ডিজিটাল দুনিয়ায় ফাঁদ পেতেছে হ্যাকাররা, নকল ব্যাঙ্ক অ্যালার্ট থেকে সুরক্ষিত থাকবেন কীভাবে?

Last Updated:

ইন্টারনেটে কাজ করলে কোন জিনিসগুলো থেকে সাবধানে থাকতে হবে, কোনগুলো করা একেবারেই উচিত নয়, দেখে নেওয়া যাক।

#কলকাতা: বর্তমান সময়ে মানুষ ডিজিটাল হয়ে গিয়েছে। মানে সবকিছুই অনলাইনে। এতে জীবনযাত্রা সহজ হয়েছে। ঘরে বসে কেনাকাটা থেকে ফর্মপূরণ, বাস-বিমানের টিকিট কাটা থেকে ব্যাঙ্কের কাজ সবকিছুই সারা যায় ইন্টারনেটে। এতে কাজ অনেক সহজ হয়ে গেলেও ঝুঁকি বেড়েছে। সাইবার জালিয়াতির ঘটনা তো এখন আকছার শোনা যায়। আসলে অনেক সময় মানুষ জেনে বুঝেও কিছু ভুল করে ফেলে, ফলে প্রতারিত হতে হয়। ইন্টারনেটে কাজ করলে কোন জিনিসগুলো থেকে সাবধানে থাকতে হবে, কোনগুলো করা একেবারেই উচিত নয়, দেখে নেওয়া যাক।
ব্যক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়: সাইবার ক্রাইম থেকে নিজেকে রক্ষা করতে চাইলে, কষ্টার্জিত অর্থ প্রতারকদের হাত থেকে বাঁচাতে চাইলে ব্যক্তিগত তথ্য কখনওই শেয়ার করা উচিত নয়। যত পরিচিতই হোক, পিন নম্বর, ডেবিট, ক্রেডিট কার্ডের তথ্য কাউকে দিলে চলবে না।
advertisement
advertisement
প্যান বা আধার কার্ড দেওয়া চলবে না: বর্তমান সময়ে প্রতারকরা প্যান কার্ড এবং আধার কার্ডের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করছে। টাকা চুরি তো করছেই, লোনও নিচ্ছে। যার ফলে বিপদে পড়ছেন সাধারণ মানুষ। তাই প্যান বা আধার কার্ডের তথ্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়।
ভুয়ো ফোন কল থেকে সাবধান: অনেক সময় প্রতারকরা ভুয়ো কল করে। ডেবিট কার্ড ব্লক করে দেওয়ার হুঁশিয়ারি দেয়। অনেকে আবার ই-কেওয়াইসি করে দেবার প্রলোভনও দেখায়। এই ফাঁদে পা দিলে পস্তাতে হবে। মাথায় রাখতে হবে, ব্যাঙ্কের আধিকারিক কখনও ব্যক্তিগত গোপন তথ্য চাইবে না।
advertisement
অফারের ফাঁদে নয়: অনেকে অনলাইন অফারের ফাঁদে পা দেন। অনেক কোম্পানি সত্যিই মানুষকে আকর্ষণীয় অফার দেন। কিন্তু এর ছদ্মবেশে প্রতারকরা প্রথমে লোভনীয় প্রতারণার ফাঁদে ফেলে এবং তারপর ব্যাঙ্কিং তথ্য হাতিয়ে নেয়। তাই সবসময় অফিসিয়াল এবং বিশ্বস্ত ওয়েবসাইট থেকেই কেনাকাটা করা উচিত।
advertisement
ওটিপি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরাপদ রাখতে টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন এবং ওটিপি এসএমএস ভেরিফিকেশন ব্যবহার করা হয়। এটি সবচেয়ে সুরক্ষিত হিসেবে ধরা হয়। কিন্তু এই নিরাপত্তা প্রাচীরটিও দুর্ভেদ্য নয়। ফোনে ওটিপি না এলে বুঝতে হবে হ্যাকার জাল ফেলেছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডিজিটাল দুনিয়ায় ফাঁদ পেতেছে হ্যাকাররা, নকল ব্যাঙ্ক অ্যালার্ট থেকে সুরক্ষিত থাকবেন কীভাবে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement