Agriculture News: বেগুন-ই বদলে দিয়েছে জীবন, লক্ষ লক্ষ টাকা লাভ করছে কৃষক পরিবার!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
করৌলির এক কৃষক উদ্ভাবনী চাষ করে বছরে লক্ষাধিক টাকা লাভ করছেন।
জয়পুর: সময় বদলেছে। বদল এসেছে কৃষিতেও। কৃষকরা চাষাবাদের ক্ষেত্রে নিত্য নতুন পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন। ঐতিহ্যবাহী কৃষির পরিবর্তে নতুন নতুন উদ্ভাবন করে আয় বাড়াচ্ছেন প্রায় সব শ্রেণীর কৃষকই। তেমন ভাবেই রাজস্থানের করৌলির এক কৃষক উদ্ভাবনী চাষ করে বছরে লক্ষাধিক টাকা লাভ করছেন।
করৌলি গ্রাম পঞ্চায়েত সানেট গ্রামের এক কৃষক বেগুন চাষ করে বিশেষ পরিচিতি তৈরি করে ফেলেছেন। প্রায় ২৫ বছর আগে তাঁর বাবা এই বেগুন চাষ শুরু করেছিলেন বলে জানা যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেই চাষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই কৃষক।
আরও পড়ুন: ২০০০ টাকার নোট দিলে নিতেই হবে ১৫০০ টাকার তেল! পেট্রোল পাম্পের ‘জালিয়াতি’ নিয়ে সরব সাধারণ মানুষ!
advertisement
advertisement
প্রায় ২৫ বছর ধরে নিজের পৈতৃক ৪ বিঘা জমিতে গোল ও লম্বা বেগুন চাষ করে আসছেন করৌলির কৃষক হরি সিং মীনা। তিনি বলেন, ‘বেগুন চাষে খরচ কম এবং ঐতিহ্যগত চাষের তুলনায় বেগুন চাষে কম পরিশ্রম করতে হয়। সার ও বীজের প্রয়োজনও হয় অনেক কম।’ শুধু তাই নয় বীজ বপন থেকে ফসল ঘরে তোলা পর্যন্তই পরিশ্রম কম, এই চাষে নিড়ানির প্রয়োজন খুবই কম হয়ে থাকে।
advertisement
কৃষক হরি সিং মিনার মতে, বেগুন চাষ হয় বারো মাস। সারা বছর ফলনের কারণে বেগুন বিক্রি করায় লাভও রয়েছে। গম ও সর্ষের চাষের পরিবর্তে দুই থেকে তিন বার জলসেচ করে বেগুন চাষ করা হয়। একারণে তিনি প্রায় ২৫ বছর ধরে তার ৪ বিঘা জমিতে গোল ও লম্বা বেগুন চাষ করছেন।
advertisement
হরি সিং মিনা জানান, বেগুন চাষে প্রতি কেজি কমপক্ষে ২৫ থেকে ৩০ টাকা পাওয়া যেতে পারে। অনেক সময় বাজারে এর দামও বেশি পাওয়া যায়। তাই বাবার আমল থেকেই তিনি বেগুন চাষ করে আসছেন। ওই কৃষক জানান, বর্তমানে তিনি গোল ও লম্বা বেগুনের দাম পাচ্ছেন প্রতি কেজি ৪০ টাকা পর্যন্ত। যার কারণে এবছর তাঁরা বেগুন চাষ করে লাখ লাখ টাকা লাভ করছেন।
advertisement
কৃষক হরি সিং মীনা জানান, শুধু লাভই সব নয়। বরং এই ৪ বিঘা জমিতে বেগুন চাষ করে কয়েক ডজন লোকের কর্মসংস্থান হয়!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 4:16 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: বেগুন-ই বদলে দিয়েছে জীবন, লক্ষ লক্ষ টাকা লাভ করছে কৃষক পরিবার!