Sovereign Gold Bond: মিস করবেন না এই অফার! আগামিকাল থেকে বিপুল সস্তায় মিলবে সোনা....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Sovereign Gold Bond: দেরি না করে এখুনি ইনভেস্ট করুন ৷ ২৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে সস্তায় সোনা কিনতে পারবেন সোনা ৷
#নয়াদিল্লি: সস্তায় সোনা কেনার দারুণ সুযোগ দিচ্ছে সরকার ৷ দেরি না করে এখুনি ইনভেস্ট করুন ৷ ২৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে সস্তায় সোনা কিনতে পারবেন সোনা ৷ চলতি মাসের শেষ দিন সার্বভৌম গোল্ড বন্ডের (Sovereign Gold Bond Scheme 10th Series) দশম কিস্তি জারি করতে চলেছে সরকার ৷ এর জন্য ইস্যু প্রাইস (Issue Price) ৫১০৯ টাকা প্রতি গ্রাম রাখা হয়েছে ৷
সোনায় ইনভেস্ট করে বেশি লাভ করতে চাইছেন ? তাহলে সার্বভৌম গোল্ড বন্ডের (Sovereign Gold Bond) জন্য ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে আবেদন (when will SGB Scheme open) করতে পারবেন ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছেন সার্বভৌম গোল্ড বন্ডের স্কিম ২০২১-২২ এর দশম কিস্তির জন্য ৪ মার্চ ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন ৷
advertisement
advertisement
কে পাবেন ইস্যু প্রাইসে ছাড় ?
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানিয়েছেন, পাঁচ দিনের জন্য এসজিবি স্কিমের অনলাইন আবেদন করার জন্য বিনিয়োগ করলে ৫০ টাকা প্রতি গ্রামে (Discount on SGB) ছাড় পাওয়া যাবে ৷ এই ডিসকাউন্ট পাওয়ার জন্য ডিজিাল পেমেন্ট করতে হবে (Digital Payment) ৷ অনলাইন আবেদনকারীদের জন্য ইস্যু প্রাইস ৫০৫৯ টাকা প্রতি গ্রামে ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে এসজিবি-র দশম কিস্তি জারি করা হবে ৷ এই বন্ড সমস্ত ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SHCIL), ডাকঘর (Post Office) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(NSE) ও বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) মাধ্যমে বিক্রি করা হবে ৷ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Small finance banks) ও পেমেন্ট ব্যাঙ্কে (Payment banks) গোল্ড বন্ড বিক্রি হয় না ৷
advertisement
কে কত টাকা ইনভেস্ট করতে পারবেন ?
সার্বভৌম গোল্ড বন্ডে একজন ব্যক্তি অধিকতম ৪ কিলো গোল্ড বন্ড (maximum investment in SGB) কিনতে পারবেন ৷ ন্যূনতম ১ গ্রাম ইনভেস্ট করা বাধ্যতামূলক ৷ ট্রাস্ট বা অন্যান্য সংস্থা এক আর্থিক বছরে ২০ কিলোগ্রাম পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2022 9:01 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sovereign Gold Bond: মিস করবেন না এই অফার! আগামিকাল থেকে বিপুল সস্তায় মিলবে সোনা....