জবরদখল উচ্ছেদে ভাঙা পড়েছিল চায়ের দোকান, পেট চালাতে তিনি এখন 'টিপ' পরান সবাইকে!

Last Updated:

হালিশহরের অশোক মজুমদার চায়ের দোকান হারিয়ে এখন বহুরূপী সেজে উপার্জন করেন। মহাদেব সেজে বিভিন্ন মেলা ও অনুষ্ঠানে গিয়ে মানুষের কপালে টিপ পরিয়ে সংসার চালান।

+
বহুরুপী

বহুরুপী সেজে নতুন রোজকারের পথ খুঁজেছেন বৃদ্ধ

হুগলি: একটা সময় চায়ের দোকান চালিয়ে পরিবারের পেট পালন করতেন হালিশহরের বাসিন্দা অশোক মজুমদার। তাঁর চায়ের দোকান ছিল হালিশহর শহরের রাস্তার উপর একটি ছোট্ট গুমটি। তবে বেআইনি জবরদখল উচ্ছেদের কাজে নামে প্রশাসন। তাতেই দোকান হারিয়েছেন বছর ৫৬ অশোক মজুমদার।
তাই পেট চালাতে বেছে নিয়েছেন নতুন পেশা। এখন তিনি বহুরূপী সেজে মানুষের কপালে টিপ পরিয়ে উপার্জন করেন। জীবন সংগ্রামের লড়াই যে ঠিক কতটা কঠিন, তা হয়তো কিছুটা বোঝা যায় বছর ৫৬ এই প্রৌঢ়কে দেখলে।
advertisement
advertisement
রোজগারের তাগিদেই তিনি মুখের রং মেখে মাথায় পট চুল লাগিয়ে কখনও সাজেন কালি, কখনও বা মহাদেব। এই যেমন মাহেশের রথযাত্রার দিনে তিনি মাহেশে উপস্থিত হয়েছিলেন মহাদেব সেজে। এখানে এসে বিভিন্ন ভক্তদের কপালে টিপ পরানোর কাজ করছিলেন। তাতে খুশি হয়ে ভক্তরা যা দেন, তাই দিয়েই চলে তাঁর সংসার। সংসারে বউ, ছেলে, মেয়ে সকলেই রয়েছে। যদিও ছেলেরা বড় হয়ে আলাদা হয়ে গেছে, তাদের সংসার আলাদা। আর এখন তিনি তাঁর স্ত্রী ও তাঁর দুই পোষ্যকে নিয়ে চলে সংসার। সংসার চালানোর জন্য তিনি বিভিন্ন মেলা, অনুষ্ঠান বাড়ির এই সমস্ত জায়গায় হাতে-মুখে রং লাগিয়ে সং সেজেই উপার্জন করেন।
advertisement
আগে যখন চায়ের দোকান ছিল তাঁর, সেই চায়ের দোকান থেকেই তাঁর উপার্জন চলতো। এখন উপার্জন করতে গেলে হাঁটতে হয় তাঁকে মাইল এরপর মাইল। শুক্রবার রথযাত্রায় মাহেশ জগন্নাথ মন্দিরে মহাদেব সেজে তিনি যখন উপস্থিত হন, তাঁকে দেখে বেশ কিছু উৎসুক মানুষ এগিয়ে আসেন তাঁর কাছে টিপ পরতে। দশ টাকা, পাঁচ টাকা যে যেমন দেন, তাই দিয়েই হয় তাঁর উপার্জন। যদি কোনোদিনও কপাল ভালো থাকে, ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত তিনি উপার্জন করে নেন। আর কোনো কোনো দিন আবার তেমন কিছুই হয় না। জীবনে অনেক কষ্ট আছে। পরিবারের একমাত্র রোজগেরে তিনি। পেট চালাতে গিয়ে হিমশিম খেতে হয় তাঁকে। তবুও সদা হাসিমুখে মানুষের ভিড়ের মধ্যে মিশে মানুষকে আনন্দ দিয়ে নিজের দুঃখ ঢাকেন হালিশহরের অশোক মজুমদার।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জবরদখল উচ্ছেদে ভাঙা পড়েছিল চায়ের দোকান, পেট চালাতে তিনি এখন 'টিপ' পরান সবাইকে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement