#নয়াদিল্লি: বর্তমান সময়ে সকলেই ব্যবসা করতে চান ৷ কিন্তু ইনভেস্ট করার মতো টাকা না থাকায় বা ঠিক কী ব্যবসা করবেন সেটা ভেবে না উঠতে পারার জন্য ব্যবসা আর শুরু করে হয়ে ওঠা হয় না অনেকের ৷ আপনিও কী কিসের ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না ? তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি বিজনেস প্ল্যান ৷ বাজারে সব সময় বেশ কিছু জিনিসের চাহিদা বেশি থাকে ৷ যে কোনও সিজন বা যে কোনও শহর বেশ কিছু জিনিসের চাহিদায় কখনও ভাটা পড়ে না ৷ এরকম একটি জিনিসের ব্যবসা শুরু করে আপনিও মোটা টাকা আয় করতে পারবেন সারা জীবন ৷
আরও পড়ুন: ২০০০ বছর ধরে চাপা দিয়ে রাখা ছিল ভয়ঙ্কর রহস্য, মাটি খুঁড়তেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য!
প্রথমে জেনে নিন কিসের ব্যবসা শুরু করবেন -
তেজপাতা বা বে লিফ-এর ব্যবসা শুরু করে সারা জীবন লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন ৷ বলা হয় আমাদের দেশে তেজপাতার চাষ অত্যন্ত লাভজনক ব্যবসা ৷
কীভাবে শুরু করবেন ব্যবসা ? (How to do Bay leaf Farming?)
আপনি সহজেই তেজপাতার চাষ শুরু করতে পারবেন ৷ শুরুর দিকে আপনাকে একটু খাটতে হবে ৷ কিন্তু যেই গাছ বড় হতে থাকবে আপনার খাটনি কাজে আসতে লাগবে ৷ যখন গাছ বড় হয়ে যাবে তখন কেবল গাছের খেয়াল রাখতে হবে ৷ তেজপাতা চাষ করে প্রতি বছর মোটা টাকা আয় করতে পারবেন ৷
আরও পড়ুন: RBI Alert! আপনিও কী এরকম লেনদেন করেন ? তাহলে হয়ে যান সাবধান...
দেখে নিন কত টাকা সাবসিডি পাবেন ?
তেজপাতা চাষীদের জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদের তরফে ৩০ শতাংশ সাবসিডি দেওয়া হবে ৷
আরও পড়ুন: লাগাতার ২ দিন ধরে সোনার দামে বিপুল পতন, সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ
কত টাকা লাভ হবে ? (how much will be the profit?)
তেজপাতার একটি গাছ থেকে বছরে ৫০০০ টাকাল আয় করতে পারবেন ৷ তেজপাতার ২৫টি গাছ লাগালে বছরে ৭৫ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা আয় করতে পারবেন ৷ ব্যবসা যত বাড়বে আপনার আয়ও তত বাড়বে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।