PM Kisan: আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই করতে হবে এই কাজ, হাতে নেই আর বেশি সময়

Last Updated:

PM Kisan: কেন্দ্রের তরফে ই-কেওয়াইসি করার জন্য সময় সীমা এক সপ্তাহ বাড়িয়ে ৩১ মে ২০২২ করে দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তির টাকা শীঘ্রই আসতে চলেছে ৷ কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রের তরফে ২০০০ টাকা ক্রেডিট করা হবে ৷ তবে এবারের কিস্তির টাকা বিপুল সংখ্যাক কৃষক পাবেন না ৷ এর মূল কারণ হচ্ছে ই-কেওয়াইসি ৷ কেন্দ্রের নিয়ম অনুযায়ী, পিএম কিষানের টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷
কেন্দ্রের তরফে ই-কেওয়াইসি করার জন্য সময় সীমা এক সপ্তাহ বাড়িয়ে ৩১ মে ২০২২ করে দেওয়া হয়েছে ৷ পিএম কিষান পোর্টালে জারি হওয়া নোটিস অনুযায়ী, পিএম কিষানের সুবিধাভোগীদের জন্য ই-কেওয়াইসি-র সময় সীমা বাড়িয়ে ৩১ মে ২০২২ করা হয়েছে ৷
advertisement
advertisement
কী এই কেওয়াইসি ?
গত বছর সরকার জানিয়েছিল কৃষকরা আগামী কিস্তি তখনই পাবেন যখন ই-কেওয়াইসি করা থাকবে ৷ ই-কেওয়াইসি ছাড়া মিলবে না কোনও কিস্তি ৷
পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকার অপেক্ষা করছেন ? তাহেল আর দেরি না করে শীঘ্রই সেরে নিন এই ৫টি স্টেপস ৷ করে নিন ই-কেওয়াইসি ৷ যোজনার টাকা পাওয়ার জন্য ই-কেওয়াসি করা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার ৷ ই-কেওয়াইসি না করালে আটকে যেতে পারে কিস্তির টাকা ৷ ই-কেওয়াইসি আধার কার্ড ও সিএসসি সেন্টারের মাধ্যমে করা যেতে পারে ৷ ই-কেওয়াইসি করার ৫টি স্টেপস দেখে নিন-
advertisement
১. প্রথমেই পিএম কিষান যোজনার ওয়েবসাইটে যেতে হবে
২. এখানে ফার্মাস কর্নারে গিয়ে ই-কেওয়াইসি ট্যাবে ক্লিক হবে
৩. এবার একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আধার নম্বর দিয়ে সার্চ ট্যাবে ক্লিক করতে হবে
৪. এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
advertisement
৫. আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি দিয়ে ক্লিক করতেই আপনার ই-কেওয়াইসি হয়ে যাবে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আগামী কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই করতে হবে এই কাজ, হাতে নেই আর বেশি সময়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement