চলতে চলতে গিরগিটির মতো বদলাবে গাড়ির রঙ, BMW-র কামাল দেখলে চোখ কপালে উঠবে!

Last Updated:

বিলাসবহুল গাড়ি নির্মাণকারী সংস্থা BMW একটি গাড়ি বাজারে এনেছে। সেই গাড়িতে রয়েছে বিশেষ বোতাম। সেটা টিপলেই গাড়ির রঙ বদলে যাচ্ছে।

নয়াদিল্লি: ‘গিরগিটির মতো রঙ বদলায়’। কারও পাল্টি খাওয়া দেখলে এমন কথা বলেন অনেকেই। চালু লবজ। তবে এবার এই আপ্তবাক্য আপগ্রেড করার সময় এসেছে। এখন গিরগিটির মতো রঙ বদলাতে শুরু করেছে BMW গাড়িও।
ব্যাপারটা বোঝা গেল না তো? তাহলে খোলসা করে বলা যাক। বিলাসবহুল গাড়ি নির্মাণকারী সংস্থা BMW একটি গাড়ি বাজারে এনেছে। সেই গাড়িতে রয়েছে বিশেষ বোতাম। সেটা টিপলেই গাড়ির রঙ বদলে যাচ্ছে। জানা যাচ্ছে, এটাই বিশ্বের প্রথম রঙ পরিবর্তনকারী গাড়ি।
রঙ পরিবর্তনকারী এই গাড়ির নাম BMW iX Flow। এই মুহূর্তে গাড়িতে অনেকগুলি রঙের বিকল্প নেই। শুধু সাদা এবং কালো। ২০২২ সালের নভেম্বরে টাইম ম্যাগাজিন এই গাড়িটিকে বছরের সেরা উদ্ভাবনের তালিকায় ঠাঁই দিয়েছে। এই তালিকায় সেই সব উদ্ভাবনগুলিই জায়গা পায় যা মানুষের জীবনযাপন, কাজ এবং চিন্তাভাবনাকে প্রভাবিত করে।
advertisement
advertisement
২০২২ সালে এই গাড়ি তৈরির খবর জানিয়ে BMW লিখেছিল, ‘প্রযুক্তি যখন ম্যাজিকের মতো কাজ করে। যানবাহন কেন সবসময় একই রকম দেখতে হবে? কল্পনা করুন গ্রীষ্মের বিকেলে সাদা রঙের গাড়ি চাপছেন। আর শীতকালে সেটার রঙ হয়ে গেল কালো। সবকিছুই একটা বোতামের খেলা’। অ্যাপ সার্কেলের সিইও তেনসু ইয়েগেন এই গাড়ির একটি ভিডিও ট্যুইট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘BMW এখন রঙ পরিবর্তন করতে পারে, পুলিশকর্মীদের জন্য শুভকামনা’।
advertisement
কীভাবে রঙ বদলায়: এই গাড়ির রঙ E-Ink অর্থাৎ ইলেকট্রনিক কালির মাধ্যমে পরিবর্তিত হয়। ই-কালিতে অনেকগুলি মাইক্রো ক্যাপসুল রয়েছে। তাতে দেওয়া হয়েছে নেতিবাচক চার্জ সহ সাদা রঞ্জক এবং পজিটিভ চার্জযুক্ত কালো রঞ্জক। গাড়ির ভিতর রয়েছে স্যুইচ। সেখানে সাদা এবং কালো রঙের দুটি বিকল্প। চালক যে বিকল্প বেছে নেবেন, সেটাই হবে গাড়ির রঙ।
advertisement
কেন এমন গিরগিটির মতো গাড়ি বানানোর ভাবনা মাথায় এল? BMW-র মতে, একজন ব্যক্তি তাঁর ব্যক্তিত্ব অনুযায়ী গাড়ি এবং রঙ বেছে নেন। কিন্তু যদি মেজাজ অনুযায়ী রঙ পরিবর্তনের অপশন থাকে কিংবা দুইজন গাড়ি চালান তাহলে তাঁরাও পছন্দের রঙ বেছে নিতে পারবেন। মেজাজ অনুযায়ী রঙ বাছাই হোক কিংবা ব্যক্তিত্ব অনুযায়ী, এ যে অনন্য অভিজ্ঞতা সে বিষয়ে সন্দেহ নেই!
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চলতে চলতে গিরগিটির মতো বদলাবে গাড়ির রঙ, BMW-র কামাল দেখলে চোখ কপালে উঠবে!
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement