মুম্বই: ঘরে ফিরল মহারাজা ৷ দীর্ঘ ৭০ বছরের অপেক্ষা শেষে আবার টাটাদের হাতেই ফিরে এল এয়ার ইন্ডিয়া (Air India) ৷ বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টাটাদের হাতে এল এয়ার ইন্ডিয়া ৷ এদিন সকালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। তার কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে টাটাদের হাতে চলে এল এয়ার ইন্ডিয়া (Tata Group Officially Takes Over Air India) ৷
#FlyAI : Air India Limited, Air India Express & AISATS (AI stake) have become part of the Tata Group today.
Senior Officials of @TataCompanies , @SecyDIPAM and @MoCA_GoI met at Airlines House New Delhi. pic.twitter.com/HA4aEkVwWX — Air India (@airindiain) January 27, 2022
১৯৩২ সালে জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটার হাত ধরেই এয়ার ইন্ডিয়ার বিমান আকাশে ডানা মেলেছিল ৷ সেই সময় সংস্থার নাম ছিল টাটা এয়ারলাইন্স ৷ ১৯৪৬ সালে সংস্থার নাম পাল্টে হয় এয়ার ইন্ডিয়া ৷ তবে ভারত স্বাধীন হওয়ার পর এয়ার ইন্ডিয়া নিয়ে অনেক সমীকরণ বদলেছে ৷ ধীরে ধীরে এই বিমানসংস্থা সরকারের হাতেই চলে আসে ৷ কিন্তু তা টিকল না ৷ দীর্ঘ ৭০ বছরের অপেক্ষার পর আবার সেই টাটা গোষ্ঠীর হাতেই ফিরে এল ‘মহারাজা’ ৷
#FlyAI: A brand new chapter unfolds for Air India as part of the Tata Group.
Two iconic names come together to embark on a voyage of excellence. Looking forward to soaring high propelled by our rich legacy & a shared mission to serve our Nation. Welcome Aboard. @TataCompanies pic.twitter.com/iCVh5ewI7q — Air India (@airindiain) January 27, 2022
Shri N Chandrasekaran, the Chairman of Tata Sons called on PM @narendramodi. @TataCompanies pic.twitter.com/7yP8is5ehw
— PMO India (@PMOIndia) January 27, 2022
গত বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়াকে ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে টাটা গোষ্ঠীর সাবসিডিয়ারি সংস্থা টালাস প্রাইভেট লিমিটেডকে বিক্রি করে কেন্দ্রীয় সরকার।
'Very happy to have Air India back in the Tata Group', says Chairman of Tata Sons N Chandrasekaran.
Government hands over control of #AirIndia to #TataGroup nearly 7 decades after it was nationalised.#Tata #TataSons @awnusharma @airindiain @TataCompanies @ShereenBhan pic.twitter.com/hYWTvqT5n9 — CNBC-TV18 (@CNBCTV18News) January 27, 2022
চুক্তি অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার ইন্ডিয়া স্যাটস-এর ৫০ শতাংশ শেয়ারও টাটা গোষ্ঠীর কাছে হস্তান্তর হয়। অবশেষে বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি লেনদেনের সব কাজ সম্পূর্ণ ৷ সরকারের কাছ থেকে ফের নিজেদের হাতে এয়ার ইন্ডিয়াকে তুলে নিল টাটা গোষ্ঠী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।