SBI, PNB-সহ এই ৬ ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই এটা জেনে রাখুন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কীভাবে চেক করবেন অ্যাকাউন্টের ব্যালেন্স ....
#নয়াদিল্লি: জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ আপনিও যদি কোনও ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সহজেই এই ভাবে ব্যালেন্স চেক করতে পারবেন ৷ ব্যালেন্স জানার জন্য আপনাকে কেবল মিসড কল দিতে হবে ৷ এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা, HDFC Bank ও ICICI ব্যাঙ্কের তরফে কয়েকটি নম্বর দেওয়া হয়েছে, যেখানে কল করে আপনি নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷
১. স্টেট ব্যাঙ্ক (SBI)- স্টেট ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকলে 18004253800 ও 1800112211 এই দুটির মধ্যে যে কোনও একটি কাস্টোমার কেয়ার নম্বরে কল করতে হবে ৷ এরপর নিজের ভাষা সিলেক্ট করতে হবে ৷ ব্যালেন্স ও লাস্ট ৬টি ট্রানজাকশন সম্বন্ধে জানার জন্য ‘১’ টিপতে হবে ৷ এছাড়া স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এই নম্বরে 92237 66666 কল করে জানতে পারবেন ৷
advertisement
২. পিএনবি (PNB)- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 18001802223 বা 01202303090 নম্বরে মিসড কল দিয়ে এসএমএস-এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷ মোবাইল নম্বর রেজিস্টার্ড না থাকলে নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে এই পরিষেবা চালু করতে পারবেন ৷
advertisement
৩. আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)- এই ব্যাঙ্কের গ্রাহকরা অ্যাকাউন্টের ব্যালেন্স 9594612612 নম্বরে মিসড কল দিয়ে জানতে পারবেন ৷ এছাড়া 'IBAL' লিখে 9215676766 নম্বরে মেসেজ পাঠালে জানা যাবে ব্যালেন্স ৷
advertisement
৪. এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)- এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকরা ব্যালেন্স জানার জন্য টোল ফ্রি নম্বর 18002703333, মিনি স্টেটমেন্টের জন্য 18002703355, চেকবুকের জন্য 18002703366 নম্বরে এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট জানার জন্য 1800 270 3377 নম্বরে কল করতে পারবেন ৷
৫. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India)- ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা 09015135135 নম্বরে মিসড কল দিয়ে অ্যাকাউ্ট ব্যালেন্স জানতে পারবেন ৷
advertisement
৬. অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)- এই ব্যাঙ্কের গ্রাহকরা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 18004195959 নম্বরে কল করে অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন ৷ মিনি স্টেটমেন্টের জন্য কল করতে হবে 18004196969 নম্বরে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2021 10:05 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI, PNB-সহ এই ৬ ব্যাঙ্কে জনধন অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে অবশ্যই এটা জেনে রাখুন