Gold Price Today: আরও দাম কমল সোনার ? জেনে নিন আজকের লেটেস্ট রেট এখানে....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today: ২২ ও ২৪ ক্যারেট সোনার মধ্যে পার্থক্য -
advertisement
বুলিয়ান মার্কেটে ২২ ক্যারেট সোনার দাম কমে ৪৭,০৫০ টাকায় ট্রেড করছে ৷ ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৩৩০ টাকা ৷ এই দামের উপর জিএসটি, টিসিএস ও অন্যন্য শুল্ক যোগ করা নেই ৷ এমসিএক্সে সোনা ৫০,৯৯২ টাকা এবং রুপো ৬১,৬৪০ টাকায় ট্রেড করছে ৷ স্পট মার্কেটে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১,০২৭ টাকা, রুপো ৬২,০০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা- আইএসও-র (Indian Standard Organization) সোনার শুদ্ধতা যাচাই করার জন্য হলমার্ক দেওয়া হয় ৷ এর জন্য ২৪ ক্যারেট সোনায় ৯৯৯ লেখা থাকে, ২৩ ক্যারেট সোনায় ৯৫৮, ২২ ক্যারেটে ৯১৬, ২১ ক্যারেটে৮৭৫ ও ১৮ ক্যারেটে ৭৫০ লেখা থাকে ৷ সোনা বেশিরভাগ ২২ ক্যারেটে বিক্রি হয়ে থাকে ৷ বেশ কিছুজন আবার ১৮ ক্যারেট সোনাও ব্যবহার করে থাকে ৷ মুদ্রাস্ফীতি থেকে বাঁচার জন্য সোনায় বিনিয়োগ এখন সবচেয়ে লাভজনক বলে মনে করা হয় ৷
advertisement
advertisement