Success Story: ফুচকা বেলে বদলে দিলেন নিজের জীবন, গৃহবধূ থেকে স্বনির্ভর উদ্যোক্তা সঞ্চিতা

Last Updated:

Success Story: এক মহিলার সংগ্রাম,একটি গ্রামের এক কোণে, একটা সাধারণ পাকা বাড়ির সামনে প্রতিদিন বিকেলে যে ভিড় জমে তার পেছনে রয়েছে এক গৃহবধূর লড়াই, আত্মসম্মান আর স্বপ্নের গল্প।

+
 সাফল্য

 সাফল্য কেমন গড়ে ওঠে দেখালেন সঞ্চিতা

শাহপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: এক মহিলার সংগ্রাম, একটি গ্রামের এক কোণে, একটা সাধারণ পাকা বাড়ির সামনে প্রতিদিন বিকেলে যে ভিড় জমে তার পেছনে রয়েছে এক গৃহবধূর লড়াই, আত্মসম্মান আর স্বপ্নের গল্প। গ্রামের নাম দাসপুর দুই ব্লকের চাঁইপাটের কাছে ছোট্ট নৈহাটি গ্রাম। সেই গ্রামের তেঁতুলতলা বাজারের ওপাশে একটি আধুনিক পাকা বাড়ি। মেঝেতে চকচকে মার্বেল, সিঁড়িতে অ্যারিস্টোক্রেসির ছোঁয়া কিন্তু ঠিক সেই মার্বেলের ওপরেই আজ তৈরি হচ্ছে এক নারীর আত্মনির্ভরতার কাহিনি। বাড়ির ভিতরে শাড়ি পরা এক মহিলা আলতো হাতে ফুচকা বেলছেন, পাশে তাঁর ছোট্ট সন্তান মন দিয়ে পড়াশোনা করছেন। তিনিই আজকের গল্পের কেন্দ্রবিন্দু। তাঁর জীবনের পথচলা, তাঁর সংগ্রামই আগে জানা উচিত।
বছর আটেক আগে বিয়ে। স্বামী ভিনরাজ্যে কাজ করেন কম্পিউটারে এমব্রয়ডারি। আয় ভাল,সংসার চলে। তবু একা বাড়িতে বসে সময় নষ্ট করতে চাননি এই মহিলা। মাথায় আসে নিজের কিছু করার ইচ্ছে। নিজের পরিচয় গড়ার কথা।এবং সেখান থেকেই শুরু হয় তাঁর পথচলা।সাইকেলে বাজারে গিয়ে আলুর বস্তা টেনে আনা,সকাল থেকে সংসারের কাজ সেরে আটা সুজি মাখা,তারপর দলা পাকিয়ে ফুচকা বেলা।সন্ধে নামতেই তেঁতুলতলা বাজারের এক বাঁক মোড়ে তাঁর ফুচকার দোকান।দিনে ৫০০–৭০০ ফুচকা বিক্রি হয়।আজ আবার পাশের গ্রামের এক জন্মদিনের অনুষ্ঠানে ২ হাজার ফুচকার অর্ডার।
advertisement
advertisement
রান্না বান্না সেরে এখন তিনি ব্যস্ত সেই প্রস্তুতিতে।এখন নিশ্চয়ই নাম জানতে ইচ্ছে করছে আপনার?হ্যাঁ এই অনমনীয় মহিলার নাম সঞ্চিতা।মাধ্যমিক পাশ, কিন্তু সাহস আর পরিশ্রমে তিনি আজ অনেকের থেকেও বড়। পরিষ্কার পরিচ্ছন্নতায় সুনাম পেয়েছেন সঞ্চিতা। ধীরে ধীরে তার ফুচকার দোকান গ্রামের পরিচয়ের অংশ হয়ে উঠেছে।আজ সঞ্চিতা শুধু গৃহবধূ নন তিনি একজন স্বনির্ভর উদ্যোক্তা।নিজের খরচ নিজে সামলান, সন্তানের প্রয়োজন মেটান, স্বামীর ভিনরাজ্যে থাকা সংসারের বোঝাও অনেকটাই হালকা করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা তিনি প্রমাণ করেছেন “কোনো কাজ ছোটো নয়।”
advertisement
আর সঞ্চিতার বার্তা, “মোবাইল–টিভিতে ফালতু সময় নষ্ট করবেন না। নিজে কিছু করুন। পরিবারকে, নিজেকে একটু হলেও স্বনির্ভর করুন।”এক মহিলার সংগ্রাম।আজ তাঁর জেতার গল্প।দাসপুর দুই ব্লকের নৈহাটি গ্রামের সঞ্চিতা যে বদলে দিচ্ছেন সমাজের দৃষ্টিভঙ্গি, আর হয়ে উঠছেন অনেক মহিলার অনুপ্রেরণা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: ফুচকা বেলে বদলে দিলেন নিজের জীবন, গৃহবধূ থেকে স্বনির্ভর উদ্যোক্তা সঞ্চিতা
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement