সুকন্যা সমৃদ্ধি যোজনা না এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স ফান্ড! কোথায় বিনিয়োগ করলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না ?

Last Updated:

ভবিষ্যতে সন্তানদের শিক্ষার খরচ যে আরও বাড়বে, সে কথা এখনই বলে দেওয়া যায়। তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে।

#কলকাতা: মূল্যস্ফীতি ক্রমবর্ধমান। ফলে সব কিছুর দামই বাড়ছে। সে নিত্যপ্রয়োজনীয় জিনিসই হোক কিংবা স্বাস্থ্য অথবা শিক্ষা খাতের খরচই হোক। ভবিষ্যতে সন্তানদের শিক্ষার খরচ যে আরও বাড়বে, সে কথা এখনই বলে দেওয়া যায়। তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। না-হলে আর্থিক চ্যালেঞ্জই সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই বিনিয়োগ শুরু করা জরুরি।
মূল্যস্ফীতি যে হারে বাড়ছে, তার সঙ্গে তুলনা করার মতো একটি সঞ্চয় প্রকল্প খুঁজে পাওয়াও সহজ নয়। কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং এসবিআই-এর ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড রয়েছে শুধুমাত্র শিশুদের জন্য। এই দুটো স্কিমেই আরও ভাল রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি সন্তানের উচ্চশিক্ষা-সহ অন্যান্য ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটি ভাল তহবিলও প্রস্তুত করা যায়। এখন দেখে নেওয়া যাক, এই দুটি স্কিমের মধ্যে কোনটায় বিনিয়োগ করলে লাভ বেশি।
advertisement
advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনা:
২০১৯ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক চালু করেছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প। এই স্কিম শুধুমাত্র মেয়েদের জন্যই। যে কোনও সরকারি ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে এই স্কিমে বিনিয়োগ করা যায়। এখানে ৭.৬ শতাংশ হারে বার্ষিক সুদ মেলে। এই স্কিমে এক আর্থিক বছরে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। তবে যদি একই অর্থবর্ষে ন্যূনতম ২৫০ টাকা বিনিয়োগ না-করা হয়, তা-হলে ৫০ টাকা জরিমানা দিতে হবে। এই স্কিমে বিনিয়োগের উপর কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। এ-ছাড়া সুদের উপরেও কোনও কর দিতে হয় না।
advertisement
এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড:
এই স্কিমটি চালু হয়েছিল ২০০২ সালে। এই স্কিমে গ্রাহকের সামনে দুটি বিকল্প রয়েছে। একটি সঞ্চয় স্কিম, আর দ্বিতীয়টি বিনিয়োগ স্কিম। এতে সন্তানের ভবিষ্যতের জন্য দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করা যায়। এটি মূলত একটি হাইব্রিড ফান্ড, যার টাকা-পয়সা ইক্যুইটি এবং ডেট ফান্ডে বিনিয়োগ করা হয়। এই স্কিমে প্রাথমিক ভাবে ১০ শতাংশেরও বেশি রিটার্ন মিলেছে। গত তিন বছরে ফান্ড ১২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
advertisement
কোথায় বিনিয়োগ করা ভাল:
পুত্র সন্তান হলে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা বিশেষ পাওয়া যাবে না। এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড সেই চাহিদাও পূরণ করে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে তহবিল সংগ্রহের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার তুলনায় এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স বেনিফিট ফান্ড অনেক ভাল। তবে গ্রাহককে প্রয়োজন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুকন্যা সমৃদ্ধি যোজনা না এসবিআই ম্যাগনাম চিলড্রেন্স ফান্ড! কোথায় বিনিয়োগ করলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement