দারুণ ব্যাপার ! এই রাজ্যে ট্রাফিক চালানে পাওয়া যাচ্ছে ৫০ শতাংশ ছাড়, মেয়াদ ৩১ মার্চ, জানুন বিশদে

Last Updated:

Traffic Challan: রেজিস্টার্ড গাড়ির জন্য ট্রাফিক ফাইনের ওপরে বড় ধরনের ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

#হায়দরাবাদ: এতদিন আমরা সকলেই বিভিন্ন ধরনের জিনিসের ওপরে ছাড়ের কথা শুনেছি। কাপড়, বাইক, মোবাইল, গয়না, টিভি ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসের ওপরে ছাড় দেওয়া হয়ে থাকে। কিন্তু কখনও ট্রাফিক চালানের ওপরে ছাড় দেওয়ার কথা না শুনে থাকলেও জেনে নেওয়া দরকার যে এখন ট্রাফিক চালানেও দেওয়া হচ্ছে ছাড়। গ্রেটার হায়দরাবাদ নগর নিগমের সঙ্গে হায়দরাবাদ, সাইবারাবাদ এবং রাচকোন্ডার ট্রাফিক পুলিশ নিয়ে এসেছে এই ছাড়। রেজিস্টার্ড গাড়ির জন্য ট্রাফিক ফাইনের ওপরে বড় ধরনের ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সুতরাং এখন বিভিন্ন ধরনের জিনিসের সঙ্গে সঙ্গে ট্রাফিক ফাইনের (Traffic Challan) ওপরে পাওয়া যাবে বড় ধরনের ছাড়।
হায়দরাবাদের ট্রাফিক পুলিশ বিশেষ উদ্দেশ্যে এই ট্রাফিক ছাড়ের কথা ঘোষণা করেছে। কারণ হায়দরাবাদ ট্রাফিক পুলিশের খাতায় বাকি পড়ে রয়েছে অনেক বছরের প্রায় ৬০০ কোটি চালান। এই লম্বা চালান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা এই ঘোষণা করেছে। হায়দরাবাদের ট্রাফিক পুলিশ মনে করছে ট্রাফিক চালানে ছাড় দেওয়ার ফলে অনেকেই তাদের বকেয়া ট্রাফিক চালান মিটিয়ে দেবে। এর ফলে কিছুটা হলেও কম হবে বহু বছর ধরে জমে থাকা ট্রাফিক চালান। হায়দরাবাদের ট্রাফিক পুলিশের একটি বয়ান অনুসারে এই পদক্ষেপ সেই সমস্ত যাত্রীদের জন্য একটি সুরাহা যাদের করোনা মহামারীর জন্য আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
advertisement
advertisement
হায়দরাবাদের ট্রাফিক পুলিশের এই ঘোষণার ফলে টু-হুইলার গাড়ির মালিকদের মোট চালানের রাশির শুধুমাত্র ২৫ শতাংশ জমা দিতে হবে। অন্য দিকে হালকা মোটর বাহন গাড়ি, জিপ এবং ভারি গাড়ির জন্য মোট চালানের ৫০ শতাংশ জমা দিতে হবে। সড়ক পরিবহন নিগমের বাসের মালিক মোট চালানের ৩০ শতাংশ জমা দিতে পারবে। তেলেঙ্গানা ট্রাফিক পুলিশ ঘোষণা করেছে যে এই ট্রাফিক চালানের ছাড় পাওয়ার জন্য শুধুমাত্র অনলাইনেই ট্রাফিক চালান জমা দিতে হবে।
advertisement
হায়দরাবাদের ট্রাফিক পুলিশের ঘোষণা অনুযায়ী এই ট্রাফিক চালানের ছাড় শুধুমাত্র তারাই পাবে, যারা ১ মার্চ থেকে ৩১ মার্চ সময়ের মধ্যে চলতে থাকা বিশেষ এই অভিযানের মধ্যে তাদের ট্রাফিক চালান জমা করবে। এই ট্রাফিক চালানের ছাড় সেই সকলের জন্য হবে যাদের অনেক সময়ের চালান বাকি পড়ে রয়েছে। ট্রাফিক চালানের ছাড়ের এই সুবিধা নেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করা হয়েছে। এই ট্রাফিক চালান জমা দিতে হবে অনলাইনে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দারুণ ব্যাপার ! এই রাজ্যে ট্রাফিক চালানে পাওয়া যাচ্ছে ৫০ শতাংশ ছাড়, মেয়াদ ৩১ মার্চ, জানুন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement