Tax Saving fixed deposits|| প্রবীণ নাগরিকদের ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট ৭.২৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে! দেখে নিন সেই তালিকা

Last Updated:

Tax Saving fixed deposits|| এফডি-তে টাকা জমা রাখার জন্য প্রবীণ নাগরিকদের উচ্চ হারে সুদ দেওয়া হয়। ট্যাক্স-সেভিং এফডি উচ্চ সুদের হার অফার করার পাশাপাশি প্রবীণ নাগরিকদের ট্যাক্স বাঁচাতেও সাহায্য করে।

প্রবীণ নাগরিকেরা সাধারণত নিরাপদ জায়গায় নিজের পুঁজি জমা রাখতেই বেশি পছন্দ করেন। সাধারণত লাভজনক সুদের হার দেয়, এমন ঝুঁকিমুক্ত আর্থিক বিকল্পগুলিতেই টাকা জমা করে থাকেন প্রবীণ নাগরিকরা। তাঁদের পছন্দের বিকল্পগুলির মধ্যে একটি হল ফিক্সড ডিপোজিট (FDs), কারণ ফিক্সড ডিপোজিট কোনও আর্থিক ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন দেয়। প্রবীণ নাগরিকদের বিভিন্ন উদ্বেগগুলির মধ্যে একটি হল- কর পরিকল্পনা (Tax Planning)৷ কর পরিকল্পনা সঠিক ভাবে না-করা হলে যে কোনও বিনিয়োগের ক্ষেত্রেই রিটার্ন কমে যেতে পারে। ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট (Tax-saving FDs) হল একটি আর্থিক বিকল্প, যা আয়কর আইনের ধারা ৮০সি-এর অধীনে ট্যাক্স বাঁচানোর জন্য বিনিয়োগ করার অনুমতি দেয়। ট্যাক্স সেভিং স্কিমে টাকা জমা রাখার ন্যূনতম মেয়াদ হল পাঁচ বছর।
এফডি-তে টাকা জমা রাখার জন্য প্রবীণ নাগরিকদের উচ্চ হারে সুদ দেওয়া হয়। ট্যাক্স-সেভিং এফডি উচ্চ সুদের হার অফার করার পাশাপাশি প্রবীণ নাগরিকদের ট্যাক্স বাঁচাতেও সাহায্য করে। আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী ট্যাক্স-সেভিং এফডি-তে টাকা জমা রাখার জন্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় দেওয়া হয়। ট্যাক্স-সেভিং এফডি-তে ৫ থেকে ১০ বছরের মেয়াদ হয়, তাই এই স্কিমে সময়ের আগে টাকা তুলে নেওয়ার ছাড়পত্র দেওয়া হয় না।
advertisement
advertisement
আরও পড়ুন: বউয়ের পোশাক উড়ে গিয়েছিল, যদি বউ উড়ে যেত সমুদ্রে! আতঙ্কে অনীক ধর
একজন ব্যক্তির যে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার পরামর্শ দেওয়া হয়। তবে অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান, যেখানে লাভজনক সুদের হার দেওয়া হচ্ছে, সেই প্রতিষ্ঠানেও ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। ট্যাক্স-সেভিং এফডি-র মেয়াদপূর্তির পর টাকা সেভিংস অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যায়। ট্যাক্স সেভিং অ্যাকাউন্ট খোলার আগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সুদের হার তুলনা করে নেওয়া উচিত।
advertisement
ব্যাঙ্কের নাম – ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
বার্ষিক সুদের হার – ৫.৪০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ১,৯৬,১৪০ টাকা
ব্যাঙ্কের নাম – ব্যাঙ্ক অফ বরোদা
বার্ষিক সুদের হার – ৫.৭৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ১,৯৯,৫৫৫ টাকা
ব্যাঙ্কের নাম – ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বার্ষিক সুদের হার – ৫.৭০%
advertisement
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ১,৯৯,০৬৩ টাকা
ব্যাঙ্কের নাম – কানাড়া ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.২৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৪,৫৩১ টাকা
ব্যাঙ্কের নাম – সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বার্ষিক সুদের হার – ৬.০০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০২,০২৮ টাকা
advertisement
ব্যাঙ্কের নাম – ইন্ডিয়ান ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.৭৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ১,৯৯,৫৫৫ টাকা
ব্যাঙ্কের নাম – ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.৯৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০১,৫৩১ টাকা
ব্যাঙ্কের নাম – পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.৭৫%
advertisement
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ১,৯৯,৫৫৫ টাকা
ব্যাঙ্কের নাম – পঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.৯০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০১,০৩৫ টাকা
ব্যাঙ্কের নাম – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
বার্ষিক সুদের হার – ৬.৩০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৫,০৩৫টাকা
advertisement
ব্যাঙ্কের নাম – ইউকো ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.৮০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০০,০৪৭ টাকা
ব্যাঙ্কের নাম – ইউনিয়ন ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.৯০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০১,০৩৫ টাকা
ব্যাঙ্কের নাম – অ্যাক্সিস ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.৫০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৭,০৬৩ টাকা
ব্যাঙ্কের নাম – বন্ধন ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.৩৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৫,৫৪০ টাকা
ব্যাঙ্কের নাম – ক্যাথলিক সিরিয়ান
বার্ষিক সুদের হার – ৫.৭৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ১,৯৯,৫৫৫ টাকা
ব্যাঙ্কের নাম – সিটি ইউনিয়ন ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.২৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ১,৯৪,৬৯৪ টাকা
ব্যাঙ্কের নাম – ডিসিবি ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৭.১০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,১৩,২৬২ টাকা
ব্যাঙ্কের নাম – ধনলক্ষ্মী ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.৪০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ১,৯৬,১৪০ টাকা
ব্যাঙ্কের নাম – ফেডারেল ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.৪০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৬,০৪৭ টাকা
ব্যাঙ্কের নাম – HDFC ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.১০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৩,০২৬ টাকা
ব্যাঙ্কের নাম – ICICI ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.১০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৩,০২৬ টাকা
ব্যাঙ্কের নাম – IDBI ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.৩৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৫,৫৪০ টাকা
ব্যাঙ্কের নাম – IDFC ফার্স্ট ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.৭৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৯,৬২৫ টাকা
ব্যাঙ্কের নাম – IndusInd ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৭.০০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,১২,২১৭ টাকা
ব্যাঙ্কের নাম – J&K ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.০০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০২,০২৮ টাকা
ব্যাঙ্কের নাম – কর্ণাটক ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.৮০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০০,০৪৭ টাকা
ব্যাঙ্কের নাম – কোটাক ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.২৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৪,৫৩১ টাকা
ব্যাঙ্কের নাম – কারুর বৈশ্য ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৫.৯০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০১,০৩৫ টাকা
ব্যাঙ্কের নাম – RBL ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.৮০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,১০,১৪১ টাকা
ব্যাঙ্কের নাম – সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.৩০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৫,০৩৫ টাকা
ব্যাঙ্কের নাম – Yes ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৭.০০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,১২,২১৭ টাকা
ব্যাঙ্কের নাম – AU স্মল ফিনান্স ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৭.২৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,১৪,৮৩৯ টাকা
ব্যাঙ্কের নাম – Equitas স্মল ফাইনান্স ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৬.৫০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,০৭,০৬৩ টাকা
ব্যাঙ্কের নাম – Suryoday স্মল ফাইনান্স ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৭.২৫%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,১৪,৮৩৯ টাকা
ব্যাঙ্কের নাম – Ujjivan স্মল ফাইনান্স ব্যাঙ্ক
বার্ষিক সুদের হার – ৭.১০%
৫ বছর পর ১.৫ লক্ষ টাকা বেড়ে কত টাকা হবে – ২,১৩,২৬২ টাকা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tax Saving fixed deposits|| প্রবীণ নাগরিকদের ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট ৭.২৫ শতাংশ পর্যন্ত হারে সুদ দিচ্ছে! দেখে নিন সেই তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement