Russia-Ukraine War: আর আকাশে উড়বে না ‘ম্রিয়া’, রুশ বাহিনীর হানায় ধ্বংস বিশ্বের সবচেয়ে বড় বিমান !

Last Updated:
World's Largest Plane Destroyed By Russians: নাম ‘ম্রিয়া’ ৷ ইউক্রেনিয়ান ভাষায় যার অর্থ হল ‘স্বপ্ন’ ৷ সোভিয়েত জমানায় তৈরি এই বিমানকে ব্যবহার করা হচ্ছিল কার্গো বিমান হিসেবেই ৷
1/5
রুশ বাহিনীর হানায় এখন বিধ্বস্ত ইউক্রেন ৷ চারদিকে এখন শুধু ধ্বংসের ছবি ৷ রাশিয়ার সেনাবাহিনীর হাতে ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীর সবথেকে বড় বিমান AN-225 'Mriya। Photo: Twitter
রুশ বাহিনীর হানায় এখন বিধ্বস্ত ইউক্রেন ৷ চারদিকে এখন শুধু ধ্বংসের ছবি ৷ রাশিয়ার সেনাবাহিনীর হাতে ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীর সবথেকে বড় বিমান AN-225 'Mriya। Photo: Twitter
advertisement
2/5
 নাম ‘ম্রিয়া’ ৷ ইউক্রেনিয়ান ভাষায় যার অর্থ হল ‘স্বপ্ন’ ৷ সোভিয়েত জমানায় তৈরি এই বিমানকে ব্যবহার করা হচ্ছিল কার্গো বিমান হিসেবেই ৷ ৬ ইঞ্জিনের বিশাল এই বিমান রুশ বাহিনী ধ্বংস করে দিয়েছে বলেই খবর ৷ Photo: Twitter
নাম ‘ম্রিয়া’ ৷ ইউক্রেনিয়ান ভাষায় যার অর্থ হল ‘স্বপ্ন’ ৷ সোভিয়েত জমানায় তৈরি এই বিমানকে ব্যবহার করা হচ্ছিল কার্গো বিমান হিসেবেই ৷ ৬ ইঞ্জিনের বিশাল এই বিমান রুশ বাহিনী ধ্বংস করে দিয়েছে বলেই খবর ৷ Photo: Twitter
advertisement
3/5
১৯৮০-র দশকে আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের মহাকাশ জয়ের লড়াইয়ের সময়ে বিমানটি তৈরি করেছিল অ্যান্তোনভ সংস্থা ৷ ১৯৮৮ সালে প্রথম আকাশে ওড়ে ম্রিয়া ৷ এই বিমান মাত্র একটাই তৈরি করা হয়েছিল ৷ যা এখনও ব্যবহার করা হত ৷ Photo: Twitter
১৯৮০-র দশকে আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের মহাকাশ জয়ের লড়াইয়ের সময়ে বিমানটি তৈরি করেছিল অ্যান্তোনভ সংস্থা ৷ ১৯৮৮ সালে প্রথম আকাশে ওড়ে ম্রিয়া ৷ এই বিমান মাত্র একটাই তৈরি করা হয়েছিল ৷ যা এখনও ব্যবহার করা হত ৷ Photo: Twitter
advertisement
4/5
সম্প্রতি কোভিড অতিমারীতে জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজেই এটি ব্যবহার করা হয়েছিল ৷ কিভের একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে মেরামতির জন্য রাখা ছিল এই বিমান ৷ Photo: Twitter
সম্প্রতি কোভিড অতিমারীতে জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজেই এটি ব্যবহার করা হয়েছিল ৷ কিভের একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে মেরামতির জন্য রাখা ছিল এই বিমান ৷ Photo: Twitter
advertisement
5/5
রুশ বাহিনীর গোলাগুলিতে কার্যত ধ্বংসই হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমান ৷ Photo: Twitter
রুশ বাহিনীর গোলাগুলিতে কার্যত ধ্বংসই হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমান ৷ Photo: Twitter
advertisement
advertisement
advertisement