মূল্যবৃদ্ধির জেরে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন? কম সময়ে বিপুল টাকা রোজগারের পথ খুলে দেবে এই ব্যবসা!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
যাঁরা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন এবং খুব কম সময়েই ভাল টাকা উপার্জন করতে চান, তাঁদের জন্য সাবান তৈরির ব্যবসা একেবারেই আদর্শ।
#কলকাতা: কোভিড অতিমারীর কালে চাকরি খুইয়েছেন বহু মানুষ। এমনিতে ভারতের চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। অসংখ্য শিক্ষিত যুবক-যুবতীই আজ বেকার। ফলে অনেতেই বেকারত্ব ঘোচাতে চাকরির বদলে ব্যবসার রাস্তায় হাঁটছেন। আবার মূল্যবৃদ্ধির জেরে সংসারের জোয়াল টানতে হিমশিম খাচ্ছেন চাকরিজীবী মধ্যবিত্তরাও। তাই চাকরির পাশাপাশি অন্য আয়ের রাস্তা খুঁজছেন। ফলে তাঁরাও ব্যবসার দিকে ঝুঁকছেন।
এই পরিস্থিতিতে আসলে অধিকাংশ লোকজন এমন ব্যবসা করতে চাইছেন, যেখানে কম সময় ব্য়য় করে বেশি টাকা আয় করা সম্ভব। যদিও বর্তমানে এমন ব্যবসার বিকল্প খুবই কম রয়েছে। তবে একটি ব্যবসা আছে, যা খুব কম সময়ে দারুন মুনাফার মুখ দেখাতে পারে (Business Idea)। আর সেটা হল সাবান তৈরির ব্যবসা (Soap Making Business)। এক নজরে দেখে নেওয়া যাক, এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
বিপুল চাহিদা:
যাঁরা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন এবং খুব কম সময়েই ভালো টাকা উপার্জন করতে চান, তাঁদের জন্য সাবান তৈরির ব্যবসা একেবারেই আদর্শ। কারণ সাবান হল এমন একটি দ্রব্য, যা প্রতিটি ঘরে ঘরে ব্যবহৃত হয়। আর বাজারে এর চাহিদাও সব সময় তুঙ্গেই থাকে। বাজারে বিভিন্ন ধরনের সাবান রয়েছে। আর বাজারে সব সময়ই সমস্ত ধরনের সাবানের চাহিদা থাকে। লোকাল মার্কেট থেকে গ্লোবাল মার্কেট - সব জায়গাতেই প্রতিনিয়ত সাবান আমদানি-রফতানি করা হচ্ছে। এর জন্য সাবান তৈরির ব্যবসা খুবই লাভজনক।
advertisement
সাবান তৈরির ব্যবসা শুরু করার উপায়:
বর্তমানে সাবান তৈরি করার জন্য বাজারে এসে গিয়েছে বিভিন্ন ধরনের মেশিন। যথা - এক্সট্রুডার মেশিন, ডাই মেশিন, মিক্সচার মেশিন, কাটিং মেশিন ইত্যাদি। আর সাবান তৈরির ব্যবসা শুরু করার জন্য প্রথমেই এই সকল মেশিনের প্রয়োজন হবে। এ-ছাড়াও সাবান তৈরির ব্যবসা শুরু করার জন্য কয়েক জন কর্মী রাখারও প্রয়োজনীয়তা রয়েছে। আর এর পাশাপাশি সাবান তৈরির ব্যবসা শুরু করার জন্য কমপক্ষে ১০০০ স্কোয়ার ফিট জায়গারও প্রয়োজন হবে। একটি হিসেব অনুযায়ী, মেশিন, কাঁচামাল এবং বিভিন্ন অন্যান্য প্রয়োজনীয় খরচ বাবদ সাবান তৈরির ব্যবসা শুরু করার জন্য প্রথমে কমপক্ষে ৭ লক্ষ টাকা বিনিয়োগ করার প্রয়োজন আছে। অর্থাৎ ৭ লক্ষ টাকা বিনিয়োগ করেই একটি ভালো সাবান তৈরির ইউনিট তৈরি করা ফেলা যেতে পারে। আর এক বার ওই ইউনিটে সাবানের উৎপাদন শুরু হয়ে গেলে সেখান থেকে প্রতি মাসে ভালো টাকা লাভ করা যাবে খুব সহজেই।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2022 7:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মূল্যবৃদ্ধির জেরে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন? কম সময়ে বিপুল টাকা রোজগারের পথ খুলে দেবে এই ব্যবসা!