#নয়াদিল্লি: ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করার সময় ইনকাম ট্যাক্স (Income Tax) বাঁচানোর বিভিন্ন ধরনের উপায় রয়েছে। কিন্তু এর মধ্যে সবথেকে ভাল উপায় হল স্টেট ব্যাঙ্কের ট্যাক্স সেভিংস স্কিম (SBI Tax Savings Scheme)। দেশের সবথেকে বড় ব্যাঙ্কের এই স্কিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স বাঁচানো সম্ভব। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের নূন্যতম সময় হল ৫ বছর এবং সর্বাধিক সময় ১০ বছর। এই স্কিমে কম করে প্রায় ১,০০০ টাকা বিনিয়োগ করতে হয় এবং বছরে ১,৫০,০০০ টাকার বেশি বিনিয়োগ করা যায় না। এক নজরে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের খুঁটিনাটি।
আরও পড়ুন: আপনার অ্যাকাউন্টে কী এসেছে পিএম আবাস যোজনার টাকা ? এই ভাবে চেক করে নিন...
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের সুদের পরিমাণ -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের সুদের পরিমাণ ফিক্সড ডিপোজিটের সমান। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেগুলার গ্রাহকদের জন্য ৫ থেকে ১০ বছরের সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ ৫.৫ শতাংশ।
আরও পড়ুন: চেন্নাই, লখনউ-সহ একাধিক শহরে দাম বদল, দেখে নিন কলকাতায় কত হল পেট্রোলের দাম
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের টাকা তোলা এবং নমিনেশনের নিয়ম -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের টাকা ৫ বছরের আগে তোলা যায় না। যারা এই স্কিমে টাকা বিনিয়োগ করবে তারা চাইলে নিজেদের নমিনেশনে রাখতে পারে।
আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ হেঁশেলে আগুন ধরিয়েছে, ভোজ্য তেলের দাম ক্রমেই বাড়ছে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের সুবিধা -
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়।
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের টিডিএস এবং লেভির ক্ষেত্রে ভাল সুবিধা পাওয়া যায়।
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী ১৫জি এবং ১৫এইচ ফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ট্যাক্স ছাড়ের সুবিধা পেতে পারে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিম করার যোগ্যতা -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিম করার জন্য অবশ্যই ভারতীয় হতে হবে। এক্ষেত্রে ভারতীয়রা নিজেরাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারে। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমে বিনিয়োগ করার জন্য অবশ্যই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের অর্থাৎ প্যান (PAN) কার্ডের প্রয়োজন। এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স বাঁচানো সম্ভব। এটি একটি খুবই ভাল স্কিম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Income Tax, SBI Tax Savings Scheme, Tax Savings Scheme