আধারের সঙ্গে লিঙ্ক না করালে রেশন কার্ড কি বাতিল হয়ে যাবে? আপনার যা জানা দরকার...

Last Updated:
আসলে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ নীতি চালু করেছে কেন্দ্র সরকার। এরপর থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার উপর জোর দেওয়া হচ্ছে।
1/9
অনেকেই আমরা এখন রেশন কার্ড ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না। কিন্তু মনে রাখা দরকার, এটাই আমাদের প্রাথমিক পরিচয়পত্র। তাই অতি অবশ্যই সেটা সক্রিয় রাখতে হবে।
অনেকেই আমরা এখন রেশন কার্ড ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না। কিন্তু মনে রাখা দরকার, এটাই আমাদের প্রাথমিক পরিচয়পত্র। তাই অতি অবশ্যই সেটা সক্রিয় রাখতে হবে।
advertisement
2/9
যে ভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ঘোষণা করেছিল কেন্দ্র, ঠিক সেভাবেই রেশন কার্ডের সঙ্গেও আধার নম্বর লিঙ্ক করতে বলা হয়েছে। ফলে সঙ্গত কারণেই উঠেছে প্রশ্ন- নির্দেশ অমান্য করলে কি রেশন কার্ড বাতিল হয়ে যাবে?
যে ভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ঘোষণা করেছিল কেন্দ্র, ঠিক সেভাবেই রেশন কার্ডের সঙ্গেও আধার নম্বর লিঙ্ক করতে বলা হয়েছে। ফলে সঙ্গত কারণেই উঠেছে প্রশ্ন- নির্দেশ অমান্য করলে কি রেশন কার্ড বাতিল হয়ে যাবে?
advertisement
3/9
একেবারেই তাই, আধারের সঙ্গে লিঙ্ক না করালে প্যান কার্ড যেমন নিষ্ক্রিয় করে দেওয়া হবে, সেরকম ভাবেই বাতিল করা হবে রেশন কার্ডও, এই নিয়ে কোনও সন্দেহের অবকাশই নেই।
একেবারেই তাই, আধারের সঙ্গে লিঙ্ক না করালে প্যান কার্ড যেমন নিষ্ক্রিয় করে দেওয়া হবে, সেরকম ভাবেই বাতিল করা হবে রেশন কার্ডও, এই নিয়ে কোনও সন্দেহের অবকাশই নেই।
advertisement
4/9
আসলে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ নীতি চালু করেছে কেন্দ্র সরকার। এরপর থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার উপর জোর দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি বন্ধ করা।
আসলে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ নীতি চালু করেছে কেন্দ্র সরকার। এরপর থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার উপর জোর দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি বন্ধ করা।
advertisement
5/9
বিভিন্ন সময়ে রেশন কার্ড অপব্যবহারের একাধিক খবর সামনে এসেছে। মৃত ব্যক্তির কার্ড দিয়ে রেশন তোলা থেকে একই ব্যক্তির দু-তিনটি রেশন কার্ড রাখার অভিযোগ উঠেছে। এই ধরনের জালিয়াতি রুখতেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চায় কেন্দ্র সরকার।
বিভিন্ন সময়ে রেশন কার্ড অপব্যবহারের একাধিক খবর সামনে এসেছে। মৃত ব্যক্তির কার্ড দিয়ে রেশন তোলা থেকে একই ব্যক্তির দু-তিনটি রেশন কার্ড রাখার অভিযোগ উঠেছে। এই ধরনের জালিয়াতি রুখতেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চায় কেন্দ্র সরকার।
advertisement
6/9
অতএব দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে কাজটা সেরে ফেলা যায়।  - রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন পোর্টালে যেতে হবে। - বেছে নিতে হবে লিঙ্ক আধার উইথ অ্যাকটিভ কার্ডস অপশন। - রেশন কার্ড নম্বর, আধার নম্বর একে একে বসাতে হবে। - রেজিস্টার করা মোবাইল নম্বর দিতে হবে।
অতএব দেখে নেওয়া যাক অনলাইনে কীভাবে কাজটা সেরে ফেলা যায়। - রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন পোর্টালে যেতে হবে। - বেছে নিতে হবে লিঙ্ক আধার উইথ অ্যাকটিভ কার্ডস অপশন। - রেশন কার্ড নম্বর, আধার নম্বর একে একে বসাতে হবে। - রেজিস্টার করা মোবাইল নম্বর দিতে হবে।
advertisement
7/9
- বেছে নিতে হবে কন্টিনিউ/সাবমিট অপশন। - রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। - আধার রেশন লিঙ্ক পেজে সেই ওটিপি দিলে রিকোয়েস্ট সেন্ড হয়ে যাবে। - এসএমএস-এর মাধ্যমে কাজটা সম্পন্ন হওয়ার নোটিফিকেশনও পাওয়া যাবে।
- বেছে নিতে হবে কন্টিনিউ/সাবমিট অপশন। - রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। - আধার রেশন লিঙ্ক পেজে সেই ওটিপি দিলে রিকোয়েস্ট সেন্ড হয়ে যাবে। - এসএমএস-এর মাধ্যমে কাজটা সম্পন্ন হওয়ার নোটিফিকেশনও পাওয়া যাবে।
advertisement
8/9
অফলাইনে সারা যায় কাজটা। এর জন্য লাগবে রেশন কার্ড, তার জেরক্স কপি, পরিবারের সবার আধারের জেরক্স কপি, ফ্যামিলি হেডের আধারের জেরক্স কপি, ফ্যামিলি হেডের পাসপোর্ট ছবি। এগুলো নিয়ে যেতে হবে কাছাকাছি রেশন কেন্দ্রে।
অফলাইনে সারা যায় কাজটা। এর জন্য লাগবে রেশন কার্ড, তার জেরক্স কপি, পরিবারের সবার আধারের জেরক্স কপি, ফ্যামিলি হেডের আধারের জেরক্স কপি, ফ্যামিলি হেডের পাসপোর্ট ছবি। এগুলো নিয়ে যেতে হবে কাছাকাছি রেশন কেন্দ্রে।
advertisement
9/9
আধার ভেরিফাই করার জন্য ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন হতে পারে, অর্থাৎ আঙুলের ছাপ দিতে হতে পারে। এসএমএস আসবে যে লিঙ্ক করার কাজ শুরু হয়েছে। পরের ধাপে এসএমএস-এর মাধ্যমে কাজটা সম্পন্ন হওয়ার নোটিফিকেশনও পাওয়া যাবে।
আধার ভেরিফাই করার জন্য ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন হতে পারে, অর্থাৎ আঙুলের ছাপ দিতে হতে পারে। এসএমএস আসবে যে লিঙ্ক করার কাজ শুরু হয়েছে। পরের ধাপে এসএমএস-এর মাধ্যমে কাজটা সম্পন্ন হওয়ার নোটিফিকেশনও পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement