নয়াদিল্লি: এবার করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari Covid Positive) ৷ নিজেই ট্যুইট করে জানিয়েছেন এই খবর ৷ করোনার মৃদু উপসর্গ তাঁর রয়েছে ৷ আপাতত হোম আইসোলেশনে রয়েছেন গড়করি (Nitin Gadkari Tested Positive for Covid-19) ৷
আরও পড়ুন-শিকারকে তরলে পরিণত করে ফেলতে পারে এই বিষাক্ত প্রাণী, যত জানবেন শিহরণ জাগবে!
ট্যুইট করে বুধবার গড়করি জানান, ‘‘ আমি করোনা পজিটিভ ৷ করোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ হোম আইসোলেশনে রয়েছি ৷ অনুরোধ করব সেই সকলকে যারা আমার সংস্পর্শে গত কয়েকদিনে এসেছিলেন, তাঁরা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন ৷’’
I have tested positive for Covid 19 today with mild symptoms. Following all the necessary protocols, I have isolated myself and I am under home quarantine. I request all those who have come in contact with me to isolate themselves and get tested.
— Nitin Gadkari (@nitin_gadkari) January 11, 2022
গতকালই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। ট্যুইটারে নিজেই সেই খবর দেন কেন্দ্রীয়মন্ত্রী।
আরও পড়ুন-পাসপোর্ট আরও শক্তিশালী, এই ৬০টি দেশে যেতে আগের থেকে ভিসার প্রয়োজন নেই ভারতীয়দের
এদিকে দেশে ক্রমবর্ধমান করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার। গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৮৬৮। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সোমবার থেকেই দেশে চালু হয়েছে বুস্টার ডোজ প্রদান। করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হয়েছে। ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিক, যাঁদের কোমর্বিডিটি রয়েছেন, তারাও দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস বাদে প্রিকশন ডোজ পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Nitin Gadkari