পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত বিষযে দীর্ঘ সময় পরে সামনে বড় আপডেট এসেছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
তারপরে বাছতে হবে e-KYC সেই ট্যাব ক্লিক করতে হবে ৷ এরপরে রেজিস্টার্ড মোবাইলে আসবে ওটিপি ৷ সেই জমা দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরের ওটিপি ভেরিফাই করলেই সম্পন্ন হবে ইকেওয়াইসি ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
গত ৩১ মে ২০২২ কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রের পক্ষ থেকে কিষাণ সম্মান নিধি যোজনার একাদশতম কিস্তির টাকা এসেছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
তারপরে কেওয়াইসির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৷ এরপরে সেটি সব থেকে বড় খবর সেটি হল প্রকাশ্যে এসেটে ১২তম কিস্তির টাকা কবে পাবেন ফের কৃষকেরা ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
কেন্দ্রের এই প্রকল্পে বছরে ৬,০০০ টাকা তিনটি কিস্তিতে পান কৃষকেরা ৷ প্রতিটি কিস্তি ২,০০০ টাকা করে ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
প্রথম কিস্তির ২,০০০ টাকা কৃষকেরা পান এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ৷ দ্বিতীয় কিস্তির টাকা পান কৃষকেরা অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে আর তৃতীয় কিস্তির টাকা পান ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ একাদশতম কিস্তির টাকা কৃষকেরা পেয়েছেন ৩১ মে ২০২২-এর মধ্যে ৷ এর আগে ১ জানুয়ারি ২০২২-এ গত বছরের শেষ কিস্তি জমা পড়েছে লভ্যার্থীদের অ্যাকাউন্টে ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
এবার কৃষকেরা ১২ তম কিস্তির জন্য অপেক্ষা করছেন ৷ এই কিস্তির টাকা অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকার ট্রান্সফার করবে এমনটাই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
কৃষি মন্ত্রক সূত্রে জানতে পারা গিয়েছে ১২তম কিস্তির টাকা কৃষকেরা ১ সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার হতে চলেছে ৷ অন্যদিকে কৃষকদের ই-কেওয়াসি করানোর দিন ৩১ জুলাই ২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
সূত্রের খবর ৩১ জুলাই ২০২২-এর পরে ইকেওয়াইসি বৃদ্ধির দিন আর বর্ধিত করা হবেনা ৷ যাঁরা ৩১ জুলাই ২০২২ এর মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করবেন তাঁরা ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
যদি ই-কেওয়াইসির পুরো প্রক্রিয়া সম্পন্ন করা না হলে খুব তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
ই-কেওয়াইসি সম্পন্ন করতে হলে সর্বপ্রথমে পিএম কিষাণ ওয়েবসাইটে যেতে হবে pmkisan.gov.in ৷ সেখানে গিয়ে চয়ম করতে হবে ফার্মার্স কর্মার ৷ প্রতীকী ছবি ৷