Petrol and Diesel Price: পেট্রোলের দাম কমে ১৫ টাকা লিটার হতে পারে যদি....! জ্বালানির দাম নিয়ে আর কী বললেন গড়করি ?

Last Updated:
গড়করি বলেছেন, দেশে যদি সব গাড়ি ইথানলচালিত করে দেওয়া যায়, তাহলে পেট্রোলের দাম আপসে কমে যাবে।
1/9
দিনকয়েক আগেই পেট্রোলের দাম কমার প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছিলেন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। তার কিছু দিনের মধ্যেই এবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির মুখেও উঠে এল পেট্রোলের দাম কমার প্রসঙ্গ। জানলে অবাক লাগবে, গড়করি বলছেন যে সব ঠিক থাকলে দেশে পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ টাকায় নামিয়ে আনা সম্ভব হতে পারে।
দিনকয়েক আগেই পেট্রোলের দাম কমার প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছিলেন পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি। তার কিছু দিনের মধ্যেই এবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির মুখেও উঠে এল পেট্রোলের দাম কমার প্রসঙ্গ। জানলে অবাক লাগবে, গড়করি বলছেন যে সব ঠিক থাকলে দেশে পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ টাকায় নামিয়ে আনা সম্ভব হতে পারে।
advertisement
2/9
ঠিক কী যুক্তিতে একথা বলছেন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মন্ত্রী গড়করি?
ঠিক কী যুক্তিতে একথা বলছেন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মন্ত্রী গড়করি?
advertisement
3/9
অনেক দিন ধরেই জ্বালানি তেলের বিকল্প এবং দূষণমুক্ত দেশের লক্ষ্যে নানা প্রকল্প নিয়ে কাজ করে চলেছেন গড়করি। একথা আমাদের কারও প্রায় অজানা নয় যে নানা সভা এবং সমাবেশে প্রায়ই তাঁর মুখে উঠে আসে পেট্রোলের বিকল্প হিসেবে ইথানলের কথা। এবারও সেই লক্ষ্যেই জ্বালানি তেলের দাম কমানো নিয়ে মন্তব্য করেছেন তিনি।
অনেক দিন ধরেই জ্বালানি তেলের বিকল্প এবং দূষণমুক্ত দেশের লক্ষ্যে নানা প্রকল্প নিয়ে কাজ করে চলেছেন গড়করি। একথা আমাদের কারও প্রায় অজানা নয় যে নানা সভা এবং সমাবেশে প্রায়ই তাঁর মুখে উঠে আসে পেট্রোলের বিকল্প হিসেবে ইথানলের কথা। এবারও সেই লক্ষ্যেই জ্বালানি তেলের দাম কমানো নিয়ে মন্তব্য করেছেন তিনি।
advertisement
4/9
গড়করি বলেছেন, দেশে যদি সব গাড়ি ইথানলচালিত করে দেওয়া যায়, তাহলে পেট্রোলের দাম আপসে কমে যাবে। এটি বস্তুত অর্থনীতির প্রাথমিক সূত্র, বাণিজ্যেরও।
গড়করি বলেছেন, দেশে যদি সব গাড়ি ইথানলচালিত করে দেওয়া যায়, তাহলে পেট্রোলের দাম আপসে কমে যাবে। এটি বস্তুত অর্থনীতির প্রাথমিক সূত্র, বাণিজ্যেরও।
