Tomato Price: পেট্রোলের চেয়েও দামি টমেটো! বাজারে হাত দিলেই লাগছে ‘ছ্যাঁকা’, কেন বাড়ছে এত দাম?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
দেশের বাজারে এই মুহূর্তে ১৫০-র কোঠায় পৌঁছেছে টমেটোর দাম৷ বাড়তে থাকা দাম এবার ছাড়িয়ে গেল পেট্রোলের দামকেও৷
তরতরিয়ে বাড়ছে টমেটোর দাম। বাজারে গিয়ে ঘুম উড়েছে মধ্যবিত্তের। দেশের বাজারে এই মুহূর্তে ১৫০-র কোঠায় পৌঁছেছে টমেটোর দাম৷ বাড়তে থাকা দাম এবার ছাড়িয়ে গেল পেট্রোলের দামকেও৷ শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে৷
এশিয়ার অন্যতম বৃহত্তম টমেটোর বাজার আছে কর্নাটকের কোলারে৷ এই বাজারে কিছুদিন আগেও ১৫ থেকে ২০ টাকা কেজি দরে টমেটো পাওয়া যেত৷ বর্তমানে সেখানেও সেঞ্চুরি হাঁকালো টমেটোর দাম৷
মহারাষ্ট্রের নাসিক হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টমেটোর বাজার৷ তবে এখানে ভয়াঙ্কর হোয়াইট ফ্লাই বা সাদা মাছির আক্রমণে চাষের মারাত্মক ক্ষতি হয়েছে৷ এই মাছির আক্রমণে গাছের পাতা কুঁকড়ে যায়৷ কৃষকদের কথায় এই ‘‘ভাইরাস’’-এর আক্রমণেই টমেটোর ক্ষতি হচ্ছে৷ টমেটোর পরিবহণেও সমস্যা হচ্ছে এই পোকার উৎপাতে৷ মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং এমনকী বাংলাদেশের বাজারেও এই টমেটো পরিবহণ করা হয়। যার প্রভাব পড়ছে টমেটোর দামে৷
advertisement
advertisement
নাসিকের মতো এত বড় টমেটোর বাজারে এপ্রিলেই বিক্রি বন্ধ হয়েছে৷ ফলে কোলারে থেকে চাহিদা বাড়ছে৷ ফলে চাহিদা প্রচুর থাকলেও যোগান কমেছে৷
advertisement
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে, খুচরো বাজারে টমেটোর দাম কেজি প্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছে গিয়েছে। দিল্লি, তামিলনাড়ু-সহ দেশের অন্যান্য অংশেও টমেটোর দাম ক্রমশ বাড়ছে। আগামিদিনে এই দাম আরও বাড়তে পারে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 7:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tomato Price: পেট্রোলের চেয়েও দামি টমেটো! বাজারে হাত দিলেই লাগছে ‘ছ্যাঁকা’, কেন বাড়ছে এত দাম?