Tax Savings Scheme: ঘরেই থাকবে টাকা, এক নজরে দেখে নিন ইনকাম ট্যাক্স সেভ করার একটি স্কিম!

Last Updated:

Tax Savings Scheme: এক নজরে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের খুঁটিনাটি।

#নয়াদিল্লি: ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করার সময় ইনকাম ট্যাক্স (Income Tax) বাঁচানোর বিভিন্ন ধরনের উপায় রয়েছে। কিন্তু এর মধ্যে সবথেকে ভাল উপায় হল স্টেট ব্যাঙ্কের ট্যাক্স সেভিংস স্কিম (SBI Tax Savings Scheme)। দেশের সবথেকে বড় ব্যাঙ্কের এই স্কিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স বাঁচানো সম্ভব। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের নূন্যতম সময় হল ৫ বছর এবং সর্বাধিক সময় ১০ বছর। এই স্কিমে কম করে প্রায় ১,০০০ টাকা বিনিয়োগ করতে হয় এবং বছরে ১,৫০,০০০ টাকার বেশি বিনিয়োগ করা যায় না। এক নজরে দেখে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের খুঁটিনাটি।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের সুদের পরিমাণ -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের সুদের পরিমাণ ফিক্সড ডিপোজিটের সমান। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেগুলার গ্রাহকদের জন্য ৫ থেকে ১০ বছরের সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ ৫.৫ শতাংশ।
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের টাকা তোলা এবং নমিনেশনের নিয়ম -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের টাকা ৫ বছরের আগে তোলা যায় না। যারা এই স্কিমে টাকা বিনিয়োগ করবে তারা চাইলে নিজেদের নমিনেশনে রাখতে পারে।
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের সুবিধা -
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায়।
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের টিডিএস এবং লেভির ক্ষেত্রে ভাল সুবিধা পাওয়া যায়।
advertisement
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী ১৫জি এবং ১৫এইচ ফর্মের মাধ্যমে বিনিয়োগকারীরা ট্যাক্স ছাড়ের সুবিধা পেতে পারে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিম করার যোগ্যতা -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিম করার জন্য অবশ্যই ভারতীয় হতে হবে। এক্ষেত্রে ভারতীয়রা নিজেরাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারে। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমে বিনিয়োগ করার জন্য অবশ্যই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের অর্থাৎ প্যান (PAN) কার্ডের প্রয়োজন। এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্যাক্স সেভিংস স্কিমের মাধ্যমে ইনকাম ট্যাক্স বাঁচানো সম্ভব। এটি একটি খুবই ভাল স্কিম।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tax Savings Scheme: ঘরেই থাকবে টাকা, এক নজরে দেখে নিন ইনকাম ট্যাক্স সেভ করার একটি স্কিম!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement