Retirement Fund: ২ কোটির অবসর তহবিল, কয়েক দশক ধরে নিয়মিত আয় পেতে কোথায় কীভাবে বিনিয়োগ করবেন?

Last Updated:

অবসরকালের চাহিদা পূরণের জন্য কোনও লোন বা ফান্ড মেলে না। তাই তাড়াতাড়ি সঞ্চয়ের কাজ শুরু করা উচিত।

১৩. বিদেশী ভাষা শিক্ষা: আপনার যদি কোনও বিদেশী ভাষা জানা থাকে, তাহলে সেই দক্ষতা ব্যবহার করে সহজেই লাভজনক ব্যবসা করতে পারবেন। ছোট থেকে বয়স্ক, বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী পাওয়া সম্ভব। বিনা বিনিয়োগে আয় করতে পারবেন এই ব্যবসায়। তবে এই ব্যবসা করতে সংশ্লিষ্ট ভাষায় আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে নিশ্চিতভাবেই, হতে হবে যথেষ্ট আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল।
১৩. বিদেশী ভাষা শিক্ষা: আপনার যদি কোনও বিদেশী ভাষা জানা থাকে, তাহলে সেই দক্ষতা ব্যবহার করে সহজেই লাভজনক ব্যবসা করতে পারবেন। ছোট থেকে বয়স্ক, বিভিন্ন বয়সের ছাত্রছাত্রী পাওয়া সম্ভব। বিনা বিনিয়োগে আয় করতে পারবেন এই ব্যবসায়। তবে এই ব্যবসা করতে সংশ্লিষ্ট ভাষায় আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে নিশ্চিতভাবেই, হতে হবে যথেষ্ট আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল।
#নয়াদিল্লি: চাকরি জীবনের মতো অবসর জীবনটাও সমান গুরুত্বপূর্ণ। সে জন্য প্রথম থেকেই লক্ষ্য স্থির করতে হয়। মাথায় রাখতে হয়, অবসরকালের চাহিদা পূরণের জন্য কোনও লোন বা ফান্ড মেলে না। তাই তাড়াতাড়ি সঞ্চয়ের কাজ শুরু করা উচিত।
কত টাকার তহবিল গড়লে অবসরকাল দুশ্চিন্তামুক্ত হতে পারে? এর কোনও নির্দিষ্ট হিসাব নেই। এটা মূলত চাহিদা ও জীবনযাত্রার উপর নির্ভর করে। যেমন পরের বছরই অবসর নেবেন এমন এক ব্যক্তি ১.৫ কোটি টাকা সঞ্চয় করেছেন। আলাদা বিনিয়োগে আরও ৫০ লক্ষ টাকা রয়েছে। তবে কোম্পানির থেকে তিনি কোনও পেনশন পাবেন না। নিজের বাড়িতে থাকেন। সন্তানরা বিদেশ সেটেলড। এখন এই ২ কোটি টাকা থেকে তিনি কীভাবে নিয়মিত আয় করতে পারেন?
advertisement
এক্ষেত্রে ‘বাকেট স্ট্র্যাটেজি’ অবলম্বন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মোট মূলধনকে দুটি ঝুড়িতে রাখতে হবে। একটি ঝুড়ির টাকা নিয়মিত আয়ের প্রয়োজনগুলি মেটাবে। অন্য ঝুড়ির টাকা অবসরের দীর্ঘ বছরগুলিতে মুদ্রাস্ফীতি এড়িয়ে রিটার্ন জেনারেট করতে বিনিয়োগ করা হবে।
advertisement
এখন হাতে আছে ২ কোটি টাকা। এই টাকা দুটি ঝুড়িতে ভাগ করে দিতে হবে।
advertisement
প্রথম ঝুড়ি (নিয়মিত আয় এবং আপদকালীন পরিস্থিতি): এখানে ৬০ থেকে ৭০ লাখ রাখতে হবে। এই টাকা ৪ থেকে ৫ টি উচ্চ মানের ডেবট ফান্ডে বিনিয়োগ করতে বলছেন বিশেষজ্ঞরা। যাতে এসডব্লিউপি-র মাধ্যমে মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করা যায়। এক্ষেত্রে অতি স্বল্পকালীন, কম মেয়াদী বা স্বল্প মেয়াদী বিনিয়োগ স্কিমগুলি বেছে নিতে হবে।
advertisement
এভাবে বিনিয়োগ করলে আগামী ৯ থেকে ১০ বছরের জন্য নিশ্চিন্ত। এটা আপদকালীন ফান্ড হিসেবেও কাজ করবে যেখান থেকে প্রয়োজনের সময় দ্রুত টাকা তোলা যায়। তবে মাথায় রাখতে হবে, এই বয়সে স্বাস্থ্যবিমা যথেষ্ট নয়। তাই চিকিৎসা ক্ষেত্রে খরচের জন্য আলাদা মূলধন সরিয়ে রাখাই হবে বুদ্ধিমানের কাজ। যাইহোক, ত্রৈমাসিক আয়ের জন্য এই ঝুড়ির একটা অংশ সরকারের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমেও বিনিয়োগ করা যেতে পারে।
advertisement
দ্বিতীয় ঝুড়ি (উচ্চ রিটার্নের জন্য): দ্বিতীয় ঝুড়িতে অবশিষ্ট ১.৩-১.৪ কোটি টাকা থাকবে। মুদ্রাস্ফীতিকে পরাস্ত করে পোর্টফোলিও যাতে উচ্চ গতিতে বৃদ্ধি পায় সে জন্য ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। ৪০ থেকে ৫০ শতাংশ নিফটি ৫০ বা সেনসেক্স ভিত্তিক সূচক তহবিল, ২০ থেকে ৩০ শতাংশ হাইব্রিড ফান্ড এবং বাকিটা নিরাপদ এসসিএসএস, প্রধানমন্ত্রী বয়ো বন্দনা যোজনা এবং আরবিআই ফ্লোটিং রেট বন্ডগুলিতে বিনিয়োগ করা যেতে পারে।
advertisement
প্রথম ঝুড়ি থেকে নিয়মিত ব্যবধানে টাকা তোলা হবে। দ্বিতীয় ঝুড়ির টাকায় হাত দেওয়া হচ্ছে না। তাই যদি মাত্র ৯ শতাংশ গড় রিটার্ন ধরে নেওয়া হয় তাহলেও দ্বিতীয় ঝুড়ির টাকা ১০ বছরে প্রায় ৩ কোটি টাকা হয়ে যাবে। তখন এই ঝুড়ি থেকে কিছু টাকা (পরবর্তী ১০ বছরের খরচের জন্য যথেষ্ট) তুলে নিয়ে প্রয়োজন অনুসারে প্রথম ঝুড়িতে স্থানান্তর করা যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Retirement Fund: ২ কোটির অবসর তহবিল, কয়েক দশক ধরে নিয়মিত আয় পেতে কোথায় কীভাবে বিনিয়োগ করবেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement