Business Idea: চাকরি নিয়ে চিন্তায় আছেন ? শুরু করুন এই ব্যবসা প্রতি মাসে আয় করবেন লাখে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
New Business Idea: অল্প টাকা বিনিয়োগ করে সহজেই এই ব্যবসা শুরু করে লাখে আয় করতে পারবেন প্রতি মাসে ৷
#নয়াদিল্লি: ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে একটি বিশেষ প্ল্যান ৷ অল্প টাকা বিনিয়োগ করে সহজেই এই ব্যবসা শুরু করে লাখে আয় করতে পারবেন প্রতি মাসে ৷ চাকরি নিয়ে সমস্যায় আছেন ? তাহলে আর দেরি না করে শীঘ্রই শুরু করে দিন চিপস তৈরির ব্যবসা ৷ বাজারে সব সময় সব মরশুমেই চিপসের প্রচুর চাহিদা থাকে ৷ ৮ থেকে ৮০, সকলেই চিপস খেতে কম বেশি পছন্দ করে থাকেন ৷ আলুর পাশাপাশি কলার চিপসের বাজারে বেশ ভালোই চাহিদা রয়েছে ৷ কলার চিপসের মার্কেটের সাইজ ছোট ৷ এর জেরে কোনও বড় ব্র্যান্ড কলার চিপস তৈরি করে না ৷ আর এর জেরেই কলার চিপস তৈরির ব্যবসায় মোটা টাকা লাভ করার বেশি সুযোগ রয়েছে ৷
কলার চিপস তৈরির জন্য দরকার কী কী জিনিস ?
কলার চিপস তৈরির জন্য বিভিন্ন মেশিনারির দরকার পড়ে ৷ কাঁচামাল হিসেবে দরকার পড়ে কাঁচকলার, নুন, তেল এবং অন্যান্য মশলার ৷ আরও যে যে জিনিস লাগে সেগুলি হল-
advertisement
-- কলার ধোয়ার ট্যাঙ্ক ও কলা ছাড়ানোর মেশিন
advertisement
-- কলাকে পাতলা করে কাটার মেশিন
--কলার টুরো ফ্রাই করার মেশিন
-- মশলা ইত্যাদি মেশানোর মেশিন
--পাউচ প্রিন্টিং মেশিন
কোথায় কিনতে পাবেন এই মেশিন?
কলার চিপস তৈরির মেশিন https://www.indiamart.com/ বা https://india.alibaba.com/index.html থেকে কিনতে পারবেন ৷ এই মেশিন রাখার জন্য 4000 5000 sq. ft জায়গা লাগবে ৷ এই মেশিন আপনি ২৮ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ৷
advertisement
৫০ কিলো চিপস তৈরির খরচ-
৫০ কিলো চিপস তৈরির জন্য কমপক্ষে ১২০ কিলো কাঁচকলা লাগবে ৷ ১২০ কিলো কাঁচকলার আপনাকে প্রায় ১০০০ টাকায় পেয়ে যাবেন ৷ এর সঙ্গে ১২ থেকে ১৫ লিটার তেল লাগবে ৷ ১৫ লিটার তেল ৭০ টাকার হিসেবে ১০৫০ টাকা হবে ৷ চিপস ফ্রায়ার মেশিন ১ ঘণ্টায় ১০ থেকে ১১ লিটার ব্যবহার করে থাকে ৷ ১ লিটার ডিজেল ৮০ টাকার হিসেবে ১১ লিটারের জন্য খরচা হবে ৯০০ টাকা ৷ নুন ও মশলার জন্য খুব বেশি হলে ১৫০ টাকা খরচা হবে ৷ এই হিসেবে ৫০ কিলো চিপস তৈরির জন্য ৩২০০ টাকা খরচা হবে ৷ এক কিলো চিপসের দাম প্যাকিংয়ের দাম মিলিয়ে ৭০ টাকা পড়বে, যা আপনি অনলাইনে বা দোকানে সহজেই ৯০ থেকে ১০০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে বিক্রি করতে পারবেন ৷
advertisement
১ লাখ টাকা প্রফিট আয় করতে পারবেন সহজেই
১ কিলোগ্রামে ১০ টাকা প্রফিট করলে দিনে সহজেই ৪০০০ টাকা আয় করতে পারবেন ৷ মাসে ২৫ দিন কাজ করলে মাসে ১ লাখ টাকা আয় করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2022 10:27 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: চাকরি নিয়ে চিন্তায় আছেন ? শুরু করুন এই ব্যবসা প্রতি মাসে আয় করবেন লাখে