Tomato Price: পেট্রোলের চেয়েও দামি টমেটো! বাজারে হাত দিলেই লাগছে ‘ছ্যাঁকা’, কেন বাড়ছে এত দাম?

Last Updated:

দেশের বাজারে এই মুহূর্তে ১৫০-র কোঠায় পৌঁছেছে টমেটোর দাম৷ বাড়তে থাকা দাম এবার ছাড়িয়ে গেল পেট্রোলের দামকেও৷


পেট্রোলের চেয়েও দামি টমেটো! বাজারে হাত দিলেই লাগছে ‘ছ্যাঁকা’, কেন বাড়ছে এত দাম?
পেট্রোলের চেয়েও দামি টমেটো! বাজারে হাত দিলেই লাগছে ‘ছ্যাঁকা’, কেন বাড়ছে এত দাম?
তরতরিয়ে বাড়ছে টমেটোর দাম। বাজারে গিয়ে ঘুম উড়েছে মধ‍্যবিত্তের। দেশের বাজারে এই মুহূর্তে ১৫০-র কোঠায় পৌঁছেছে টমেটোর দাম৷ বাড়তে থাকা দাম এবার ছাড়িয়ে গেল পেট্রোলের দামকেও৷ শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে৷
এশিয়ার অন্যতম বৃহত্তম টমেটোর বাজার আছে কর্নাটকের কোলারে৷ এই বাজারে কিছুদিন আগেও ১৫ থেকে ২০ টাকা কেজি দরে টমেটো পাওয়া যেত৷ বর্তমানে সেখানেও সেঞ্চুরি হাঁকালো টমেটোর দাম৷
মহারাষ্ট্রের নাসিক হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টমেটোর বাজার৷ তবে এখানে ভয়াঙ্কর হোয়াইট ফ্লাই বা সাদা মাছির আক্রমণে চাষের মারাত্মক ক্ষতি হয়েছে৷ এই মাছির আক্রমণে গাছের পাতা কুঁকড়ে যায়৷ কৃষকদের কথায় এই ‘‘ভাইরাস’’-এর আক্রমণেই টমেটোর ক্ষতি হচ্ছে৷ টমেটোর পরিবহণেও সমস্যা হচ্ছে এই পোকার উৎপাতে৷ মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং এমনকী বাংলাদেশের বাজারেও এই টমেটো পরিবহণ করা হয়। যার প্রভাব পড়ছে টমেটোর দামে৷
advertisement
advertisement
নাসিকের মতো এত বড় টমেটোর বাজারে এপ্রিলেই বিক্রি বন্ধ হয়েছে৷ ফলে কোলারে থেকে চাহিদা বাড়ছে৷ ফলে চাহিদা প্রচুর থাকলেও যোগান কমেছে৷
advertisement
উত্তরপ্রদেশের গোরক্ষপুরে, খুচরো বাজারে টমেটোর দাম কেজি প্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছে গিয়েছে। দিল্লি, তামিলনাড়ু-সহ দেশের অন্যান্য অংশেও টমেটোর দাম ক্রমশ বাড়ছে। আগামিদিনে এই দাম আরও বাড়তে পারে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tomato Price: পেট্রোলের চেয়েও দামি টমেটো! বাজারে হাত দিলেই লাগছে ‘ছ্যাঁকা’, কেন বাড়ছে এত দাম?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement