Car Selling Tips: ভবিষ্যতে এড়ানো যাবে সমস্যা, নতুন বছরে গাড়ি বিক্রি করার সময় এই বিষয়গুলোয় নজর দিন!

Last Updated:

পুরনো গাড়ি বিক্রি করার আগে কী কী বিষয়গুলি মাথায় রাখা উচিত যাতে ভবিষ্যতে কোনও রকম সমস্যার মুখোমুখি না হতে হয়?

#নয়াদিল্লি: প্রতিনিয়ত বাজারে গাড়ির নতুন নতুন মডেল আসতে থাকে, যার মধ্যে অত্যাধুনিক ফিচার্স দেওয়া হয়, যা গ্রাহকদের আকৃষ্ট করে। যারা গাড়ির শখ রাখেন তাদের অনেকেই পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি ক্রয় করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নতুন বাহনের প্রেমে পুরনো গাড়ি বিক্রি করার সময় তাড়াহুড়ো করে নিজের লোকসান করে বসেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয় পুরনো গাড়ি বিক্রি করার আগে কী কী বিষয়গুলি মাথায় রাখা উচিত যাতে ভবিষ্যতে কোনও রকম সমস্যার মুখোমুখি না হতে হয়।
গাড়ির আসল মূল্য নির্ধারণ
একটি পুরনো গাড়ি বিক্রি করার আগে অবশ্যই ওই গাড়ির বাজার দর জেনে নেওয়া উচিত। গাড়ি বিক্রি করার সময় দাম ক্রয়মূল্যের তুলনায় কম হবে তা স্বাভাবিক কিন্তু কতটা কম হবে তা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে মার্কেট রেট সহ একাধিক বিষয়ের ওপর নির্ভর করে। এই মূল্য জানা থাকলেও ন্যায্য দামে গাড়ি বিক্রি করা যাবে যার ফলে লোকসানের সম্ভাবনা অনেক যাবে।
advertisement
advertisement
গাড়ি মেরামত করানো
পুরনো গাড়ি বিক্রি করার আগে সমস্ত রকম ছোটখাটো সমস্যার মেরামত করিয়ে নেওয়া উচিত। যে কোনও গাড়ির মূল্য নির্ধারণ করার জন্য তার টেস্টিং করা হয়। টেস্টিং-এর ফলাফলের ওপর ভিত্তি করেই দাম ঠিক করা হয়। যদি গাড়িতে একাধিক সমস্যা দেখা যায় তবে তার প্রভাব দামের ওপর পড়তে পারে।
advertisement
গাড়ির নথিপত্রের সংশোধন
চার চাকা হোক কিংবা দুই চাকা, যদি গাড়ির আইনি কাগজপত্রে কোনরকম ত্রুটি থাকে তবে তা সংশোধন করে নেওয়া উচিত। এছাড়া, পুরনো গাড়ি বিক্রয়ের সময় সংশ্লিষ্ট জেলার আরটিও অফিস থেকে NOC সার্টিফিকেট প্রয়োজন হ। এই শংসাপত্রে উল্লেখ করা থাকবে গাড়ির বর্তমান মালিক সমস্ত রকম কর যথাসময়ে প্রদান করেছে। সঙ্গে Pollution সার্টিফিকেট সহ গাড়ির সার্ভিসিং হিস্ট্রির নথি নতুন মালিককে দিতে হবে।
advertisement
নথিপত্রের হস্তান্তর
কার বিক্রি করার সময় গাড়ির সমস্ত রকম নথিপত্র নতুন মালিককে হস্তান্তর করা বাধ্যতামূলক। গাড়ির আরসি থেকে শুরু করে বিমা পলিসি, সমস্ত কিছুই নতুন মালিকের নামে রেজিস্টার করতে হবে। যদি এই সমস্ত নথিগুলি থেকে বিক্রেতার নাম যদি পরিবর্তন না করা হয় তবে দু-পক্ষকেই ভবিষ্যতে সমস্যার মুখোমুখি পড়তে হবে। এছাড়া, নথি হস্তান্তর ছাড়া ক্রেতা নিজেকে গাড়ির আইনি মালিক দাবি করতে পারবে না।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Car Selling Tips: ভবিষ্যতে এড়ানো যাবে সমস্যা, নতুন বছরে গাড়ি বিক্রি করার সময় এই বিষয়গুলোয় নজর দিন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement