৩ বছরে ১,৫০০ শতাংশ রিটার্ন! ১ লাখ টাকা বেড়ে ১৭.৫৯ লাখ, এই স্টককে ঘিরে শেয়ার বাজারে হইচই!

Last Updated:

এই মাল্টিব্যাগার স্টকটি ২০২০ সালের ২২ মে ৮.৬৯ টাকায় বন্ধ হয়েছিল। বিএসই-তে এর রেট ছিল ১৫৭ টাকা।

কলকাতা: শেয়ার বাজারে মাল্টিব্যাগার স্টকেরই রমরমা। দুহাত ভরে রিটার্ন পান বিনিয়োগকারীরা। আশ্চর্যের বিষয় হল, গত কয়েক বছরে দেশের জায়ান্ট কোম্পানিগুলোর তুলনায় ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলো ব্যাপক রিটার্ন দিচ্ছে। বিনিয়োগকারীদের অর্থ শুধু দ্বিগুণ নয়, বহুগুণ বেড়েছে।
এরকমই একটি মাল্টিব্যাগার স্টক হল হিলটন মেটাল ফোরজিং লিমিটেড। ইদানীং এই স্টক নিয়ে ব্যাপক চর্চা চলছে বাজারে। আর হবে না-ই বা কেন! গত তিন বছরে ১,৫০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে যে! এই মাল্টিব্যাগার স্টকটি ২০২০ সালের ২২ মে ৮.৬৯ টাকায় বন্ধ হয়েছিল। বিএসই-তে এর রেট ছিল ১৫৭ টাকা।
advertisement
advertisement
কোনও বিনিয়োগকারী যদি সেই সময়ে হিলটন মেটালের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তা বেড়ে ১৭.৫৯ লাখ টাকা হয়ে যেত। এই সময়ে সেনসেক্স ১০১ শতাংশ বেড়েছে।
বিজনেস টুডের একটি প্রতিবেদন অনুসারে, প্রযুক্তিগত বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে, হিলটন মেটাল স্টকের আপেক্ষিক শক্তি সূচক (আরএসআই) দাঁড়িয়েছে ৬৮.৬। এথেকে বোঝা যায় যে স্টকটি অতিরিক্ত কেনা বা ওভারসোল্ড জোনে লেনদেন হচ্ছে না। হিলটন মেটালের বিটা ০.৮। এর শেয়ার ৫ দিন, ২০ দিন, ৫০ দিন, ১০০ দিন এবং ২০০ দিনের চলমান গড়ের উপরে লেনদেন হচ্ছে।
advertisement
মেটাল ফার্মের এই স্টক এক মাসে বেড়েছে ১৩ শতাংশ। একই সময় ফার্মের বাজার মূলধন বিএসই-তে বেড়ে হয়েছে ৩২১.০৯ কোটি টাকা। ২০২৩-এর মার্চ ত্রৈমাসিকে কোম্পানির মুনাফা কমেছে ২৭ শতাংশ। একই সময় মার্চ ২০২২-এর ত্রৈমাসিকে ৩৩.২৯ কোটি টাকা থেকে বিক্রি ৪ শতাংশ কমে ৩০.৬৬ কোটি টাকা হয়েছে।
হিলটন মেটালস স্টিলের পণ্য প্রস্তুতকারী সংস্থা। কোম্পানি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে এবং বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। কোম্পানির প্রদত্ত প্রতিবেদন অনুসারে, গত বছরের মোট আয় ছিল ১০৩.২১৪ কোটি এবং মোট বিক্রি হয়েছে ১০২.৯৯২ কোটি টাকা৷ কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ১.৫৫ কোটি টাকা। হিলটন মেটাল ফোরজিংস লিমিটেড চলতি বছরে ০.১৫৮ কোটি টাকা কর পরিশোধ করেছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩ বছরে ১,৫০০ শতাংশ রিটার্ন! ১ লাখ টাকা বেড়ে ১৭.৫৯ লাখ, এই স্টককে ঘিরে শেয়ার বাজারে হইচই!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement