Bankura News: নিঁখুত হাতের কাজ! পড়াশোনার পাশাপাশি মায়ের সঙ্গে সমান তালে ব্যবসা করছেন ১৮-র যুবক
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
পড়াশোনার পাশাপাশি ঘরের কাজে এবং ব্যবসার কাজে হাত লাগালে ছেলের সার্বিক উন্নতি হবে বলে মনে করেন বিশ্বজিতের মা।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: উচ্চ মাধ্যমিক দেবে ছেলে, কিন্তু পড়াশোনার পাশাপাশি মা’ কে ব্যবসায় সাহায্য করছে বছর ১৮ এর বিশ্বজিৎ দে মোদক। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্র। রকমারি রঙিন থালা এবং প্লেটের কম্বো বানিয়ে করছে বিজনেস। বিশ্বজিৎ নিজেই তৈরি করে থালা প্লেট গ্লাস, মাটি দিয়ে তৈরি করে রোদে শুকিয়ে হাতে করে রং করে সে।
তারপর শুকিয়ে গেলেই যথার্থ মূল্য রেখে বিক্রি করে বিশ্বজিৎ দে মোদক। পুরো সেটের দাম ৩০০ আর থালার দাম ৮০ টাকা। বাঁকুড়া শহরের সারদামনি কলেজের ঠিক পাশেই মা প্রতিমা দে মোদক এবং ছেলে বিশ্বজিৎ দে মোদক করছেন ব্যবসা।
advertisement
advertisement
পড়াশোনার পাশাপাশি ঘরের কাজে এবং ব্যবসার কাজে হাত লাগালে ছেলের সার্বিক উন্নতি হবে বলে মনে করেন বিশ্বজিতের মা। তিনি জানান, আমার ছেলে পড়াশোনা করে তার সঙ্গে ঘরের সব কাজ করে। দোকানে খদ্দের দেখে এবং রংও করে। আমি মনে করি এভাবে কাজ করলে মানুষ হিসেবেও এগিয়ে যাবে, কাজের গুরুত্ব শিখবে। নিজের পায়ে দাঁড়ানোর একটা ইচ্ছে হবে। দায়িত্ব বাড়বে। দায়িত্ববান হবে।
advertisement
দোকানে রয়েছে বিভিন্ন জিনিস, বাঁকুড়ার পরিচিতি টেরাকোটার ঘোড়া থেকে শুরু করে কার্তিক ঠাকুর। এছাড়াও রয়েছে মাটির বিভিন্ন জিনিস। তবে বিশেষ করে এই শীতে বিক্রি হচ্ছে থালা বাটির কম্বো। বাঙালিয়ানা যাদের একটু পছন্দ তারা অনায়েসেই এই থালা বাটি কিনতে পারেন। এছাড়াও বিশ্বজিৎ জানায়, বাঙালি রেস্টুরেন্ট গুলি এই থালা বাটি নিয়ে যাচ্ছে। তুলনামূলকভাবে একটু বিক্রি বেড়েছে বলে বিশ্বজিৎ দোকানে থাকছে বেশিরভাগ সময়।
advertisement
বিশ্বজিৎ প্রমাণ করেছে যে শুধুমাত্র পড়াশোনা করাটাই জীবনের লক্ষ্য নয়। কাজ শেখা, বাবা-মার ভরসা হয়ে দাঁড়ানো একটা লক্ষ্য। সে কারণেই পড়াশোনার পাশাপাশি বঙ্গ বিদ্যালয়ের এই ছাত্র মায়ের দোকানে কাজ করে সাহায্য করার পাশাপাশি করছে পড়াশোনা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2025 4:39 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bankura News: নিঁখুত হাতের কাজ! পড়াশোনার পাশাপাশি মায়ের সঙ্গে সমান তালে ব্যবসা করছেন ১৮-র যুবক
