Car Loan: স্বপ্ন এবার পূরণ হবে! সব থেকে সেরা গাড়ির ঋণের হদিশ এবার হাতের মুঠোয়

Last Updated:

Latest News Over loan|Car Loan|Bank Loans|Business: বাছাই করা উপযুক্ত কার লোন শুধুমাত্র আপনার জন্যই

প্রতীকী ছবি ।
প্রতীকী ছবি ।
#কলকাতা: দেশের সব থেকে সেরা কয়েকটি গাড়ি ঋণ (Car Loan)-এর হদিশ
একটা সময় ছিল যখন লোনের উপর গাড়ি কেনা দায় মনে হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে সেই ধারণায়। ব্যাঙ্ক থেকে লোন নিয়ে গাড়ি কেনা এখন হাতের মুঠোয়। মাত্র ৭.৩০% বার্ষিক সুদের হারে ৮ বছর মেয়াদ-সহ কার লোন (Car Loan) পেতে পারেন গ্রাহক। যা গাড়ির দামের ৯০% থেকে ১০০% পর্যন্ত কভার করবে। প্রত্যেক ব্যাঙ্কেই গাড়ির লোনের জন্য একাধিক প্যাকেজ থাকে, যেখান থেকে নিজের জন্য উপযুক্ত স্কিমটি বেছে নেওয়া যায়। সঙ্গে লোন নেওয়ার সময় এককালীন প্রসেসিং ফি-ও দিতে হয়।
advertisement
advertisement
কেন কার লোন ব্যক্তিগত লোনের চেয়ে ভালো?
গাড়ি কেনার জন্য নেওয়া লোনে সুদের হার (Interest Rate) অন্যান্য লোনের তুলনায় কম হয়।
খুব সহজেই নির্ঝঞ্ঝাটে কার লোন পাওয়া যায়।
কার লোনের জন্য নিয়মিত মাসিক আয়ের দরকার হয় না, মাঝারি ক্রেডিট স্কোর আছে, এমন গ্রাহকরাও গাড়ির জন্য লোন পেতে পারেন।
advertisement
নিরাপত্তার জন্য জমি বা বাড়ির কাগজ দিতে হয় না, কেনা গাড়িটি ব্যাঙ্কের কাছে নিরাপত্তার অ্যাসেট হিসেবে কাজ করে।
একটি কার লোন নেওয়ার সময় কী কী বিষয় লক্ষণীয়--
সুদের হার
৭.০০% থেকে শুরু
প্রসেসিং ফি
ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয়
advertisement
লোনের মেয়াদ
১ বছর থেকে ৮ বছর
প্রি-ক্লোজার চার্জ
ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয়
গ্যারান্টার
ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হয়
নীচে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলির কার লোনে সুদের হারের একটি তুলনামূলক তালিকা দেওয়া হল: ব্যাঙ্ককার লোনে সুদের হার, প্রসেসিং ফি
ব্যাঙ্ক অফ বরোদা কার লোন 
বার্ষিক ৭.০০% থেকে শুরু
১৫০০ টাকা (সঙ্গে GST)
advertisement
কানাড়া ব্যাঙ্ক কার লোন
বার্ষিক ৭.৩০% থেকে শুরু
লোনের পরিমাণের ০.২৫%, সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫,০০০ টাকা
অ্যাক্সিস ব্যাঙ্ক কার লোন
বার্ষিক ৭.৪৫% থেকে শুরু
সর্বনিম্ন ৩,৫০০ টাকা এবং সর্বোচ্চ ৭,০০০ টাকা
ফেডেরাল ব্যাঙ্ক কার লোন
বার্ষিক ৮.৫০% থেকে শুরু
ব্যাঙ্কে যোগাযোগ করুন
SBI কার লোন 
বার্ষিক ৭.২০% থেকে শুরু
advertisement
নতুন লোনে ফি মকুব (অফারটি ৩১ জানুয়ারী, ২০২২ পর্যন্ত বৈধ)
ICICI ব্যাঙ্ক কার লোন
বার্ষিক ৭.৯০% থেকে শুরু
লোনের পরিমাণের ০.৫০%
নীচে সেরা কয়েকটি কার লোন প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল:
প্যাকেজ
ব্যাঙ্ক
প্যাকেজের বৈশিষ্ট্য
বিলাসবহুল গাড়ির জন্য লোন
HDFC ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার ৭.৯৫%
লোনের মেয়াদ ৮৪ মাস পর্যন্ত হতে পারে
advertisement
সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত লোন নেওয়া যেতে পারে
গ্রাহকের বেছে নেওয়া গাড়ির মডেলের অন-রোড মূল্যের ১০০% পর্যন্ত লোন পাওয়া যেতে পারে
১০০% অন-রোড ফাইন্যান্সিং
ICICI ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার ৭.৯০% থেকে শুরু
লোনের মেয়াদ ৮৪ মাস পর্যন্ত হতে পারে
গ্রাহকের অর্থনৈতিক অবস্থা, গাড়ির মডেল, আয়ের প্রমাণ-পত্র ইত্যাদির ওপর লোনের পরিমাণ নির্ভর করে
যোগ্য এবং ব্যাঙ্ক অনুমোদিত গ্রাহকরা অফারটি পেতে পারেন
নিয়মিত আয়ের প্রমাণ ছাড়া কৃষক এবং ব্যবসায়ীদের জন্য লোন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বার্ষিক সুদের হার ৭.২০% থেকে শুরু
লোনের মেয়াদ ৮৪ মাস পর্যন্ত হতে পারে
গাড়ির মূল্যের ৯০% টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে
গ্রাহকের প্রয়োজনীয়তা বিচার করে এই লোন দেওয়া হয়
শুধুমাত্র পেশার কাজে যুক্ত ব্যক্তি এবং কৃষকদের এই লোন দেওয়া হয়
ছোট লোন
অ্যাক্সিস ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার ৭.৪৫% থেকে শুরু
লোনের মেয়াদ ৯৬ মাস পর্যন্ত হতে পারে
গাড়ির অন-রোড মূল্যের ১০০% পর্যন্ত লোন হিসেবে পাওয়া যেতে পারে
১ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে
বিনামূল্যে দুর্ঘটনা বিমা
ফেডেরাল ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার ৮.৫০% থেকে শুরু
লোনের মেয়াদ ৮৪ মাস পর্যন্ত হতে পারে
কোনও ট্যাক্সের প্রমাণপত্র ব্যাঙ্কে জমা দিতে হবে না
এক্স-শোরুমের মূল্যের ১০০% পর্যন্ত লোন পাওয়া যেতে পারে
পুরনো এবং নতুন গাড়িতে কম সুদের হারে লোন
কানাড়া ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার ৭.৩০% থেকে শুরু
লোনের মেয়াদ ৮৪ মাস পর্যন্ত হতে পারে
গ্রাহকের বেছে নেওয়া গাড়ির মডেলের অন-রোড মূল্যের ৯০% পর্যন্ত লোন পাওয়া যেতে পারে
মহিলাদের জন্য কম সুদের হারে লোন দেওয়া হয়
সঠিক লোন কী ভাবে চয়ন করতে হবে?
বিভিন্ন ব্যাঙ্কের লোন এবং সুদের হার তুলনা করতে হবে।
এমন লোনের প্যাকেজ বেছে নিতে হবে, যার সুদের হার কম হবে এবং গ্রাহকের প্রত্যাশিত অর্থও পাওয়া যাবে।
লোনের জন্য আবেদন করার আগে পছন্দের গাড়ি বেছে ঠিক করতে হবে যে, কত টাকা লোন দরকার।
শুরুতেই দেখেই নিতে হবে যে, কোনও লোনে অতিরিক্ত চার্জ বা গুপ্ত ফি রয়েছে কিনা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Car Loan: স্বপ্ন এবার পূরণ হবে! সব থেকে সেরা গাড়ির ঋণের হদিশ এবার হাতের মুঠোয়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement