Multibagger Stocks: বিশেষজ্ঞদের পছন্দ এই স্টকগুলি! ১ মাসে পাওয়া যেতে পারে ভালো রিটার্ন, দেখে নিন এক ঝলকে!

Last Updated:

Multibagger Stocks: অভিজ্ঞ ব্যক্তিরা মোট ১১টি স্টকের উপর আস্থা প্রকাশ করেছেন, যা আগামী ৩-৪ সপ্তাহের মধ্যে বড় অর্থ উপার্জন করাতে পারে।

#নয়াদিল্লি: ক্রমাগত বিক্রির চাপের মুখে রয়েছে বাজার। মূল্যস্ফীতি ও মন্দার কারণে গত কয়েকদিন ধরে দেশীয় শেয়ারবাজারের সূচকগুলো লাল চিহ্নে বন্ধ হয়ে যাচ্ছে। সোমবার বাজারে কিছুটা লাভ হলেও তা কতদিন ধরে চলবে তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে। এমন পরিস্থিতিতে, বাজার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তিরা মোট ১১টি স্টকের উপর আস্থা প্রকাশ করেছেন, যা আগামী ৩-৪ সপ্তাহের মধ্যে বড় অর্থ উপার্জন করাতে পারে। নিচের স্টকগুলির মধ্যে, প্রথম তিনটি এইচডিএফসি সিকিউরিটিজের (HDFC securities) নন্দী শাহর পছন্দ, এর পরের তিনটি কোটাক সিকিউরিটিজের (Kotak Securities) শ্রীকান্ত চৌহানের, তার পরের দুটি 5paisa.com-এর রুচিত জৈনের এবং শেষ তিনটি রেলিগেয়ার (Religare) ব্রোকিং-এর অজিত মিশ্রর পছন্দ৷
Coromandel International-এ ১০০০ এর টার্গেট এবং ৮২০ এর স্টপ লোকসান নিয়ে এটি কেনার সুপারিশ করা হয়েছে। এতে ১৩ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
advertisement
Godrej Consumer-এ ৭৪৪ টাকার স্টপ লোকসান রেখে, ৮৭০ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ৯ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
advertisement
ONGC-তে ১৪০ টাকার স্টপ লোকসান রেখে, ১৬২ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ৯ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
Mahindra and Mahindra-তে ৮৩০ টাকার স্টপ লোকসান রেখে, ১০৩০ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ১৬ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
advertisement
Canara Bank-এ ১৬৫ টাকার স্টপ লোকসান রেখে, ২১০ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ১৪ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
Manappuram Finance-এ ৮২ টাকার স্টপ লোকসান রেখে, ১১৩ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ১৭ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
Delta Corp-এ ২০৫ টাকার স্টপ লোকসান রেখে, ২৫০ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ১৩ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
advertisement
Bharat Electronic-এ ২০৫ টাকার স্টপ লোকসান রেখে, ২৪০ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ১০ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
Simmons-এ ২১০০ টাকার স্টপ লোকসান রেখে, ২৫৫০ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ১১ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
advertisement
Tata Motors-এ ৩৫০ টাকার স্টপ লোকসান রেখে, ৪৭০ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ১৬ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
Tata Steel-এ ১০০০ টাকার স্টপ লোকসান রেখে, ১৩০০ টাকার টার্গেটে কেনা যেতে পারে। এতে ১৯ শতাংশের বৃদ্ধি আসতে পারে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stocks: বিশেষজ্ঞদের পছন্দ এই স্টকগুলি! ১ মাসে পাওয়া যেতে পারে ভালো রিটার্ন, দেখে নিন এক ঝলকে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement