কীভাবে বড়লোক হবেন? ৬ উপায়ে লুকিয়ে বিপুল সম্ভাবনা, দেখে নিন বিস্তারিত!

Last Updated:

অর্থকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই কোটিপতি হওয়া সম্ভব।

#কলকাতা: বড়লোক শব্দটার মধ্যে কেমন যেন মোহ লুকিয়ে আছে! আমরা সবাই হতে চাই। যাঁদের অনেক পৈতৃক সম্পত্তি তাঁরা জন্ম থেকেই বড়লোক। কিন্তু মধ্যবিত্ত বেতনভোগীর কি বড়লোকে হওয়ার স্বপ্ন কোনওদিন পূরণ হবে? এর উত্তর, হ্যাঁ। অর্থকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই কোটিপতি হওয়া সম্ভব। ভারতে ধনী হওয়ার ৬টি সহজ উপায় ।
নিজের উপায়ে বাঁচা: এটা আবার কী? মানে ঋণ ব্যবস্থাপনা এবং বাজেট শেখা। এটা আর্থিক লক্ষ্য অর্জন, সফলভাবে অর্থ সংগ্রহ এবং ধনী হওয়ার পথে প্রথম পদক্ষেপ। বহুজাতিক সংস্থাগুলি ফাঁদ পেতে রেখেছে। তারা এমন সব জিনিস কিনতে প্রলুব্ধ করে যেগুলোর কোনও প্রয়োজন নেই। অর্থ সঞ্চয়ের পথে এটা বড় বাধা। নিজস্ব সংস্থানের মধ্যে বাঁচতে শেখা স্বাধীন জীবনের দিকে পরিচালিত করে। যদিও ঋণ বোঝার মতো। তবে প্রথমে সঞ্চয় করতে, তার পর খরচ করতে শিখতে হবে।
advertisement
advertisement
জরুরি তহবিল তৈরি: জরুরি তহবিল তৈরি অত্যন্ত প্রয়োজনীয়। বিপদে-আপদে এটাই কাজে দেবে। না হলে সঞ্চয়ে হাত পড়বে। বেতনের একটা অংশ দিয়ে জরুরি তহবিল তৈরি করা উচিত। ব্যাঙ্ক অ্যাকাউন্টেও রাখা যেতে পারে।
স্টক মার্কেট থেকে অর্থ উপার্জন: স্টক মার্কেট অস্থির। তবে ভাল রিটার্ন মেলে। যদিও সঠিক রিটার্ন বা ক্ষতির পূর্বাভাস দেওয়া অসম্ভব। কিন্তু দীর্ঘমেয়াদি বিনিয়োগে ধারাবাহিক অর্থোপার্জন করা যায়। স্টক মার্কেটে বিনিয়োগ করতে চাইলে সঠিক পরিকল্পনা এবং লেগে থাকার মানসিকতা চাই।
advertisement
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ: স্টক মার্কেট নিয়ে যাঁদের পড়াশোনা করার সময় নেই, কিন্তু ঝুঁকি নিতে ভয় পান না তাঁদের জন্য মিউচুয়াল ফান্ড আদর্শ বিনিয়োগ বিকল্প। সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নিতে পারলে লিকুইডিটি-সহ একাধিক সুবিধা পাওয়া যায়। এখানে একসঙ্গে মোটা টাকা বিনিয়োগ করার প্রয়োজন নেই। চাইলে এসআইপি-র মাধ্যমে মাসিক ১০০০ টাকাও বিনিয়োগ করা যায়। মেয়াদ শেষে প্রায় ১২ থেকে ১৫ শতাংশ হারে রিটার্ন মিলতে পারে।
advertisement
পোর্টফোলিও রিব্যালেন্সিং: এর অর্থ হল সম্পদের পুনর্বিন্যাস। বিনিয়োগ পোর্টফোলিওতে যেন ভারসাম্য বজায় থাকে। বিশেষজ্ঞরা বলেন, গ্রোথ স্টকে ৫০ শতাংশ, ভ্যালু স্টকে ২০ শতাংশ এবং বন্ডে ৩০ শতাংশ বিনিয়োগ হওয়া উচিত। তবে পোর্টফোলিও ভারসাম্যও পরিবর্তিত হয়। কোনও সম্পদ প্রত্যাশার তুলনায় ভাল পারফর্ম করে, কোনওটা কম।
ভেঞ্চার ক্যাপিটালিস্ট: মুনাফা দ্বিগুণ করার তাগিদে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা স্টার্ট আপে বিনিয়োগ করেন। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকে ফেসবুকের শেয়ারে টাকা ঢেলেছিলেন। তখন অবশ্য এই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটি এমন জনপ্রিয় হয়নি। এখন এই স্টকের মূল্য কয়েক লাখ টাকা। অতএব, বাজার বুঝে বিনিয়োগ করতে হবে। তাহলেই মোটা রিটার্ন আসবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কীভাবে বড়লোক হবেন? ৬ উপায়ে লুকিয়ে বিপুল সম্ভাবনা, দেখে নিন বিস্তারিত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement