতা আরও বাড়িয়ে তুলবে। এটি খরচও কমিয়ে আনবে কারণ নিষ্পত্তির ঝুঁকি কমাতে বন্দোবস্ত গ্যারান্টি অবকাঠামো বা জামানতের প্রয়োজন হবে না।
advertisement
advertisement
ডিজিটাল রুপি-র প্রথম পাইলট-খুচরো সেগমেন্ট গ্রাহক এবং ব্যবসায়ী গোষ্ঠীর নির্বাচিত স্থানে এক মাসের মধ্যে চালু করার পরিকল্পনা করা হয়েছে। আরবিআই বলেছে, এর কার্যকারিতা সংক্রান্ত বিশদ বিবরণ নথিবদ্ধ করা হবে।
ডিজিটাল কারেন্সি কি: সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) হল একটি মুদ্রা যা নিয়ন্ত্রক দ্বারা সমর্থিত এবং ডিজিটাল বিন্যাসে সংরক্ষণ করা হবে। আরবিআই-এর কাছে ডিজিটাল মুদ্রার সংবিধিবদ্ধ স্বীকৃতি থাকবে। একে ‘ই-রুপি’ বলা যায়। তবে মাথায় রাখতে হবে, এটা ক্রিপ্টোকারেন্সি নয়। বরং ফিয়াট কারেন্সির ডিজিটাল রূপ। অর্থাৎ যে মুদ্রা সবাই ব্যবহার করে তারই ডিজিটাল রূপ। ডিজিটাল মুদ্রার ব্যবহারে লেনদেন আরও সহজ হয়ে যাবে বলেই মত রিজার্ভ ব্যাঙ্কের। কাগুজে নোটের চেয়ে এটা হবে নিরাপদ। পাশাপাশি ডিজিটাল রুপি কাগুজে নোটের শক্তিশালী এবং সুবিধেজনক বিকল্প হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
বাজেটেই ডিজিটাল রুপির ঘোষণা করা হয়: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাজেটে ঘোষণা করেছিলেন যে রিজার্ভ ব্যাঙ্ক ২০২২-২৩ আর্থিক বছরে একটি সিভিডিসি চালু করবে। এই প্রথম সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল মুদ্রা চালুর বিষয়ে কিছু বলা হয়। অর্থমন্ত্রী বলেছিলেন যে সিবিডিসি ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত করবে এবং ব্লকচেইন প্রযুক্তির ভিত্তিতে তৈরি হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2022 12:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে ডিজিটাল রুপির ট্রায়াল, এসবিআই-এইচডিএফসি-সহ অংশ নিচ্ছে ৯ ব্যাঙ্ক!