Pan-Aadhaar লিঙ্ক না করালে বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টের লেনদেন, দেখে নিন কী করবেন!

Last Updated:

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করালে এনপিএস অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। এটাকে কেওয়াইসি দেওয়া হয়নি বলে বিবেচনা করা হবে।

কলকাতা: প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করালে এনপিএস অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। এটাকে কেওয়াইসি দেওয়া হয়নি বলে বিবেচনা করা হবে। পেনশন ফান্ড অ্যান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, নির্বিঘ্নে লেনদেন নিশ্চিত করতে এবং জরিমানা এড়াতে এনপিএস গ্রাহকদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান এবং আধার লিঙ্ক করাতে হবে।
পিএফআরডিএ জানিয়েছে, প্যান মূল সনাক্তকরণ নম্বর এবং এনপিএস অ্যাকাউন্টগুলির জন্যে কেওয়াইসি-র অংশ। তাই সমস্ত গ্রাহকদের বৈধ কেওয়াইসি নিশ্চিত করতে প্যান-আধার লিঙ্ক করা প্রয়োজন। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি-র তরফেও জানানো হয়েছে, প্যান ও আধার লিঙ্ক করার শেষ তারিখ ২০২৩ সালের ৩০ জুন। এই সময়ের মধ্যে লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
advertisement
advertisement
১৯৬১-এর আয়কর আইনের বিধান অনুযায়ী প্রত্যেককে একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান দেওয়া হয়েছে। এবার এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এটা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে, না হলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। যদি কেউ ২০২২-এর ১ জুলাই বা তার পরে প্যান-আধার লিঙ্ক করেন, তাহলে ১০০০ টাকা জরিমানা ধার্য করা হবে।
advertisement
এনএসডিএল থেকে প্যান-আধার জরিমানার পরিমাণ কীভাবে পরিশোধ করতে হবে: এর কয়েকটি ধাপ রয়েছে।
প্রথম ধাপ – প্যান-আধার লিঙ্ক করতে প্রথমে https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp পোর্টালে যেতে হবে।
দ্বিতীয় ধাপ – এবার CHALAN NO./ITNS 280-তে গিয়ে ‘প্রসিড’-এ ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ – প্রযোজ্য কর নির্বাচন করতে হবে।
চতুর্থ ধাপ – নিশ্চিত করতে হবে একক চালানে মাইনর হেড ৫০০ (ফি) এবং মেজর হেড ০০২১-এর অধীনে ফি প্রদান করা হয়েছে।
advertisement
পঞ্চম ধাপ – নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড থেকে অর্থপ্রদানের মোড ঠিক করতে হবে।
ষষ্ঠ ধাপ – প্যান নম্বর, অ্যাসেসমেন্ট ইয়ার এবং ঠিকানা লিখতে হবে।
সপ্তম ধাপ – ক্যাপচা কোড লিখে প্রসিড বাটনে ক্লিক করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar লিঙ্ক না করালে বন্ধ হয়ে যাবে এই অ্যাকাউন্টের লেনদেন, দেখে নিন কী করবেন!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement