Car Selling Tips: ভবিষ্যতে এড়ানো যাবে সমস্যা, নতুন বছরে গাড়ি বিক্রি করার সময় এই বিষয়গুলোয় নজর দিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
পুরনো গাড়ি বিক্রি করার আগে কী কী বিষয়গুলি মাথায় রাখা উচিত যাতে ভবিষ্যতে কোনও রকম সমস্যার মুখোমুখি না হতে হয়?
#নয়াদিল্লি: প্রতিনিয়ত বাজারে গাড়ির নতুন নতুন মডেল আসতে থাকে, যার মধ্যে অত্যাধুনিক ফিচার্স দেওয়া হয়, যা গ্রাহকদের আকৃষ্ট করে। যারা গাড়ির শখ রাখেন তাদের অনেকেই পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি ক্রয় করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নতুন বাহনের প্রেমে পুরনো গাড়ি বিক্রি করার সময় তাড়াহুড়ো করে নিজের লোকসান করে বসেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয় পুরনো গাড়ি বিক্রি করার আগে কী কী বিষয়গুলি মাথায় রাখা উচিত যাতে ভবিষ্যতে কোনও রকম সমস্যার মুখোমুখি না হতে হয়।
গাড়ির আসল মূল্য নির্ধারণ
একটি পুরনো গাড়ি বিক্রি করার আগে অবশ্যই ওই গাড়ির বাজার দর জেনে নেওয়া উচিত। গাড়ি বিক্রি করার সময় দাম ক্রয়মূল্যের তুলনায় কম হবে তা স্বাভাবিক কিন্তু কতটা কম হবে তা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে মার্কেট রেট সহ একাধিক বিষয়ের ওপর নির্ভর করে। এই মূল্য জানা থাকলেও ন্যায্য দামে গাড়ি বিক্রি করা যাবে যার ফলে লোকসানের সম্ভাবনা অনেক যাবে।
advertisement
advertisement
গাড়ি মেরামত করানো
পুরনো গাড়ি বিক্রি করার আগে সমস্ত রকম ছোটখাটো সমস্যার মেরামত করিয়ে নেওয়া উচিত। যে কোনও গাড়ির মূল্য নির্ধারণ করার জন্য তার টেস্টিং করা হয়। টেস্টিং-এর ফলাফলের ওপর ভিত্তি করেই দাম ঠিক করা হয়। যদি গাড়িতে একাধিক সমস্যা দেখা যায় তবে তার প্রভাব দামের ওপর পড়তে পারে।
advertisement
গাড়ির নথিপত্রের সংশোধন
চার চাকা হোক কিংবা দুই চাকা, যদি গাড়ির আইনি কাগজপত্রে কোনরকম ত্রুটি থাকে তবে তা সংশোধন করে নেওয়া উচিত। এছাড়া, পুরনো গাড়ি বিক্রয়ের সময় সংশ্লিষ্ট জেলার আরটিও অফিস থেকে NOC সার্টিফিকেট প্রয়োজন হ। এই শংসাপত্রে উল্লেখ করা থাকবে গাড়ির বর্তমান মালিক সমস্ত রকম কর যথাসময়ে প্রদান করেছে। সঙ্গে Pollution সার্টিফিকেট সহ গাড়ির সার্ভিসিং হিস্ট্রির নথি নতুন মালিককে দিতে হবে।
advertisement
আরও পড়ুন: Driving License: অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য কী ভাবে আবেদন করবেন জানা নেই? জেনে নিন ধাপে ধাপে!
নথিপত্রের হস্তান্তর
কার বিক্রি করার সময় গাড়ির সমস্ত রকম নথিপত্র নতুন মালিককে হস্তান্তর করা বাধ্যতামূলক। গাড়ির আরসি থেকে শুরু করে বিমা পলিসি, সমস্ত কিছুই নতুন মালিকের নামে রেজিস্টার করতে হবে। যদি এই সমস্ত নথিগুলি থেকে বিক্রেতার নাম যদি পরিবর্তন না করা হয় তবে দু-পক্ষকেই ভবিষ্যতে সমস্যার মুখোমুখি পড়তে হবে। এছাড়া, নথি হস্তান্তর ছাড়া ক্রেতা নিজেকে গাড়ির আইনি মালিক দাবি করতে পারবে না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 9:13 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Car Selling Tips: ভবিষ্যতে এড়ানো যাবে সমস্যা, নতুন বছরে গাড়ি বিক্রি করার সময় এই বিষয়গুলোয় নজর দিন!