advertisement
5/9
যে জিনিসের চাহিদা তুঙ্গে, তার সাশ্রয়ীমূল্যের বিকল্প উৎপাদন করতে পারলে প্রথমটির দাম স্বাভাবিক ভাবেই নেমে আসে। গড়করিও সেই কথাই বলছেন। কীভাবে তা সম্ভব হতে পারে, সেই বিষয়ে তিনি একটি সহজ হিসেবও পেশ করেছেন।
যে জিনিসের চাহিদা তুঙ্গে, তার সাশ্রয়ীমূল্যের বিকল্প উৎপাদন করতে পারলে প্রথমটির দাম স্বাভাবিক ভাবেই নেমে আসে। গড়করিও সেই কথাই বলছেন। কীভাবে তা সম্ভব হতে পারে, সেই বিষয়ে তিনি একটি সহজ হিসেবও পেশ করেছেন।
advertisement
6/9
৬০ শতাংশ ইথানল আর ৪০ শতাংশ বিদ্যুৎ যদি কাজে লাগানো যায়, তাহলেই এটা সম্ভব হতে পারে বলে তিনি দাবি করেছেন। এই প্রসঙ্গে গত মাসে নাগপুরে টয়োটার ক্যামরি কার নিয়ে তিনি যা বলেছেন তাও ভুলে গেলে চলবে না। এই গাড়ি পুরোটাই চলবে ইথানলে।
৬০ শতাংশ ইথানল আর ৪০ শতাংশ বিদ্যুৎ যদি কাজে লাগানো যায়, তাহলেই এটা সম্ভব হতে পারে বলে তিনি দাবি করেছেন। এই প্রসঙ্গে গত মাসে নাগপুরে টয়োটার ক্যামরি কার নিয়ে তিনি যা বলেছেন তাও ভুলে গেলে চলবে না। এই গাড়ি পুরোটাই চলবে ইথানলে।
advertisement
7/9
এমন গাড়ির সংখ্যা দেশে বাড়লে ১২০ টাকা লিটার প্রতি পেট্রেলের বর্তমান মূল্য কমতে বাধ্য। ইথানলের দাম পড়ে ৬০ টাকা প্রতি লিটার, সেই সঙ্গে এটি ৪০ শতাংশ মতো বিদ্যুৎ উৎপাদনও করবে। ফলে গড়ে পেট্রেলোর দাম লিটার প্রতি ১৫ টাকায় নেমে আসবে বলেই হিসেব গড়করির।
এমন গাড়ির সংখ্যা দেশে বাড়লে ১২০ টাকা লিটার প্রতি পেট্রেলের বর্তমান মূল্য কমতে বাধ্য। ইথানলের দাম পড়ে ৬০ টাকা প্রতি লিটার, সেই সঙ্গে এটি ৪০ শতাংশ মতো বিদ্যুৎ উৎপাদনও করবে। ফলে গড়ে পেট্রেলোর দাম লিটার প্রতি ১৫ টাকায় নেমে আসবে বলেই হিসেব গড়করির।
advertisement
8/9
গড়করি আরও বলেছেন যে সরকার কৃষকদের শুধু অন্নদাতা রূপে নয়, উর্জাদাতা রূপেও দেখতে চায়। কেন না, কৃষকের উৎপাদিত ফসলের পরিত্যক্ত অংশ জমিয়ে, যাকে পোশাকি ভাষায় বায়োমাস বলা হয়, ইথানল উৎপাদন করা হয়।
গড়করি আরও বলেছেন যে সরকার কৃষকদের শুধু অন্নদাতা রূপে নয়, উর্জাদাতা রূপেও দেখতে চায়। কেন না, কৃষকের উৎপাদিত ফসলের পরিত্যক্ত অংশ জমিয়ে, যাকে পোশাকি ভাষায় বায়োমাস বলা হয়, ইথানল উৎপাদন করা হয়।
advertisement
9/9
মন্ত্রীর বক্তব্য, এখন জ্বালানি তেল আমদানি করতে ১৬ লক্ষ কোটি টাকা খরচ হয়। ইথানলচালিত গাড়ি পথে নামলে এই টাকার পুরোটাই যাবে কৃষকের ঘরে।
মন্ত্রীর বক্তব্য, এখন জ্বালানি তেল আমদানি করতে ১৬ লক্ষ কোটি টাকা খরচ হয়। ইথানলচালিত গাড়ি পথে নামলে এই টাকার পুরোটাই যাবে কৃষকের ঘরে।
advertisement
advertisement
advertisement