ভিসা ফ্রি যাত্রা অর্থাৎ আগের থেকে ভিসা করানোর প্রয়োজন নেই ৷ এর আগে ৫৮টি দেশে এই সুবিধা পেতেন ভারতীয়রা ৷ নতুন করে আরও ১টি দেশ জুড়েছে এই তালিকায় ৷ সেই দেশ হল ওমান ৷ এই তালিকায় আর্মেনিয়ার নাম উঠলেও আর্মেনিয়ার পক্ষ থেকে পরে জানানো হয় ভারতীয়দের সে দেশে ঢুকতে হলে ই-ভিসা বা ফিজিক্যাল ভিসা আগের থেকে নিতেই হবে ৷ Representational Image
যে ৬০টি দেশে ভারতীয়রা এই ভিসা ফ্রি এবং ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাবেন, সেগুলি হল- আলবেনিয়া, বার্বেডোজ, ভুটান, বলিভিয়া, বটসওয়ানা, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরেস আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, ডমিনিকা, এল সালভাদর, ইথিওপিয়া, ফিজি, গ্যাবন, গ্রেনেডা, গিনি-বিসাউ, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডন, লাওস, ম্যাকাও, ম্যাডাগ্যাস্কার, মলদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মরিটানিয়া, মরিশিয়াস, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, মায়ানমার, নেপাল, নিউ, ওমান, পালাউ আইল্যান্ডস, কাতার, রুয়ান্ডা, সামোয়া, সেনেগাল, সার্বিয়া, সেশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডাইনস, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টিমোর-লেস্টে, টোগো, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, তিউনিশিয়া, টুভালু, ইউগান্ডা, ভানুয়াটু, ব্রিটিস ভার্জিন আইল্যান্ডস, জিম্বাবোয়ে Representational Image