SBI, PNB-সহ এই ৬ ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই এটা জেনে রাখুন

Last Updated:

দেখে নিন কীভাবে চেক করবেন অ্যাকাউন্টের ব্যালেন্স ....

#নয়াদিল্লি: জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ আপনিও যদি কোনও ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সহজেই এই ভাবে ব্যালেন্স চেক করতে পারবেন ৷ ব্যালেন্স জানার জন্য আপনাকে কেবল মিসড কল দিতে হবে ৷ এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা, HDFC Bank ও ICICI ব্যাঙ্কের তরফে কয়েকটি নম্বর দেওয়া হয়েছে, যেখানে কল করে আপনি নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷
১. স্টেট ব্যাঙ্ক (SBI)- স্টেট ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকলে 18004253800 ও 1800112211 এই দুটির মধ্যে যে কোনও একটি কাস্টোমার কেয়ার নম্বরে কল করতে হবে ৷ এরপর নিজের ভাষা সিলেক্ট করতে হবে ৷ ব্যালেন্স ও লাস্ট ৬টি ট্রানজাকশন সম্বন্ধে জানার জন্য ‘১’ টিপতে হবে ৷ এছাড়া স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এই নম্বরে 92237 66666 কল করে জানতে পারবেন ৷
advertisement
২. পিএনবি (PNB)- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 18001802223 বা 01202303090 নম্বরে মিসড কল দিয়ে এসএমএস-এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷ মোবাইল নম্বর রেজিস্টার্ড না থাকলে নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে এই পরিষেবা চালু করতে পারবেন ৷
advertisement
৩. আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)- এই ব্যাঙ্কের গ্রাহকরা অ্যাকাউন্টের ব্যালেন্স 9594612612 নম্বরে মিসড কল দিয়ে জানতে পারবেন ৷ এছাড়া 'IBAL' লিখে 9215676766 নম্বরে মেসেজ পাঠালে জানা যাবে ব্যালেন্স ৷
advertisement
৪. এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)- এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা ব্যালেন্স জানার জন্য টোল ফ্রি নম্বর 18002703333, মিনি স্টেটমেন্টের জন্য 18002703355, চেকবুকের জন্য 18002703366 নম্বরে এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট জানার জন্য 1800 270 3377 নম্বরে কল করতে পারবেন ৷
৫. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)- ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা 09015135135 নম্বরে মিসড কল দিয়ে অ্যাকাউ্ট ব্যালেন্স জানতে পারবেন ৷
advertisement
৬. অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)- এই ব্যাঙ্কের গ্রাহকরা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 18004195959 নম্বরে কল করে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷ মিনি স্টেটমেন্টের জন্য কল করতে হবে 18004196969 নম্বরে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI, PNB-সহ এই ৬ ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই এটা জেনে রাখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement