সঙ্কটে কর্মসংস্থান! প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ের তোড়জোড় শুরু করেছে এই সংস্থাটি!

Last Updated:

আইপিও (IPO) নিয়ে আসার পরিকল্পনায় দেরি এবং তহবিল বা ফান্ডিং সংক্রান্ত কিছু সমস্যার জেরে ওলা নিজেদের খরচ কমাতে চাইছে।

#নয়াদিল্লি: এ-বার কর্মী ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে জনপ্রিয় সংস্থা ওলা (OLA)-র উপর। আগেই এই কোম্পানি তাদের কুইক কমার্স বিজনেস ওলা ড্যাশ (Ola Dash) এবং সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা ওলা কারস (Ola Cars) বন্ধ করে দিয়েছে। আর এখন শোনা যাচ্ছে যে, তারা নিজেদের কর্মীদেরও ছাঁটাই (Lay off) করতে চলেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ওলা আগামী দিনে ৪০০ থেকে ৫০০ কর্মী ছাঁটাই করতে পারে। ওলা-র কার মোবিলিটি ব্যবসায় প্রায় ১০০০ থেকে ১১০০ কর্মী কাজ করেন। জানা গিয়েছে যে, ইলেকট্রিক সেগমেন্ট ব্যবসায় আরও জোর দেওয়ার জন্যই ওই সংস্থা নিজেদের অন্যান্য ব্যবসা বন্ধ করে দিতে চলেছে।
মানিকন্ট্রোল ডট কমের (Moneycontrol.com) রিপোর্ট অনুযায়ী, আইপিও (IPO) নিয়ে আসার পরিকল্পনায় দেরি এবং তহবিল বা ফান্ডিং সংক্রান্ত কিছু সমস্যার জেরে ওলা নিজেদের খরচ কমাতে চাইছে। এই কারণেই সবার প্রথমেই কোপ পড়ছে সংস্থার কর্মচারীদের উপর। রিপোর্ট বলছে, যে-সব কর্মীদের ছাঁটাই করা হবে, তাঁদের নামের একটি তালিকা তৈরি করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার ম্যানেজারদের। এছাড়াও সেই রিপোর্টে আরও জানানো হয়েছে যে, ওলা ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশের বাজারে বিনিয়োগ বন্ধ করে দিয়েছে।
advertisement
advertisement
ব্যয় কমানোর উপর জোর:
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ওলা আন্তর্জাতিক বাজারে খরচের বোঝা কমিয়েছে। এর ফলে ব্রিটেন এবং নিউজিল্যান্ডের মতো দেশে তাদের শেয়ার অনেকটাই কমে গিয়েছে। ওলা কার মোবিলিটির ব্যবসায় প্রায় ১০০০ থেকে ১১০০ কর্মী কাজ করেন। এই ব্যবসা থেকে ওলার প্রায় প্রতি মাসে ১০০ থেকে ১০৫ কোটি টাকা রাজস্ব নথিভুক্ত করে। এর মধ্যে প্রতি মাসে তাদের লাভ হয় প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা। এর ফলে ওলা ড্যাশের মতো ব্যয়বহুল ব্যবসা বন্ধ এবং কর্মী ছাঁটাই করার মাধ্যমে সংস্থার অপারেশনাল মার্জিন কমিয়ে নিজেদের লাভ আরও বাড়াতে চাইছে ওলা। এর পাশাপাশি ওলা যদি ঠিক মতো নিজেদের আইপিও নিয়ে আসতে পারে এবং অন্যান্য খরচ কমিয়ে ফেলতে পারে, ব্যবসায় তাদের লাভ আরও বেড়ে যাবে।
advertisement
মোবিলিটি ইন্ডাস্ট্রির উপর মনোনিবেশ:
ওলা যে তাদের বিভিন্ন কর্মীদের ছাঁটাই করতে চলেছে, সেই খবর প্রকাশ্যে এলেও ওলা সেই ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছে যে, তাদের প্রধান লক্ষ্য এখন মোবিলিটি ইন্ডাস্ট্রির উপরেই থাকবে। এমনকী অটো রিটেল ফিনান্সিয়াল সার্ভিসেস এবং বৈদ্যুতিক যানবাহনের উপরও জোর দেবে ওই সংস্থা। এ-ছাড়াও তাদের প্রধান গুরুত্ব থাকবে গাড়ির ব্যবসার উপরেই। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ওলার গাড়ির ব্যবসা থেকে প্রতি মাসে তাদের বেশ ভালোই আয় হচ্ছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সঙ্কটে কর্মসংস্থান! প্রায় অর্ধেক কর্মী ছাঁটাইয়ের তোড়জোড় শুরু করেছে এই সংস্থাটি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement