Business Idea: চাকরি নিয়ে চিন্তায় আছেন ? শুরু করুন এই ব্যবসা প্রতি মাসে আয় করবেন লাখে

Last Updated:

New Business Idea: অল্প টাকা বিনিয়োগ করে সহজেই এই ব্যবসা শুরু করে লাখে আয় করতে পারবেন প্রতি মাসে ৷

#নয়াদিল্লি: ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে একটি বিশেষ প্ল্যান ৷ অল্প টাকা বিনিয়োগ করে সহজেই এই ব্যবসা শুরু করে লাখে আয় করতে পারবেন প্রতি মাসে ৷ চাকরি নিয়ে সমস্যায় আছেন ? তাহলে আর দেরি না করে শীঘ্রই শুরু করে দিন চিপস তৈরির ব্যবসা ৷ বাজারে সব সময় সব মরশুমেই চিপসের প্রচুর চাহিদা থাকে ৷ ৮ থেকে ৮০, সকলেই চিপস খেতে কম বেশি পছন্দ করে থাকেন ৷ আলুর পাশাপাশি কলার চিপসের বাজারে বেশ ভালোই চাহিদা রয়েছে ৷ কলার চিপসের মার্কেটের সাইজ ছোট ৷ এর জেরে কোনও বড় ব্র্যান্ড কলার চিপস তৈরি করে না ৷ আর এর জেরেই কলার চিপস তৈরির ব্যবসায় মোটা টাকা লাভ করার বেশি সুযোগ রয়েছে ৷
কলার চিপস তৈরির জন্য দরকার কী কী জিনিস ?
কলার চিপস তৈরির জন্য বিভিন্ন মেশিনারির দরকার পড়ে ৷ কাঁচামাল হিসেবে দরকার পড়ে কাঁচকলার, নুন, তেল এবং অন্যান্য মশলার ৷ আরও যে যে জিনিস লাগে সেগুলি হল-
advertisement
-- কলার ধোয়ার ট্যাঙ্ক ও কলা ছাড়ানোর মেশিন
advertisement
-- কলাকে পাতলা করে কাটার মেশিন
--কলার টুরো ফ্রাই করার মেশিন
-- মশলা ইত্যাদি মেশানোর মেশিন
--পাউচ প্রিন্টিং মেশিন
কোথায় কিনতে পাবেন এই মেশিন?
কলার চিপস তৈরির মেশিন https://www.indiamart.com/ বা https://india.alibaba.com/index.html থেকে কিনতে পারবেন ৷ এই মেশিন রাখার জন্য 4000 5000 sq. ft জায়গা লাগবে ৷ এই মেশিন আপনি ২৮ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ৷
advertisement
৫০ কিলো চিপস তৈরির খরচ-
৫০ কিলো চিপস তৈরির জন্য কমপক্ষে ১২০ কিলো কাঁচকলা লাগবে ৷ ১২০ কিলো কাঁচকলার আপনাকে প্রায় ১০০০ টাকায় পেয়ে যাবেন ৷ এর সঙ্গে ১২ থেকে ১৫ লিটার তেল লাগবে ৷ ১৫ লিটার তেল ৭০ টাকার হিসেবে ১০৫০ টাকা হবে ৷ চিপস ফ্রায়ার মেশিন ১ ঘণ্টায় ১০ থেকে ১১ লিটার ব্যবহার করে থাকে ৷ ১ লিটার ডিজেল ৮০ টাকার হিসেবে ১১ লিটারের জন্য খরচা হবে ৯০০ টাকা ৷ নুন ও মশলার জন্য খুব বেশি হলে ১৫০ টাকা খরচা হবে ৷ এই হিসেবে ৫০ কিলো চিপস তৈরির জন্য ৩২০০ টাকা খরচা হবে ৷ এক কিলো চিপসের দাম প্যাকিংয়ের দাম মিলিয়ে ৭০ টাকা পড়বে, যা আপনি অনলাইনে বা দোকানে সহজেই ৯০ থেকে ১০০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে বিক্রি করতে পারবেন ৷
advertisement
১ লাখ টাকা প্রফিট আয় করতে পারবেন সহজেই
১ কিলোগ্রামে ১০ টাকা প্রফিট করলে দিনে সহজেই ৪০০০ টাকা আয় করতে পারবেন ৷ মাসে ২৫ দিন কাজ করলে মাসে ১ লাখ টাকা আয় করতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: চাকরি নিয়ে চিন্তায় আছেন ? শুরু করুন এই ব্যবসা প্রতি মাসে আয় করবেন লাখে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement