Success Story: কম খরচে দ্বিগুণ লাভ! সাত মাসেই আড়াই লাখ টাকার বিক্রি, কলা চাষ করে কোটিপতি হচ্ছেন এক সময়ের প্রবাসী
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Success Story: জয়নগরের রতন দাস নিজের পড়ে থাকা জমিতে কলা চাষ করে এখন বছরে প্রায় ৩.৫ লাখ টাকা আয় করছেন। বেকার যুবকদের জন্য তাঁর এই উদ্যোগ এক আশার আলো।
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহা: দীর্ঘদিনের পরে থাকা জমি তে কলা চাষ করে। সেখানে রোপণ করা হয় অনেক গুলি কলা গাছ। সঠিক পরিচর্যা পেয়ে গাছগুলো সুস্থ ও সবল হয়ে বেড়ে উঠেছে। সারি সারি কলাগাছে ঝুলছে কলার ছড়া। এই কলা চাষে সুদিন ফিরেছে বিদেশ ফেরত এই যুবকের।
দক্ষিণ ২৪ পরগনা জেলা জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতের বাসিন্দা রতন দাস তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জন ব্যাক্তি। আর তিনি জীবিকার তাগিদে কখনও মুম্বাই কখনও দিল্লি আর কখনও বিদেশে পাড়ি দিয়েছে। সেখানে কখনও শারীরিক অসুস্থতা আবার কখনও কখনও সেই কাজ করে উঠতে পারিনি। সেই কারণে অধিকাংশ সময় কাজটা ঠিকঠাক করতে পারিনি বাড়িতে টাকাও সময় মতো পাঠাতে পারতেন না। আর তাই বাধ্য হয়ে ফিরে আসেন নিজের গ্রামে। আরে তাই সে নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে পড়ে থাকা জমিতে স্থানীয় বাজারগুলোতে সারা বছর চাহিদা থাকায় কলা চাষের উদ্যোগ নেন। শুধু তার নিজের জন্য অন্যের জমি আগাম টাকায় লিজ নিয়ে কলা চাষ শুরু করে।
advertisement
আরও পড়ুন: অসাধারণ ফলনের গোপন রহস্য ফাঁস, শীতে সবজি চাষে লাভ রাখার জায়গা থাকবে না! সেরা টেকনিক দিলেন বিশেষজ্ঞ
বিভিন্ন এলাকা থেকে ৩০ টাকা দরে চারা সংগ্রহ করেন তিনি। এতে তাঁর খরচ হয় ১৩ হাজার টাকা। রোপণের ১০ মাস পর কলা বিক্রির উপযোগী হয়। সাত মাস আগে থেকেই তিনি কলা বিক্রি শুরু করেছেন। মজুরি, সার, কীটনাশক ও নিয়মিত সেচ বাবদ এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে ৮০ হাজার টাকা। প্রতিটি কাঁদি গড়ে ৫০০ টাকা দরে গত ৭ মাসে আড়াই লাখ টাকার কলা বিক্রি করেছেন তিনি। এখন খরচ বাদে কলা ও গাছের চারা বিক্রি করে প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পান।
advertisement
advertisement
আরও পড়ুন: রসে টইটুম্বুর ‘রসগোল্লা’…! কেশর থেকে গন্ধরাজ, ব্ল্যাক কারেন্ট থেকে বাটার স্কচ, বাঙালির প্রিয় ‘মিষ্টি’ এবার ২০ দুর্ধর্ষ স্বাদে, জানুন ঠিকানা!
কলা চাষে প্রথমবার চারা কিনতে যে ব্যয় হয়েছিল, পরের বার তা ব্যয় হবে না। খরচ অর্ধেকে নেমে আসবে। প্রতিবছর চারা বিক্রির টাকা দিয়ে খরচ মেটানো সম্ভব হবে। এতে এক একর এই বাগান থেকে খরচ বাদে প্রতিবছর সাড়ে তিন লাখ টাকা আয় হবে তাঁর। বাজারের ব্যবসায়ীরা বাগানে এসে কলা নিয়ে যান। আর এভাবে সে কঠোর পরিশ্রম করে আশার আলো দেখেছে এই কলা চাষ করে। তাই তিনি এগিয়ে এসে ও বেকার যুবকদের এই কলা চাষে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 17, 2025 4:15 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: কম খরচে দ্বিগুণ লাভ! সাত মাসেই আড়াই লাখ টাকার বিক্রি, কলা চাষ করে কোটিপতি হচ্ছেন এক সময়ের প্রবাসী
