BARC Ratings for News Channels: দেশের নিউজ চ্যানেলগুলির TRP রেটিং ফিরতে চলেছে, BARC-কে রিপোর্ট প্রকাশের নির্দেশ কেন্দ্রের

Last Updated:

MIB asks BARC to resume TV Ratings for News Channels: বুধবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক-এবার থেকে দেশের খবরের চ্যানেলের টিআরপি রিপোর্ট দেবে।

Representative Image
Representative Image
নয়াদিল্লি: ভুয়ো টিআরপি কেলেঙ্কারির জেরে অনেকদিনই বন্ধ নিউজ চ্যানেলের টিআরপি রেটিং ৷ অর্থাৎ কোন নিউজ চ্যানেল র‍্যাঙ্ক তালিকায় কত নম্বরে রয়েছে, বার্ক (BARC, Broadcast Audience Research Council)-এর সেই রেটিং পয়েন্ট দেওয়া বন্ধ করে দিয়েছিল বেশ অনেকদিনই হল ৷ সেই রেটিং পয়েন্ট আবার ফিরতে চলেছে (MIB asks BARC to resume TV Ratings for News Channels) ৷
আজ, বুধবার কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক-এবার থেকে দেশের খবরের চ্যানেলগুলির টিআরপি (News Channel TRP) রিপোর্ট দেবে। খবরের চ্যানেলগুলির গত তিন মাসের টিআরপি রিপোর্টও বার্ক প্রকাশ করবে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
দেশজুড়ে বিতর্কের পর গত বছর অক্টোবরে তথ্য-সম্প্রচারমন্ত্রক ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা BARC-এর খবরের চ্যানেলে টিআরপি রিপোর্ট প্রকাশ বন্ধ করে দেয়।
advertisement
এর ফলে এতদিন বিনোদন, সিনেমা, খেলা এবং শিশুদের চ্যানেলের রেটিং পয়েন্ট জানা গেলেও ভারতের কোন খবরের চ্যানেলের রেটিং পয়েন্ট কেমন ? সাপ্তাহিক রেটিং কী ? কোন নিউজ চ্যানেল রেটিংয়ের বিচারে র‍্যাঙ্ক তালিকায় কত নম্বরে রয়েছে, তা জানা যেত না ৷ অবশেষে পুনরায় দেশের নিউজ চ্যানেলগুলির রেটিং পয়েন্ট প্রকাশ করতে বার্ককে নির্দেশ দিল কেন্দ্র ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
BARC Ratings for News Channels: দেশের নিউজ চ্যানেলগুলির TRP রেটিং ফিরতে চলেছে, BARC-কে রিপোর্ট প্রকাশের নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement